BN/Prabhupada 0135 - বেদের কালকে আপনি গণনা করতে পারবেন না

Revision as of 07:56, 3 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- October 5, 1975, Mauritius

ভারতীয় মানুষ: স্বামীজী, আপনি বাইবেলের আদম সম্পর্কে কি মনে করেন, আদম কি ব্রহ্মা? ভারতীয় দর্শন থেকে অনুলিপি করে এটি ভিন্ন ভিন্ন নামে রাখা হয়েছে?

প্রভুপাদঃ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে হ্যাঁ এটি অনুলিপি করা হয়েছে, কারণ বেদ ব্রহ্মা দ্বারা বহু লক্ষ লক্ষ বছর আগে তৈরি করা হয়েছে, এবং বাইবেল দুই হাজার বছর হয় তৈরি করা হয়েছে। তাই আমাদের মূল সাহিত্য গ্রহণ করতে হবে। বিশ্বের সকল ধর্মীয় ব্যবস্থা, তারা বেদের বিভিন্ন অংশ থেকে থেকে নিয়েছে। তাই তারা সম্পূর্ণ নয়। বাইবেলের বয়স দুই হাজার বছরের বেশী নয়। বেদের বয়স আপনি হিসাব করতে পারবেন না, কোটি কোটি বছর থেকে।