BN/751022 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জোহানেসবার্গ: Difference between revisions

(No difference)

Revision as of 13:11, 4 September 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যখন এই দেহটা আর ব্যবহারের উপযুক্ত থাকবে না, তখন আমরা প্রকৃতি প্রদত্ত আরেকটি দেহ প্রাপ্ত হব। মৃত্যুর সময়, যেমন ভগবদ্গীতায় বলা হয়েছে, যং যং বাপি স্মরন্ ভাবং ত্যজত্যন্তে কলেবরম্, তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিতঃ (শ্রীমদ্ভাগবদ্গীতা ৮.৬)—আমরা একটি মানসিক আবহ সৃষ্টি করি। আমাদের দুই ধরণের দেহ রয়েছেঃ সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহ। এই স্থূল দেহ ৫টি স্থূল পদার্থঃ ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ দ্বারা তৈরি। আর সূক্ষ্ম দেহ তৈরি হয় মন, বুদ্ধি ও অহংকার নিয়ে। যখন আমরা ঘুমাই তখন স্থূল দেহটা কাজ করে না কিন্তু সূক্ষ্ম দেহ কাজ করে। তাই আমরা স্বপ্ন দেখি। তাই মৃত্যুর সময় স্থূল দেহটা শেষ হয়ে যায় কিন্তু মন, বুদ্ধি আর অহংকার নিয়ে গঠিত সূক্ষ্ম দেহ—আমাদেরকে অন্য একটি স্থূল দেহে বহন করে নিয়ে যায়।"
৭৫১০২২ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৫.০৫.০২ - জোহানেসবার্গ