BN/751030 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নাইরোবি

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মূল রূপটি (দ্বিভুজ মুরালিধর ত্রিভঙ্গী বংশীধারী), যখন তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তার সেই আসল রূপটি বহু লোক দেখেছিল। এবং এটাকে শাস্ত্রে স্বীকৃতি দেয়া হয়েছে,

ব্রহ্মসংহিতাতে । "ভেনুম ভানান্তম অরবিন্দ-ডালায়াতাকসাম বারহাভাতামসাম অসিতামবুদা-সুন্দরাঙ্গম "(Bs. 5.30) কৃষ্ণকে ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা অনেক লক্ষ লক্ষ বছর আগেই বর্ণনা করেছেন - " ভেনুম ভানান্তম অরবিন্দ-ডালায়াতাকসাম "। কৃষ্ণ সরবদা বাঁশি বাজাচ্ছে, "ভেনুম"। ভেনু মানে বাঁশি। ভানান্তম। এবং তার চোখগুলো পদ্ম ফুলের পাপড়িগুলির মতো। "ভেনুম ভানান্তম অরবিন্দ-ডালায়াতাকসাম বারহাভাতামসাম "।এবং তার মস্তকদেশ ময়ুরপেখম দারা সুসজ্জিত। এইভাবে শাস্ত্রে কৃষ্ণের রূপ সম্পর্কে বর্ণনা করা আছে।

751030 - প্রবচন SB 03.28.20 - নাইরোবি