BN/Prabhupada 0117 - বিনামূল্যে হোটেল এবং বিনামূল্যে নিদ্রার জায়গা

Revision as of 14:30, 14 January 2018 by Iswaraj (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0117 - in all Languages Category:BN-Quotes - 1976 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.9.24 -- Mayapur, March 2, 1976

এটাই ধারণা, দাস হয়ে উঠা এবং দাসী হয়ে উঠা। এটি মানব সভ্যতার আদর্শ। প্রত্যেক নারীকে তার স্বামী দাসী হতে চেষ্টা করা উচিত, এবং প্রত্যেক মানুষের উচিত শতবার কৃষ্ণের চাকর হওয়া। এই ভারতীয় সভ্যতা, না যে "স্বামী এবং স্ত্রী, আমাদের সমান অধিকার।" যে, ইউরোপ, আমেরিকা, আন্দোলন চলছে, "সমান অধিকার।" এটা বৈদিক সভ্যতা নয়। বৈদিক সভ্যতা হল স্বা্মীকে, কৃষ্ণের একজন আন্তরিক দাস হওয়া উচিত, এবং স্ত্রী ,স্বামীর একজন আন্তরিক দাসী হওয়া উচিত। তাই এখানে বলা হয়, উপনয় মাম নিজ ভৃত্য পার্শ্বম (শ্রী.ভা.৭.৯.২৪) এটি সেরা সঙ্গ। যখন নরদ মুনি বর্ণনা করছেন কিভাবে মানুষের আচরণ করা উচিত, একজন নারীকে কিভাবে আচরণ করা উচিত ... আমরা এখন আলোচনা করছি আমাদের টেপরেকডারে। আপনি এটা শুনতে পাবেন। যে, সেখানে মাস্টার হওয়ার তেমন জিনিস নেই। এটা নিরর্থক। আপনি মাস্টার হতে পারেন না। অহংকার বিমুঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে (ভা.গী. ৩.২৭) আপনি মাস্টার হতে পারে না। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস (চৈ.চ.মধ্য ২০.১০৮.১০৯) পুরুষ বা নারী উভয়ই কৃষ্ণের দাস। আমাদের প্রশিক্ষিত হতে হবে সেই প্ল্যাটফর্মে, সেখানে কিভাবে সেরা চাকর হওয়া যায়, শুধুমাত্র সরাসরি দাস নয় , কিন্তু দাসের দাস, এই হয় পরম্পরা দাস। আমার আধ্যাত্মিক গুরু হচ্ছে তার গুরুর দাস, এবং আমি আমার আধ্যত্মিক গুরুর দাস। একইভাবে, আমরা চিন্তা করি দাসের দাস। সেখানে কোন প্রশ্ন নেই হবার... এটা জড় অসুখ (চৈ.চ.মধ্য.১৩.৮০) কৃষ্ণ ভুলিয়া জীব ভোগ বাঞ্ছা করে পাশেতে মায়া তারে জাপটিয়া ধরে। যত তাড়াতাড়ি আমরা গর্বস্ফীত হব - "এখন আমাকে মাস্টার হতে হবে। আমি কেবল অর্ডার দেব আমি কাউকে অনুসরণ করব না "- সেটা মায়া। তাই এই রোগটি চলছে ব্রহ্ম থেকে শুরু করে পিঁপড়ে পর্যন্ত। প্রহ্লাদ মহারাজ বুঝেছেন এই তথাকথিত মিথ্যা মর্যাদাপূর্ণ অবস্থান একজন মাস্টার হয়ে উ্ঠার। তিনি বলেন, "আমি এই মিথ্যা জিনিস সম্পর্কে খুব সচেতন। দয়া করে আমাকে ব্যস্ত রাখুন ... নিজ ভৃত্য পাশ্ব্যম। নিজ ভৃত্য পাশ্ব্যম মানে শুধু শিক্ষানবিস। শিক্ষানবিশ, একজন শিক্ষানবিশ একজন বিশেষজ্ঞ ব্যক্তির সাথে জড়িত। ক্রমে ক্রমে শিক্ষানবিস শেখে কিভাবে জিনিস তৈরী করতে হবে। তাইজন্য সে বলে নিজ ভৃত্য পার্শ্বম। "তাত্ক্ষণিকভাবে আমি খুব বিশেষজ্ঞ হব না, কিন্তু আমাকে খুব দক্ষ দাস হতে হবে, কিন্তু হতে হবে..." আমাদের এই প্রতিষ্ঠানটি সেই উদ্দেশ্যটির জন্য। যদি কেউ এখানে আসে, বিনামূল্যে হোটেল এবং বিনামূল্যে নিদ্রা, থাকার জায়গা, তারপর এই অ্যাসোসিয়েশন আসা তার অর্থহীন হয়। তিনি অবশ্যই শিখতে হবে কিভাবে পরিবেশন করতে হবে। নিজ ভৃত্য পার্শ্বম। যারা সেবা করছে তারা... একজনকে শিখতে হবে তার কাছ থেকে কিভাবে তিনি ২৪ ঘণ্টা সেবা করছেন, তবে এই আন্দোলনে যোগদান আমাদের সার্থক হবে। এবং যদি আমরা এটি গ্রহণ করি যে "এখানে একটি প্রতিষ্ঠান যেখানে আমরা বিনামূল্যে হোটেল থাকতে পারি, মুক্তভাবে বাচাঁ এবং মুক্ত অনুভূতি, "তারপর পুরো সংস্থা নষ্ট হয়ে যাবে। সতর্ক হোন। সমস্ত GBC ,তাদের সতর্ক হতে হবে যে, এই মনোভাব যেন বৃদ্ধি না পায়। প্রত্যেককেই পরিবেশন করতে খুব আগ্রহী হতে হবে, পরিবেশন করা শিখতে হবে। নিজ ভৃত্য পার্শ্বম, তারপর জীবন সফল হবে। আপনাকে অনেক ধন্যবাদ.