BN/Prabhupada 0058 - চিন্ময় দেহ মানে নিত্য জীবনলাভ

Revision as of 06:20, 30 November 2017 by Anurag (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0058 - in all Languages Category:BN-Quotes - 1975 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.14 -- Mexico, February 14, 1975

বাস্তবিক, আধ্যাত্মিক শরীরের মানে সুখ এবং চিরন্তন জীবনের জ্ঞান | এখন আমরা যে শরীরের ওধিকারী, সেটা উপাদান শরীর | এটা কেউই অনন্ত, কিংবা সুখী, কিংবা জ্ঞান পূর্ণ নয় | আমাদের সকলেই, আমরা জানি যে এই উপাদান শরীর শেষ হবে | আর এটা অজ্ঞতা পূর্ণ | আমরা কিছুই বলতে পারছি না, এই প্রাচীরের পরেও কী হয় | আমরা চেতনা পেয়েছি, কিন্তু তারা সব, সীমাবদ্ধ, অপূর্ণ| কখনো কখনো আমরা দেখতে পাওয়া ও প্রতিযোগিতার জন্য খুব গর্বিত হই, " তুমি কী আমাকে ভগবান দেখতে পারো?" কিন্তু আমরা সরণ করতে ভুলে যাই যে, যখনই আলো চলে যায়, আমার দৃষ্টি শক্তি ও চলে যায় | তাই পুরো শরীর অসিদ্ধ এবং অজ্ঞতা পূর্ণ |

আধ্যাত্মিক শরীর মানে জ্ঞান পূর্ণ, ঠিক বিপরীত | সুতরাং আমরা এই ধরনের শরীর পরবর্তী জীবনে পেতে পারি, এবং আমাদের অনুশিলোন করতে হবে কিভাবে আমরা ওই ধরনের শরীর পাবো | আমরা উচ্চতর গ্রহমণ্ডল পরবর্তী শরীর পেতে অনুশিলোন করতে পারব | অথবা আমরা বিড়াল এবং কুকুর মত আগামী শরীর গড়ে তোলার প্রচেষ্টা করতে পারি, এবং আমরা শাশ্বত, সুখী জ্ঞান এমন শরীর উত্পাদন করতে পারব | তাই সেরা বুদ্ধিমান ব্যক্তি সুখ, জ্ঞান, এবং অনন্তকাল পূর্ণ পরবর্তী শরীর পেতে চেষ্টা করবে | এটা ভগবত গীতা তে ব্যাখ্যা আছে, যদ গতবা না নিবর্তনে ত্দ ধর্মা পর্মম মম (ভা.গী ১৫.৬ ) | যে জায়গা, গ্রহ, বা যে আকাশে তুমি যাও, তুমি আর কখনো এই বাহ্যজগৎ ফিরে পাবেনা | বাহ্যজগৎ, এমনকি যদি আপনি সর্বোচ্চ গ্রহমণ্ডল-এ উন্নীত হন, ব্রম্ম্হলোক এখনও, আপনাকে আবার ফিরে আসতে হবে | এবং তুমি যদি আধ্যাত্মিক জগতে ফিরে যেতে সর্বত্তম চেস্তা করো, বাড়ি ফিরতে, বোইভব-এ ফিরতে | তুমি আর ফিরে আসবে না, এই জড়ো দেহ'কে গ্রহণ করতে