BN/Prabhupada 0074 - কেন আপনারা প্রানীদের খাচ্ছেন: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0074 - in all Languages Category:BN-Quotes - 1974 Category:BN-Quotes - L...")
 
No edit summary
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Hindi|HI/Prabhupada 0073 - वैकुण्ठ का अर्थ है चिंता के बिना|0073|HI/Prabhupada 0075 - तुम्हे एक गुरु के पास जाना चाहिए|0075}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0073 - বৈকুন্ঠ অর্থাৎ উৎকন্ঠাহীন|0073|BN/Prabhupada 0075 - আপনাকে একজন গুরুর কাছে যাওয়া উচিত|0075}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|LgWA4asqKcM|কেন আপনাকে জন্তু খাওয়া উচিত?  <br /> - Prabhupāda 0074}}
{{youtube_right|LgWA4asqKcM|কেন আপনারা প্রানীদের খাচ্ছেন<br /> - Prabhupāda 0074}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 30: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
ভগবদ্গীতায় সব কিছু ব্যাখ্যা করা হয়েছে। ভগবদ্গীতা বলছে না যে "তুমি শ্বাস গ্রহণ করে বেঁচে থাক।" না। ভগবদ্গীতা বলছে, অন্নাদ ভবন্তি ভূতানি ([[Vanisource:BG 3.14 (1972)|ভগবদ্গীতা ৩.১৪]])। অন্ন। অন্ন মানে শস্যদানা। শস্যদানার প্রয়োজন রয়েছে। অন্নাদ ভবন্তি ভূতানি। ভগবদ্গীতা কখনোই বলছে না যে "তোমাদের আহার করার প্রয়োজন নেই। তোমরা শুধু শ্বাস গ্রহণ কর আর যোগ অনুশীলন কর।" না। কিন্তু আমাদের অবশ্যই খুব কম বা খুব বেশী খাওয়া উচিত নয়। এটিই বলা হয়েছে। যুক্তাহার বিহারস্য। আমাদের খুব বেশী অথবা খুব কম খাওয়া উচিত নয়। আর নিরাশীঃ। নিরাশীঃ মানে অত্যধিক অপচয় করার বাসনা-হীন। এখন আমরা আরও আরও বেশী করে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা করছি। এটি প্রত্যাশিত নয়। যদি তোমরা জীবনে সিদ্ধি লাভ করতে চাও, এটিকে বলে তপস্যা।


আমাদের বাসনা রয়েছে, কিন্তু অপ্রয়োজনীয় বাসনা করা উচিত নয়। প্রত্যেকের খাওয়ার অধিকার রয়েছে, এমনকি প্রাণীদেরও। প্রত্যেকের এই অধিকার রয়েছে। কিন্তু যেহেতু আমরা আরও বেশি করে ভোগ করার বাসনা করছি, তাই আমরা প্রাণীদের যথাযথভাবে বেঁচে থাকার সুযোগও দিচ্ছি না। বরং আমরা প্রাণীদেরও খেয়ে ফেলার চেষ্টা করছি। এর প্রয়োজন নেই। এটিকে বলে নিরাশীঃ। তোমার প্রাণীদের খাওয়ার কি দরকার? এটি অসভ্য জীবন। যদি কোন খাদ্য না থাকে, যখন তারা আদিবাসী, তারা প্রাণী খেতে পারে। কারণ তারা জানে না কিভাবে খাদ্যশস্য ফলাতে হয়। কিন্তু মানব সমাজ যখন সভ্য হয়, সে অনেক সুন্দর সুন্দর খাদ্যশস্য উৎপাদন করতে পারে, সে গাভীদের হত্যা করার পরিবর্তে গাভী পালন করতে পারে, সে যথেষ্ট দুধ পেতে পারে। আমরা দুধ আর শস্য দিয়ে অনেক রকমের পদ তৈরি করতে পারি। কাজেই আমাদের অনর্থক আরও বেশী করে ভোগ করার বাসনা করা উচিত নয়।


সবকিছু ভগবত-গীতায় বর্ণিত হয়েছে। ভগবৎ-গীতায় বলেনি যে "আপনি বাতাসে বেঁচে থাকেন।" না। ভগবদ-গীতা বলেছে, অন্নাদ ভবন্তি ভূতানি ([[Vanisource:BG 3.14|ভা.গী ৩.১৪]]). অন্ন। অন্ন মানে খাদ্যশস্য। খাদ্য শস্য প্রয়োজনীয়তা আছে। অন্নাদ ভবন্তি ভূতানি। ভগবত-গীতা কখনোই বলে না যে "তোমাদের খেতে হবে না। আপনি কেবল শ্বাস নিন এবং যোগ অনুশীলন করুন। "না। কিন্তু আমাদের আর বেশি খাওয়া উচিত নয়, কমও নয়। এটা সুপারিশ করা হয়। যুক্তাহার-বিহারস্য। আমাদের বেশি অথবা কম খাওয়া উচিত না এবং নিরসিঃ। নিরসিঃ অর্থাৎ অযৌক্তিকতার অনিশ্চয়তা। এখন আমরা আকাঙ্ক্ষিত হচ্ছি  আরো এবং আরো ইন্দ্রিয়তৃপ্তির জন্য । এটি প্রয়োজন নেই। যদি আপনি জীবনের পরিপূর্ণতা চান, এটিকে তপস্যা বলা হয়। একজনের ইচ্ছা আছে, কিন্তু তাকে অবাঞ্ছিতভাবে ইচ্ছা না করা উচিত। সবাই খাওয়ার অধিকার পেয়েছে, এমনকি পশুরাও, সবাই অধিকার পেয়েছে। কিন্তু আমরা আরো উপভোগ করতে ইচ্ছুক হই, তাই আমরা পশুদের সঠিকভাবে বাঁচার সুযোগ দিচ্ছি না; বরং, আমরা পশুদের খেতে চেষ্টা করছি। এটা প্রয়োজন নয়। এটিকে বলা হয় নিরসিঃ। আপনাদের পশু খাওয়া উচিত কেন? এটা অসভ্য জীবন। যখন কোন খাবার থাকে না, যখন তারা আদিবাসী হয়, তারা প্রাণী খায়, কারণ তারা জানে না যে খাদ্য কীভাবে জন্মায়। কিন্তু যখন মানব সমাজ সভ্য হয়ে যায়, তিনি অনেক সুন্দর খাদ্য চাষ করতে পারেন, তিনি গরু খাওয়ার পরিবর্তে গরু রাখতে পারেন। তিনি দুধ পান করতে পারেন, যথেষ্ট দুধ। আমরা দুধ এবং শস্য থেকে অনেক প্রস্তুতি তৈরী করতে পারি। তাই আমাদের আরো উপভোগ করতে অবাঞ্ছিতভাবে ইচ্ছা না করা উচিত। তারপর এটি বলা হয়েছে, কুরবান নাপ্নোতি কিল্বিশম। কিল্বিশম অর্থ পাপী জীবনের পরিসমাপ্তির কার্য। কিল্বিশম। সুতরাং যদি আমরা আমাদের প্রয়োজনীয়তার বেশী বাসনা না করি, তাহলে আমরা জড়িত হব না, পাপিষ্ঠ কার্যকলাপ জড়িত, কুর্বান অপি, যদিও তিনি কাজে নিযুক্ত হয়। যখন আপনি কাজ করছেন, ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞাতসারে, তোমাকে কিছু প্রতিজ্ঞা  করতে হবে, যা পুন্য নয়, এমনকি পাপও নয়, কিন্তু যদি আপনি কেবল সঠিকভাবে জীবন যাপন করতে চান, তাহলে কুরবান নাপ্নোতি কিল্বিশম। আমাদের জীবন কোন পাপিষ্ঠ প্রতিক্রিয়া ছাড়া হওয়া উচিত। অন্যথায় আমাদের কষ্ট ভোগ করতে হবে। কিন্তু তারা বিশ্বাস করে না, যদিও তারা অনেক ঘৃণ্য জীবন দেখে। কোথায় থেকে তারা আসছে, ৮,৪০০,০০০ প্রজাতির জীবজন্তু? সেখানে অনেক জীবন আছে যারা জঘন্য অবস্থায় রয়েছে। অবশ্যই, পশু বা জীবন্ত প্রাণীরা জানে না, কিন্তু আমরা মানুষ, আমাদের জানা উচিত যে কেন এই ঘৃণ্য জীবন। এটা মায়ার বিভ্রম। এমনকি এক, ঠিক মত ... একটি শূকর একটি খুব অদম্য অবস্থায় বসবাস করে, বিষ্টা খায়, এবং তবুও সে চিন্তা করে সে সুখী এবং তারপর সে মোটা হয়। যখন কেউ খুশি হন, "আমি খুবই খুশি," তিনি মোটা হয়ে ওঠে। তাই আপনি এই শূকর খুঁজে পাবেন, তারা অনেক মোটা, কিন্তু তারা কি খায়? তারা বিষ্টা খায় এবং একটি জঘন্য জায়গায় বাসকরে। কিন্তু তারা মনে করে "আমরা খুব খুশি।" সুতরাং সেটি মায়ার বিভ্রম। যে কেউই জীবনের একটি অত্যন্ত ঘৃণ্য অবস্থায় বসবাস করে, মায়া, বিভ্রমের দ্বারা, তিনি ভাবছেন যে তিনি ঠিক আছেন, তিনি খুব পুরোপুরি জীবিত আছেন। কিন্তু উচ্চতর পর্যায়ে থাকা একজন ব্যক্তি, তিনি দেখেন যে তিনি খুব ঘৃণিত অবস্থায় বসবাস করছেন। তাই এই বিভ্রম আছে, কিন্তু জ্ঞান দ্বারা, ভাল সঙ্গ দ্বারা, শাস্ত্র থেকে নির্দেশনা নিয়ে, গুরু থেকে, সাধু ব্যক্তিদের কাছ থেকে, একজনকে জীবনের মূল্য বুঝতে হবে এবং সেই মতো বসবাস করা উচিত। সুতরাং এটি কৃষ্ণের দ্বারা নির্দেশিত হয়, যে নিরসিঃ, একজনকে অকারণে ইচ্ছা করা উচিত, তার জীবনের প্রয়োজনীয়তার বেশী। এটিকে নিরসিঃ বলা হয়। নিরসিঃ । আরেকটি অর্থ হলো জড় উপভোগের উপর খুব বেশি আসক্তি ভাল নয়। এবং এটি সম্ভব যখন তিনি সম্পূর্ণ জ্ঞান পাবেন "আমি এই শরীর না। আমি আত্মা।  আমার প্রয়োজন এটা কিভাবে আধ্যাত্মিক জ্ঞান অগ্রগতি করা যায়। " তারপর তিনি নিরসিঃ হতে পারেন । এই বিষয়গুলি হল তপস্যা , কঠোরতা, ব্রত। মানুষ এখন ভুলে গেছে। তারা তপস্যার কথা জানে না। কিন্তু মানুষের জীবনের উদ্দেশ্যই সেটা । তপ দিব্যম পুত্রকাঃ যেন শুদ্ধ্যেৎ সত্তম যেন ব্রহ্ম-সুখ্যম অনন্তম ([[Vanisource:SB 5.5.1|শ্রী ভা ৫.৫.১]]). এইগুলি শাস্ত্রের নির্দেশ। মানব জীবনের অর্থ তপস্য। এবং তপস্যা ... অতএব বেদিক জীবনধারায় জীবনের প্রারম্ভিকতা হল তপস্যা, ব্রহ্মচারী, ব্রহ্মচারী। ব্রাহ্মণযাত্রা অনুশীলন করার জন্য একজন ছাত্রকে গুরুুকুলে পাঠানো হয় এটা তপস্যা, আরামদায়ক জীবন নয়। মেঝে উপর শুয়ে থাকা, গুরুর জন্য দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করা। কিন্তু তারা ক্লান্ত হয় না। কারণ তারা শিশু, তারা যদি এই তপস্যা গুলিতে প্রশিক্ষিত হয় তবে তারা অনুশীলন করতে শুরু করে। তারা সব মহিলাদের ডাকে, "মা।" "মা, আমাকে কিছু ভিক্ষা দাও।" এবং তারা ফিরে আসে গুরুর স্থানে। সবকিছু গুরুর অন্তর্গত। এটি ব্রহ্মচারী জীবন । এটাই তপস্যা । তপ দিব্যম ([[Vanisource:SB 5.5.1|শ্রী ভা ৫.৫.১]])। সেটাই বৈদিক সভ্যতা, সেই শিশুদের জীবনের খুব শুরু থেকে হওয়া উচিত তপস্যায় পরীক্ষণ হওয়া, ব্রহ্মচারী কৌমার্য। একটি ব্রহ্মচারী কোনও যুবতীকে দেখতে পারবেন না। এমনকি গুরুর স্ত্রী যদি তরুণ হয়, তিনি গুরুর স্ত্রীর কাছে যেতে পারবেন না। এই হলো সীমাবদ্ধতা,এখন কোথায় ব্রহ্মাচারী? কোন ব্রহ্মচারী নেই। এই হলো কলি-যুগ। কোন তপস্যা নেই।
এখানে বলা হয়েছে, কুর্বন্‌ নাপ্নোতি কিল্বিষম্‌ ([[Vanisource:BG 4.21 (1972)|ভগবদ্গীতা 4.21]])। কিল্বিষম্‌ মানে পাপকর্মের ফল। কিল্বিষম্‌। তাই আমাদের প্রয়োজনের অতিরিক্ত বাসনা করা উচিত নয়, তাহলে আর আমরা প্রলিপ্ত হবো না, পাপকর্মে জড়িয়ে পড়বো না, কুর্বন অপি, যদিও সে কর্মে নিযুক্ত থাকবে। যখন তুমি কর্ম করছ, জানতে বা অজান্তে, তোমাকে এমন কিছু করতে হবে যেটা পুণ্য কর্ম নয়, এমন কি পাপকর্মও হতে পারে, কিন্তু তুমি যদি শুধু সহজ সরলভাবে বেঁচে থাকার বাসনা কর, তাহলে কুর্বন নাপন্তি কিল্বিষম। আমাদের জীবন কোন রকম পাপকর্মের প্রতিক্রিয়া বিহীন হওয়া উচিত। অন্যথায় আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। কিন্তু তারা বিশ্বাস করে না, যদিও তারা অনেক নিম্নতর জীবনযাপন দেখতে পাচ্ছে। ৮৪ লক্ষ প্রজাতির কোন জীবন থেকে তারা আসছে? অনেক জীব রয়েছে যারা জঘন্যতম অবস্থায় জীবনযাপন করছে। অবশ্য অন্যান্য প্রাণী বা জীবেরা তা বোঝে না, কিন্তু আমরা মানুষ, আমাদের বোঝা উচিত কেন এই জঘন্যতম জীবন। এটি মায়ার মোহ।


প্রত্যেকেই, ঠিক যেমন... একটি শুকর খুব নোংরা জায়গায় থাকে, বিষ্ঠা আহার করে, তবুও সে নিজেকে খুব সুখী মনে করে, যার জন্য সে খুব মোটা হয়। যখন কেউ সুখ অনুভব করে, "আমি খুব সুখী," তখন সে খুব মোটা হয়। তোমরা দেখবে এই শুকরগুলো খুব মোটা হয়, কিন্তু তারা কি খায়? তারা মল খায় আর খুব নোংরা জায়গায় বাস করে। কিন্তু তারা মনে করে যে "আমরা খুব সুখী।" সুতরাং এটি হচ্ছে মায়ার বিভ্রম। যে খুব জঘন্যতম জীবনযাপন করছে, মায়ার প্রভাবে সে ভাবছে যে সে ঠিক আছে, সে খুব সুন্দরভাবেই বেঁচে আছে। কিন্তু উন্নত স্তরের একজন ব্যক্তি, তিনি দেখতে পান যে সে একটি জঘন্যতম অবস্থায় রয়েছে।
সুতরাং মায়া এভাবে কাজ করে, কিন্তু জ্ঞানের দ্বারা, ভালো সঙ্গের মাধ্যমে, সাধু, গুরু আর শাস্ত্র থেকে নির্দেশনা গ্রহনের মাধ্যমে, কেউ একজন বুঝতে পারে যে জীবনের মূল্য কি আর কিভাবে সেই অনুসারে জীবনযাপন করা যায়। শ্রীকৃষ্ণ সেই নির্দেশনাই দিয়েছেন যে, নিরাশীঃ, কারো অনর্থক বাসনা করা উচিত নয়, তার জীবনের প্রয়োজনের অতিরিক্ত। এটিকে বলে নিরাশীঃ। নিরাশীঃ। আরেকটি অর্থ হচ্ছে যে জাগতিক ভোগের প্রতি আসক্ত না হওয়া। আর এটি তখনই সম্ভব হবে যখন সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হবে যে "আমি এই দেহ নই। আমি চিন্ময় আত্মা। আমার প্রয়োজন হচ্ছে কিভাবে পারমার্থিক জ্ঞানে উন্নতি লাভ করা যায়।" তখন সে নিরাশীঃ হবে। এগুলো হচ্ছে তপস্যা, ব্রত, কঠোরতা।
মানুষ এখন তা ভুলে গেছে। তারা জানে না তপস্যা কি জিনিস। কিন্তু মানব জীবন এর জন্যই উদ্দিষ্ট। তপো দিব্যং পুত্রকা যেন সত্ত্বং শুদ্ধ্যেদ্‌যস্মাদ্‌ ব্রহ্মসৌখ্যং ত্বনন্তম্‌ ([[Vanisource:SB 5.5.1|শ্রীমদ্ভাগবত ৫.৫.১]])। এগুলো হচ্ছে শাস্ত্রের নির্দেশনা। মানব জীবন হচ্ছে তপস্যার জন্য। আর তপস্যা...
তাই বৈদিক জীবন ধারায় জীবনের শুরু হচ্ছে তপস্যা দিয়ে, ব্রহ্মচারী। একজন ছাত্রকে গুরুকুলে ব্রহ্মচর্য অনুশীলনের জন্য পাঠানো হতো। এটি হচ্ছে তপস্যা, কোন আরামদায়ক জীবন নয়। মাটিতে ঘুমানো, দ্বারে দ্বারে গিয়ে গুরুদেবের জন্য ভিক্ষা করা। কিন্তু তারা ক্লান্ত নয়। কারণ তারা শিশু, তাদেরকে যদি এই ধরণের তপস্যার মধ্য দিয়ে প্রশিক্ষিত করে তোলা হয়, তারা এভাবেই অনুশীলন করবে। তারা সব মহিলাদের, "মা" বলে সম্বোধন করে, "মা কিছু ভিক্ষা দিন।" এরপর তারা গুরুদেবের স্থানে ফিরে আসে। সবকিছুই গুরুদেবকে দিয়ে দেয়। এই হচ্ছে ব্রহ্মচারী জীবন। এটি হচ্ছে তপস্যা। তপো দিব্যং ([[Vanisource:SB 5.5.1|শ্রীমদ্ভাগবত ৫.৫.১]])। এটি হচ্ছে বৈদিক সভ্যতা, এই সমস্ত শিশুদের জীবনের শুরু থেকেই তপস্যা বা ব্রহ্মচর্যে প্রশিক্ষিত করে তোলা হয়। কৌমার্য। একজন ব্রহ্মচারী কোন যুবতী মহিলাকে দর্শন করে না। এমন কি গুরুদেবের পত্নী যদি যুবতী হন তাহলে তারা গুরুপত্নীর কাছেও যান না। এগুলো হচ্ছে বিধিনিষেধ। এখন এই ধরণের ব্রহ্মচারী কোথায়? কোন ব্রহ্মচারী নেই। এই হচ্ছে কলিযুগ। কোন তপস্যা নেই।
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 08:34, 2 December 2021



Lecture on BG 4.21 -- Bombay, April 10, 1974

ভগবদ্গীতায় সব কিছু ব্যাখ্যা করা হয়েছে। ভগবদ্গীতা বলছে না যে "তুমি শ্বাস গ্রহণ করে বেঁচে থাক।" না। ভগবদ্গীতা বলছে, অন্নাদ ভবন্তি ভূতানি (ভগবদ্গীতা ৩.১৪)। অন্ন। অন্ন মানে শস্যদানা। শস্যদানার প্রয়োজন রয়েছে। অন্নাদ ভবন্তি ভূতানি। ভগবদ্গীতা কখনোই বলছে না যে "তোমাদের আহার করার প্রয়োজন নেই। তোমরা শুধু শ্বাস গ্রহণ কর আর যোগ অনুশীলন কর।" না। কিন্তু আমাদের অবশ্যই খুব কম বা খুব বেশী খাওয়া উচিত নয়। এটিই বলা হয়েছে। যুক্তাহার বিহারস্য। আমাদের খুব বেশী অথবা খুব কম খাওয়া উচিত নয়। আর নিরাশীঃ। নিরাশীঃ মানে অত্যধিক অপচয় করার বাসনা-হীন। এখন আমরা আরও আরও বেশী করে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা করছি। এটি প্রত্যাশিত নয়। যদি তোমরা জীবনে সিদ্ধি লাভ করতে চাও, এটিকে বলে তপস্যা।

আমাদের বাসনা রয়েছে, কিন্তু অপ্রয়োজনীয় বাসনা করা উচিত নয়। প্রত্যেকের খাওয়ার অধিকার রয়েছে, এমনকি প্রাণীদেরও। প্রত্যেকের এই অধিকার রয়েছে। কিন্তু যেহেতু আমরা আরও বেশি করে ভোগ করার বাসনা করছি, তাই আমরা প্রাণীদের যথাযথভাবে বেঁচে থাকার সুযোগও দিচ্ছি না। বরং আমরা প্রাণীদেরও খেয়ে ফেলার চেষ্টা করছি। এর প্রয়োজন নেই। এটিকে বলে নিরাশীঃ। তোমার প্রাণীদের খাওয়ার কি দরকার? এটি অসভ্য জীবন। যদি কোন খাদ্য না থাকে, যখন তারা আদিবাসী, তারা প্রাণী খেতে পারে। কারণ তারা জানে না কিভাবে খাদ্যশস্য ফলাতে হয়। কিন্তু মানব সমাজ যখন সভ্য হয়, সে অনেক সুন্দর সুন্দর খাদ্যশস্য উৎপাদন করতে পারে, সে গাভীদের হত্যা করার পরিবর্তে গাভী পালন করতে পারে, সে যথেষ্ট দুধ পেতে পারে। আমরা দুধ আর শস্য দিয়ে অনেক রকমের পদ তৈরি করতে পারি। কাজেই আমাদের অনর্থক আরও বেশী করে ভোগ করার বাসনা করা উচিত নয়।

এখানে বলা হয়েছে, কুর্বন্‌ নাপ্নোতি কিল্বিষম্‌ (ভগবদ্গীতা 4.21)। কিল্বিষম্‌ মানে পাপকর্মের ফল। কিল্বিষম্‌। তাই আমাদের প্রয়োজনের অতিরিক্ত বাসনা করা উচিত নয়, তাহলে আর আমরা প্রলিপ্ত হবো না, পাপকর্মে জড়িয়ে পড়বো না, কুর্বন অপি, যদিও সে কর্মে নিযুক্ত থাকবে। যখন তুমি কর্ম করছ, জানতে বা অজান্তে, তোমাকে এমন কিছু করতে হবে যেটা পুণ্য কর্ম নয়, এমন কি পাপকর্মও হতে পারে, কিন্তু তুমি যদি শুধু সহজ সরলভাবে বেঁচে থাকার বাসনা কর, তাহলে কুর্বন নাপন্তি কিল্বিষম। আমাদের জীবন কোন রকম পাপকর্মের প্রতিক্রিয়া বিহীন হওয়া উচিত। অন্যথায় আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। কিন্তু তারা বিশ্বাস করে না, যদিও তারা অনেক নিম্নতর জীবনযাপন দেখতে পাচ্ছে। ৮৪ লক্ষ প্রজাতির কোন জীবন থেকে তারা আসছে? অনেক জীব রয়েছে যারা জঘন্যতম অবস্থায় জীবনযাপন করছে। অবশ্য অন্যান্য প্রাণী বা জীবেরা তা বোঝে না, কিন্তু আমরা মানুষ, আমাদের বোঝা উচিত কেন এই জঘন্যতম জীবন। এটি মায়ার মোহ।

প্রত্যেকেই, ঠিক যেমন... একটি শুকর খুব নোংরা জায়গায় থাকে, বিষ্ঠা আহার করে, তবুও সে নিজেকে খুব সুখী মনে করে, যার জন্য সে খুব মোটা হয়। যখন কেউ সুখ অনুভব করে, "আমি খুব সুখী," তখন সে খুব মোটা হয়। তোমরা দেখবে এই শুকরগুলো খুব মোটা হয়, কিন্তু তারা কি খায়? তারা মল খায় আর খুব নোংরা জায়গায় বাস করে। কিন্তু তারা মনে করে যে "আমরা খুব সুখী।" সুতরাং এটি হচ্ছে মায়ার বিভ্রম। যে খুব জঘন্যতম জীবনযাপন করছে, মায়ার প্রভাবে সে ভাবছে যে সে ঠিক আছে, সে খুব সুন্দরভাবেই বেঁচে আছে। কিন্তু উন্নত স্তরের একজন ব্যক্তি, তিনি দেখতে পান যে সে একটি জঘন্যতম অবস্থায় রয়েছে।

সুতরাং মায়া এভাবে কাজ করে, কিন্তু জ্ঞানের দ্বারা, ভালো সঙ্গের মাধ্যমে, সাধু, গুরু আর শাস্ত্র থেকে নির্দেশনা গ্রহনের মাধ্যমে, কেউ একজন বুঝতে পারে যে জীবনের মূল্য কি আর কিভাবে সেই অনুসারে জীবনযাপন করা যায়। শ্রীকৃষ্ণ সেই নির্দেশনাই দিয়েছেন যে, নিরাশীঃ, কারো অনর্থক বাসনা করা উচিত নয়, তার জীবনের প্রয়োজনের অতিরিক্ত। এটিকে বলে নিরাশীঃ। নিরাশীঃ। আরেকটি অর্থ হচ্ছে যে জাগতিক ভোগের প্রতি আসক্ত না হওয়া। আর এটি তখনই সম্ভব হবে যখন সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হবে যে "আমি এই দেহ নই। আমি চিন্ময় আত্মা। আমার প্রয়োজন হচ্ছে কিভাবে পারমার্থিক জ্ঞানে উন্নতি লাভ করা যায়।" তখন সে নিরাশীঃ হবে। এগুলো হচ্ছে তপস্যা, ব্রত, কঠোরতা।

মানুষ এখন তা ভুলে গেছে। তারা জানে না তপস্যা কি জিনিস। কিন্তু মানব জীবন এর জন্যই উদ্দিষ্ট। তপো দিব্যং পুত্রকা যেন সত্ত্বং শুদ্ধ্যেদ্‌যস্মাদ্‌ ব্রহ্মসৌখ্যং ত্বনন্তম্‌ (শ্রীমদ্ভাগবত ৫.৫.১)। এগুলো হচ্ছে শাস্ত্রের নির্দেশনা। মানব জীবন হচ্ছে তপস্যার জন্য। আর তপস্যা...

তাই বৈদিক জীবন ধারায় জীবনের শুরু হচ্ছে তপস্যা দিয়ে, ব্রহ্মচারী। একজন ছাত্রকে গুরুকুলে ব্রহ্মচর্য অনুশীলনের জন্য পাঠানো হতো। এটি হচ্ছে তপস্যা, কোন আরামদায়ক জীবন নয়। মাটিতে ঘুমানো, দ্বারে দ্বারে গিয়ে গুরুদেবের জন্য ভিক্ষা করা। কিন্তু তারা ক্লান্ত নয়। কারণ তারা শিশু, তাদেরকে যদি এই ধরণের তপস্যার মধ্য দিয়ে প্রশিক্ষিত করে তোলা হয়, তারা এভাবেই অনুশীলন করবে। তারা সব মহিলাদের, "মা" বলে সম্বোধন করে, "মা কিছু ভিক্ষা দিন।" এরপর তারা গুরুদেবের স্থানে ফিরে আসে। সবকিছুই গুরুদেবকে দিয়ে দেয়। এই হচ্ছে ব্রহ্মচারী জীবন। এটি হচ্ছে তপস্যা। তপো দিব্যং (শ্রীমদ্ভাগবত ৫.৫.১)। এটি হচ্ছে বৈদিক সভ্যতা, এই সমস্ত শিশুদের জীবনের শুরু থেকেই তপস্যা বা ব্রহ্মচর্যে প্রশিক্ষিত করে তোলা হয়। কৌমার্য। একজন ব্রহ্মচারী কোন যুবতী মহিলাকে দর্শন করে না। এমন কি গুরুদেবের পত্নী যদি যুবতী হন তাহলে তারা গুরুপত্নীর কাছেও যান না। এগুলো হচ্ছে বিধিনিষেধ। এখন এই ধরণের ব্রহ্মচারী কোথায়? কোন ব্রহ্মচারী নেই। এই হচ্ছে কলিযুগ। কোন তপস্যা নেই।