BN/Prabhupada 0119 - চিন্ময় আত্মা হচ্ছে চিরহরিৎ: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0119 - in all Languages Category:BN-Quotes - 1968 Category:BN-Quotes - L...")
(No difference)

Revision as of 14:46, 14 January 2018



Lecture on BG 2.1-10 and Talk -- Los Angeles, November 25, 1968

প্রভুপাদঃ হ্যাঁ শ্রীমতিঃ কি বয়স হলে, আত্মা শরীর ছেড়ে চলে যায়, আপনার বয়স হয়েছে? প্রভুপাদঃ না, চিন্ময় আত্মা বৃদ্ধ হয় না, শরীর পরিবর্তন হয়, এটা পদ্ধতি। যেটা ব্যাখ্যা করা হবে, দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুজ্যতি (ভ.গী ২.১৩) চিন্ময় আত্মা চিরস্থায়ী। শরীর পরিবর্তন হচ্ছে। এটা বুঝতে হবে। শরীর পরিবর্তন হচ্ছে। সেটা সবাই বুঝতে পারেন। যেমন আপনার শৈশব কালে, আপনার শরীর ছিল ... যেমন এই শিশুর, একটি আলাদা শরীর। এবং যখন সেই শিশুটি যুবতী মেয়ে হবে, তখন একটি ভিন্ন দেহ হবে। কিন্তু চিন্ময় আত্মা এই শরীরে আছে এবং সেই শরীরে আছে। তাই এটা প্রমাণ যে, চিন্ময় আত্মা পরিবর্তন হয় না, শরীরের পরিবর্তন হয়। এটা প্রমান। আমি আমার শৈশব কালের চিন্তা করছি। তার মানে আমি একই "আমি" যা আমার শৈশবের মধ্যে বিদ্যমান ছিল, এবং আমি আমার শৈশবকাল মনে করছি, আমি এই কাজ করছি, আমি যেটা করছি। কিন্তু সেই শৈশব দেহ আর নেই। এটা চলে গেছে। তাই এটি উপসংহার যে আমার শরীর পরিবর্তন হয়েছে, কিন্তু আমি একই আছি। তা না হয়? এই সহজ সত্য। তাই এই শরীর পরিবর্তন হবে, তবুও আমাকে থাকতে হবে। আমি অন্য শরীরের মধ্যে প্রবেশ করতে পারি, যেটা কোন ব্যাপার না, কিন্তু আমাকে থাকবে হবে। তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুজ্যতি (ভ.গী ২.১৩) বর্তমান অবস্থানেও আমি আমার শরীর পরিবর্তন করছি, একইভাবে, চূড়ান্ত পরিবর্তন মানে আমি মৃত নই। আমি প্রবেশ করছি অন্য একটি... সেটি বর্ননা করা হয়েছে, বাসাংসি জিহ্নানি যথা (ভ.গী. ২.২২) যেটা আমি পরিবর্তন করেছি। যখন আমি সন্ন্যাসী ছিলাম না, তখন আমি যেকোন ভদ্রলোকের মতই পোশাক পরেছিলাম। এখন আমি আমার পোষাক পরিবর্তন করেছি। এর অর্থ এই নয় যে আমি মারা গিয়েছি। না। আমি আমার শরীর পরিবর্তন করেছি, এটাই সব। আমি আমার পোষাক পরিবর্তন করেছি।