BN/Prabhupada 0091 - আপনি এখানে উলঙ্গ দাঁড়িয়ে যান

Revision as of 06:37, 14 January 2018 by Iswaraj (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0091 - in all Languages Category:BN-Quotes - 1975 Category:BN-Quotes - M...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- July 16, 1975, San Francisco

ধর্মাধক্ষ্যঃ আজকাল তারা আসলে তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা আরও মৃত্যু সন্মন্ধে অধ্যয়ন করছে, মৃত্যুর জন্য আরো মানুষদের প্রস্তুত করার চেষ্টা করছে। কিন্তু একমাত্র জিনিস যা তারা বলতে পারে, "এটি গ্রহণ করুন।" শুধুমাত্র জিনিস বলতে তারা করতে পারেন এটা বলা হয়, "আপনি মরতে যাচ্ছেন। সুতরাং একটি আনন্দদায়ক মনোভাবের সঙ্গে এটি গ্রহণ ক্রুন। " প্রভুপাদঃ কিন্তু আমি মরতে চাই না। কেন আমি খুশি হব? আপনি বদমাশ, আপনি বলছেন, "আনন্দিত হও।" (হাসি) "আনন্দের সঙ্গে, আপনি ফাঁসিতে ঝুলছেন।" (হাসি) আইনজীবী বলবে, "কিছু মনে করবেন না। আপনি কেসটি হেড়ে গেছেন। এখন আপনি আনন্দের সঙ্গে ফাঁসিতে ঝুলবেন। "(হাসি) ধর্মাধক্ষ্যঃ এটি আধুনিক মনোবিজ্ঞানের সম্পূর্ণ লক্ষ্য, তাদেরকে এই জড় জগতে থাকতে হবে সেই সত্য সমন্বয় করা , এবং যদি আপনার কোনও ইচ্ছা থাকে এই জড় জগতে বাস করার তারা আপনাকে বলবে আপনি পাগল। "না, না। এখন আপনি বস্তুগত অবস্থার আরও সমন্বয় করতে পারেন।" বাহুলাশ্যঃ তারা আপনাকে জীবনের হতাশা গ্রহণ করতে শেখায়। তারা আপনাকে শিক্ষা দেয় যে আপনাকে জীবনের সব হতাশা গ্রহণ করা উচিত। প্রভুপাদঃ ​​কেন হতাশা? আপনি বড়, বড় বিজ্ঞানী আপনি সমাধান করতে পারবেন না? ধর্মাধক্ষ্যঃ তারা সমাধান করতে পারেন না কারন তাদেরও একই সমস্যা। প্রভুপাদঃ একই যুক্তি, "আনন্দের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়।" এটাই। কিছু কঠিন বিষয় থাকলে যত তাড়াতাড়ি হয়, তারা ছেড়ে দেয়। এবং তারা কিছু নোংরা জিনিসের জল্পনাকল্পনা করে। এখানেই শেষ। এটা তাদের শিক্ষা। শিক্ষা মানে আত্যন্তিক-দুখঃ-নিবৃত্তি, সমস্ত আনন্দের প্রকৃত সমাধান। এটাই শিক্ষা, না যে কিছু অংশে পরে আসবে, "না, আপনি সুখে মারা যাবেন।" এবং দুখঃ কি, অসুখী? সেটা কৃষ্ণ বর্ননা করেছেন। জন্ম-মৃত্যু-জড়া-ব্যাধি দুখঃ দোশানু...(ভ.গী.১৩.৯) এগুলি আপনার অসুখী্তা , এটাকে সমাধান করার চেষ্টা ক্রুন। এবং তারা সাবধানে এড়িয়ে যায়। তারা মৃত্যুকে বন্ধ করতে পারে না, জন্মকে না, জড়াকে না, ব্যাধিকে না। এবং জীবনের এই অল্প সময়ে, জন্ম এবং মৃত্যু, তারা তৈরী করে বড় বড় বাড়ী, এবং পরবর্তীতে ওই বাড়ীতে সে একটা ইঁদুর হয়ে বাস করে (হাসি) প্রকৃতি। আপনি প্রকৃতির আইন এড়াতে পারবেন না। যেমন আপনি মৃত্যুর এড়াতে পারবেন না, একইভাবে প্রকৃতি আপনাকে আরেকটি দেহ দেবে। এই বিশ্ববিদ্যালয়ের একটি গাছ হয়ে পাঁচ হাজার বছরের জন্য দাঁড়িয়ে থাকবে। আপনি নগ্ন হতে চেয়েছিলেন। এখন কেউ আপনাকে কিছু বলবে না, আপনি নগ্ন হয়ে এখানে দাঁড়িয়ে থাকুন।