BN/Prabhupada 0023 - মৃত্যুর পূর্বেই কৃষ্ণভাবনাময় হউন

Revision as of 07:06, 4 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Sri Isopanisad Invocation Lecture -- Los Angeles, April 28, 1970

জানা যায় যে এই ব্রহ্মান্ডের একটা নির্দিষ্ট সময় আছে, যেটা পরমপূর্ণ শক্তির দ্বারা নির্ধারিত। ব্রহ্মান্ড একটা বিশাল, জাগতিক শরীর। ঠিক যেমন আপনার শরীরের মত, সব কিছু আপেক্ষিক। আধুনিক বিজ্ঞান, আপেক্ষিকতার সূত্র। একটি পরমাণু, একটি ছোট কণা, ছোট পিঁপড়ে, এটির একটি নির্ধারিত জীবন আছে, আপনিও একটি নির্ধারিত জীবন পেয়েছেন। অনুরূপভাবে এই প্রকাণ্ড শরীর, এই ব্রহ্মান্ড তা কোটি কোটি বছর ধরে আছে, কিন্তু এটি সব সময় থাকবে না। এটিই বাস্তব সত্য। যেহেতু এটি অনেক বিশাল ,তাই এটি হয়তো অনেক কোটি বছর ধরে থাকবে। কিন্তু তা এক দিন শেষ হয়ে যাবেই, এটিই প্রকৃতির আইন। আর যখন সময় শেষ হয়ে যাবে তখন এই অস্থায়ী প্রকাশও ধ্বংস হয়ে যাবে পূর্ণ পরমেশ্বর ভগবানের পূর্ণ ব্যবস্থাপনার দ্বারা। যখন এই শরীরে আপনার সময় শেষ হয়ে যাবে, এই দেহে তখন আর নয়। তখন কেউই তা থামাতে পারবে না। এই ব্যবস্থাটি এতোই শক্তিশালী যে আপনি বলতে পারবেন না "আমি থেকে যাব।" প্রকৃতপক্ষে এটি ঘটে, যখন আমি ভারতে ছিলাম, এলাহাবাদে,আমাদের এক.. আমার এক বন্ধু ছিল, সে অনেক ধনী ছিল, সে মারা যাচ্ছিল। সে ডাক্তারকে অনুরোধ করেছিল "আপনি কি আমাকে আরও চারটি বছরের জন্য বাঁচিয়ে দিতে পারেন না? আমার কিছু পরিকল্পনা রয়েছে যেটা আমি শেষ করতে পারি নি। " দেখতে পাচ্ছেন তো, আশাপাশ-শতৈর্বদ্ধা (ভ.গী.১৬.১২) এটা আসুরিক। সবাই ভাবে যে, " আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে।" না। ডাক্তার অথবা ডাক্তারের বাবা বা তার বাবা, কোনো বৈজ্ঞানিক, কেউই থামাতে পারবে না। "ওহ, না, মহাশয়, চার বছর নয়, চার মিনিটও নয়। তোমাকে এক্ষুনি যেতে হবে।" এটিই নিয়ম। সুতরাং সেই মুহূর্তটি আসার আগেই আপনাকে কৃষ্ণভাবনামৃতটি উপলব্ধি করতে অত্যন্ত দক্ষ হতে হবে। তূর্ণং যতেত। (ভাগবত ১১.৯.২৯) তূর্ণং মানে দ্রুতগতিতে, দ্রুতগতিতে আপনার কৃষ্ণভাবনামৃতকে উপলব্ধি করা উচিৎ। অনু ... পরবর্তী মৃত্যুর আগে, পরবর্তী মৃত্যু আসার আগেই, আপনাকে আপনার কাজ সেরে নিতে হবে। এটিই বুদ্ধি, অন্যথায় পরাজিত হতে হবে। ধন্যবাদ।