BN/760326 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু

"এটি ভাগাভড গীতা তে বলেছে , যা এমাম পরামম গুহ্যম মদ ভক্তেসু অভিধাস্যাটি (ভা গ ১৮। ৬৮) : ' যে ব্যক্তি ভাগবদ গীতার এই গুপ্ত বিজ্ঞান সকলের কাছে ', না চা তাসমান মানুসেস্যূ কশ্চিদ মে প্রিয়াঃ- কৃত্তমঃ (ভা গ ১৮। ৬৮) । 'তার থেকে বেশি প্রিয় আমার কাছে আর কেউ নেই'। যদি তুমি খুব শিগ্রহি কৃষ্ণের প্রিয় হতে চাও তাহলে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে থাকো । যদিও বা সঠিক ভাবে করা না হয় , কিন্তু যেহেতু তুমি অকৃতিম ভাবে চেষ্টা করছো , যা তোমার সামর্থ আছে, তুমি যদি প্রচার করো , তাহলে কৃষ্ণ খুব সন্তুষ্ট হন ।" ৭৬০৩২৬ - প্রবচন শ্রীমদ ভাগবতম ০৭। ০৯।৪৪ - দিল্লি

760326 - প্রবচন SB 07.09.44 - দিল্লী