BN/Prabhupada 0090 - নিয়মানুগ ব্যবস্থাপনা হতে হবে - অন্যথায় কিভাবে ইস্কন চলবে

Revision as of 11:46, 2 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- December 5, 1973, Los Angeles

প্রভুপাদঃ সবাই শ্রীকৃষ্ণের পরিবারের সদস্য, কিন্তু আমাদের দেখতে হবে যে তারা শ্রীকৃষ্ণের জন্য কি করছে। সবাই যেমন রাজ্যের নাগরিক। কেন একজন মানুষকে উচ্চ অবস্থান আর বড় পদবী দেওয়া হয়?

প্রভুপাদঃ কেন ? কারণ সে স্বীকৃত।

সুদামাঃ সঠিক।

প্রভুপাদঃ তাই একজনকে সেবা করতে হবে। কেবল অনুভব করলাম, "আমি শ্রীকৃষ্ণের পরিবারের অন্তর্গত," কিন্তু শ্রীকৃষ্ণের জন্য কিছুই করলাম না, এই রকম না ...

সুদামাঃ এটি ভালো কথা নয়।

প্রভুপাদঃ এটি ভালো কথা নয়। তার মানে সে... খুব শীঘ্রই শ্রীকৃষ্ণকে ভুলে যাবে। সে আবারও ভুলে যাবে।

সুদামাঃ প্রকৃতপক্ষে, অন্য উপাদানটি খুবই শক্তিশালী। এই মানুষগুলো, কারণ, এমনকি যদিও তারা শ্রীকৃষ্ণের পরিবারের অংশ, কিন্তু যেহেতু তারা ভুলে গেছে, তখন আমরাও তাদের ভুলে যাওয়া দ্বারা প্রভাবিত হয়ে যাই।

প্রভুপাদঃ হ্যাঁ ভুলে যাওয়া মানে মায়া।

সুদামাঃ হ্যাঁ

প্রভুপাদঃ মায়া কিছুই নয়। এটা একটি বিস্মরণ। ব্যাস। এর কোন অস্তিত্ব নেই। বিস্মৃতি, এর কোন অস্তিত্ব নেই। কিন্তু যতদিন এটি আছে , এটি খুবই উপদ্রব করবে।

সুদামাঃ আমাকে কয়েকজন ভক্ত একটি প্রশ্ন করেছে যে তারা কখনও কখনও সুখী অনুভব করছে না। এমনকি যদিও তারা মানসিকভাবে অসুখী, তবুও তাদের কৃষ্ণভাবনামৃত অব্যাহত রাখা উচিত। আমি তাদের বলি, এমনকি যদি কেউ অসুখীও হয় ...

প্রভুপাদঃ কিন্তু তোমার নিজের উদাহরণ দেখানো উচিত। যদি তুমি তাদের ভিন্ন ভাবে উদাহরণ দেখাও, কিভাবে তারা তোমাকে অনুসরণ করবে? নিজে করে উদাহরণ দেওয়া উপদেশের তুলনায় ভালো। তুমি কেন বাইরে আছো?

সুদামাঃ আমি ...

প্রভুপাদঃ (বিরতি) ... গতবার আমার স্বাস্থ্য এত খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হয়েছিল। তার মানে এই নয় যে আমি সংঘটা ছেড়ে দেব। আমি ভারতে গিয়েছিলাম এবং সুস্থ হয়েছি। আবার লন্ডনে এসেছি, ব্যাস এইটুকুই। সুতরাং শরীর কখনও কখনও এরকম হতে পারে... তার মানে এই নয় যে আমরা সংঘ ছেড়ে চলে যাব। যদি আমার শরীর এখানে মানাতে না পারে, আমি অন্য কোথাও যাব...আমাদের একশ কেন্দ্র আছে। আর তুমি নিজের শরীরকে ঠিক রাখার জন্য এই পৃথিবীর বাইরে তো যেতে পার না। তোমাকে এই পৃথিবীর মধ্যেই থাকতে হবে। তাহলে কেন তোমাকে সংঘের বাইরে যেতে হবে? শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন। আমাদের ভক্তদের সাথে থাকতে হবে। কেন আমি আমার পরিবার ত্যাগ করেছি? কারন তারা ভক্ত ছিল না। সেইজন্য আমি এসেছি... অন্যথায় এই বৃদ্ধ বয়সে, আমি আরামে থাকতাম। না, আমরা অভক্তের সাথে থাকব না, হতে পারে পরিবারের লোক অথবা অন্যকেউ। যেমন মহারাজ বিভীষণ। যেহেতু তার ভাই ভক্ত ছিল না, তিনি তাকে পরিত্যাগ করেছিলেন, ছেড়ে দিয়েছিলেন। তিনি রামচন্দ্রের কাছে এসেছিলেন। বিভীষণ। তুমি এটা জান?

সুদামাঃ হ্যাঁ

হৃদয়ানন্দঃ সুতরাং প্রভুপাদ, এটা বলা হয় যে একজন সন্ন্যাসীর উচিত একা বাস করা, তার মানে শুধুমাত্র ভক্তদের সঙ্গে।

প্রভুপাদঃ কে...! কোথায় এটা বলা আছে সন্ন্যাসীর একা থাকা উচিত?

হৃদয়ানন্দঃ আমার মনে হয়, কখনও কখনও আপনার বইতে।

প্রভুপাদঃ কি?

হৃদয়ানন্দঃ কখনও কখনও আপনার বইতে। সুতরাং এর মানে কি ভক্তদের সঙ্গে বোঝাচ্ছে?

প্রভুপাদঃ সাধারণত সন্ন্যাসী একা থাকতে পারে। কিন্তু সন্ন্যাসীর কাজ প্রচার করা।

সুদামাঃ এটা আমি কখনও বন্ধ করতে চাই না।

প্রভুপাদঃ কি?

সুদামাঃ আমি কখনো প্রচার করা বন্ধ করতে চাই না।

প্রভুপাদঃ প্রচার, তুমি প্রচার তৈরী করতে পারো না। তোমার গুরুদেবের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রচার করা উচিত। তুমি প্রচারের ক্ষেত্রে তোমার নিজস্ব উপায় উদ্ভাবন করতে পার না। এটি বুঝতে হবে। কিছু নেতা অবশ্যই থাকবে। নেতৃত্বের অধীনে। যস্য প্রসাদাদ্‌ ভগবদ... কেন এটা বলা হয়েছে? সর্বত্র, অফিসে, কিছু ঊর্ধ্বতন মনিব আছে। তাঁকে তোমার অবশ্যই সন্তুষ্ট করতে হবে। এটাই সেবা। মনে কর অফিসে, একটি বিভাগে অফিস তত্ত্বাবধায়ক আছেন। আর তুমি তোমার নিজের মতো করে কাজ করছ, "হ্যাঁ, আমি আমার কাজ করছি" কিন্তু অফিসের তত্ত্বাবধায়ক যদি খুশি না হন, তুমি কি মনে কর যে এটি খুব ভালো সেবা হচ্ছে ? একইভাবে, সবক্ষেত্রেই আমাদের একজন প্রত্যক্ষ প্রভু রয়েছে। সুতরাং আমাদের কাজ করতে হবে। এটা ব্যবস্থাপনা। সবাই যদি নিজে নিজে তৈরি করে, নিজের জীবনধারা নিজেই উদ্ভাবন করে, তাহলে সেখানে বিশৃঙ্খলা হবেই।

সুদামাঃ হ্যাঁ, এটা সত্য।

প্রভুপাদঃ হ্যাঁ এখন আমরা বিশ্ব সংগঠন। সেখানে আধ্যাত্মিক দিক আছে এবং একটি জাগতিক দিকও আছে। এটি জাগতিক দৃষ্টিভঙ্গি নয়। এটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, মানে নিয়মানুগ ব্যবস্থাপনা। অন্যথায় এটি কীভাবে চলবে? যেমন গৌরসুন্দর বাড়িটি বিক্রি করে দিয়েছে, আর টাকার কোন হিসাব নেই। এটা কি? সে কাউকে জিজ্ঞাসাও করে নি। সে বাড়ি বিক্রি করল, কিন্তু সেই টাকা কোথায় গেল, তার কোনও হিসাব নেই।