BN/Prabhupada 0005 - তিন মিনিটে শ্রীল প্রভুপাদের জীবন

Revision as of 10:10, 31 March 2015 by Rishab (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Turkish Pages with Videos Category:Prabhupada 0005 - in all Languages Category:TR-Quotes - 1968 Category:TR-Quotes - C...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Interview -- September 24, 1968, Seattle

সাক্ষাত্কার: আপনি কি আমাকে আপনার নিজের পটভূমির কিছু জানাতে চান? কোথায় আপনি শিক্ষিত হলেন এবং আপনি কিভাবে Kṛṣṇa এর শিষ্য হলেন?

Prabhupāda: আমি কলকাতায় জন্মগ্রহণ করেছি এবং শিক্ষিত হয়েছি l কলকাতা আমার জন্মস্থান l আমি ১৮৯৬ সালে জন্মগ্রহণ করেছি , এবং আমি আমার পিতার পোষা সন্তান l তাই আমার শিক্ষা একটু দেরী শুরু হয়ে ছিল l এবং, আমি আট বছর উচ্চ মাধ্যমিক, উচ্চ বিদ্যালয় শিক্ষা গ্রহন করেছি l প্রাথমিক বিদ্যালয় চারটি বছর, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আট বছর, কলেজে চার বছর l তারপর আমি গান্ধীর জাতীয় আন্দোলনে যোগদান দি l কিন্তু ভাল সুযোগ দ্বারা আমি ১৯২২ সালে আমার গুরু মহারাজ, আমার আধ্যাত্মিক গুরু এর সঙ্গ হল l এবং তারপর থেকে, আমি এই ধারা এ আকৃষ্ট হলাম l এবং ধীরে ধীরে আমি আমার পরিবারের জীবন ত্যাগ করি l আমি একটি তৃতীয় বছরের ছাত্র ছিলাম , যখন আমার ১৯১৮ সালে বিয়ে হয় l তাই আমি ছেলেমেয়ে পেলাম l আমি ব্যবসা করছিলাম l তারপর আমি ১৯৫৪ সালে আমার পরিবারের জীবন থেকে অবসর গ্রহণ করি l চার বছর, আমি কোনো পরিবার ছাড়া একা বাস করেছি l তারপর আমি ১৯৫৯ সালে সন্ন্যাস নি l তারপর আমি বই লেখার কার্যে নিরত হ্য়ী l আমার প্রথম প্রকাশনা ১৯৬২ সালে এসেছিল , এবং তখন তিনটি বই ছিল l তারপর আমি ১৯৬৫ সালে আপনার দেশের জন্যে শুরু হ্য়ী l এবং আমি, ১৯৬৫ সেপ্টেম্বর এখানে পৌঁছেছে l তারপর থেকে, আমি ইউরোপীয় দেশে, আমেরিকা, কানাডা এই Kṛṣṇa চেতনা ধর্মপ্রচার চেষ্টা করছি l এবং ধীরে ধীরে কেন্দ্র উন্নয়নশীল হয়েছে l শিষ্যদের গণনা বেড়েছে l দেখি আর কি করা যায় l

সাক্ষাত্কার: কিভাবে আপনি একটি শিষ্য হলেন? আপনি কি ছিলেন, অথবা আপনি একটি শিষ্য হবার আগে আপনি কি অনুসরণ করে ছিলেন?

Prabhupāda: আমি আপনাকে বলেছি, একই নীতি, বিশ্বাস l আমার এক বন্ধু , তিনি আমাকে আমার আধ্যাত্মিক গুরু কাছে জোর করে টেনে নিয়ে গিয়েছিল l এবং আমি আমার আধ্যাত্মিক গুরু সঙ্গে কথা বললাম, তখন আমি প্রবর্তিত হলাম l এবং তারপর থেকে, বীজ বাড়তে লাগল