BN/Prabhupada 0176 - কৃষ্ণ আপনার সাথে চিরদিন থাকবেন যদি আপনি কৃষ্ণকে প্রেম করেন

Revision as of 04:07, 4 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.8.45 -- Los Angeles, May 7, 1973

তাই আমরা এই রহস্যময় শক্তি পেয়েছি, কিন্তু আমরা জানি না। উদাহরণ যেমন দেওয়া হয়। হরিণ ,যে তার নাভীতে কস্তুরী পেয়েছে এবং স্বাদ খুব সুন্দর, তাই সে জাম্পিং করে এখানে এবং সেখানে, এখানে এবং সেখানে, এখানে এবং সেখানে। এই স্বাদ কোথায়? সে তার নাভির মধ্যে গন্ধ আছে জানে না। আপনি দেখুন। গন্ধ তার মধ্যে আছে, কিন্তু সে খুঁজে বেড়াচ্ছে, "কোথায় সেটা কোথায় সেটা?" একইভাবে আমাদের মধ্যে অনেক সুপ্ত রহস্যময় ক্ষমতা আছে। আমরা অজ্ঞ। কিন্তু যদি আপনি রহস্যময় যোগ পদ্ধতি অনুশীলন করেন, তাদের মধ্যে আপনি কিছু খুব ভালভাবে বিবর্তিত করতে পারেন। যেমন পাখি উড়ছে , কিন্তু আমরা উড়তে পারি না। কখনও কখনও আমরা ইচ্ছা করি, "যদি আমার একটি ঘুঘুর ডানা থাকত ..." একটা কবিতা আছে: "আমি অবিলম্বে যেতে পারে।" কিন্তু সেই রহস্যময় শক্তি আপনার মধ্যেও আছে। যদি আপনি যোগ অনুশীলন দ্বারা উন্নত হতে পারেন, আপনি বায়ুতে উড়ে যেতে পারেন। এটা সম্ভব। একটি গ্রহ যাকে সিদ্ধলোক বলা হয়। সিদ্ধলোকের বাসিন্দাদের, তাদের বলা হয়... সিদ্ধলোক মানে তারা অনেক রহস্যময় ক্ষমতা পেয়েছে। আমরা অনেক মেশিনের মাধ্যমে চাঁদের গ্রহে যাওয়ার চেষ্টা করছি। তারা উড়তে পারে, যখনই তারা ইচ্ছা করে, তারা যেতে পারেন।

তাই রহস্যময় শক্তি প্রত্যেকের মধ্যে আছে এটি বিকশিত হতে হবে। পরাস্য শক্তির বিভীদৈব সূয়তে (চৈ.চ.মধ্য ১৩.৬৫, সারমর্ম) আমদের অনেক সুপ্ত ক্ষমতা আছে, এটা চর্চিত করতে হবে। শুধু কৃষ্ণের মতই, চার বা পাঁচ বছর আগে, আপনি জানতেন না কৃষ্ণ কে? চর্চা দ্বারা আপনি কৃষ্ণকে জানতে পেরেছেন, ভগবান কি, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি? তাই মানুষ্য জীবন মানে এইরকম চর্চা, এমন নয় যে খুঁজতে হবে কোথায় খাদ্য, কোথায় আশ্রয় , কোথায় সেক্স। এইগুলি ইতিমধ্যে আছে। তস্যৈব হ্যেতো প্রঝতিত কোবিদা ন লভ্যতে...(শ্রী.ভ.১.৫.১৮) এই বিষয়গুলি তদন্তের বিষয় আমাদের নয়। এগুলি ইতিমধ্যে সেখানে আছে। এটা পাখি এবং পশুদের জন্য যথেষ্ট সেখানে। আর মানুষের কথা আর কি বলা যায়? কিন্তু তারা হতভাগা তৈরী হচ্ছে। তারা কেবল চিন্তার মধ্যে নিমগ্ন হয়, কোথায় খাবার, কোথায় আশ্রয়, কোথায় সেক্স, কোথায় আত্মরক্ষা। এটি বিপথগামী সভ্যতা, বিপথগামী। এই জিনিসের জন্য কোন প্রশ্ন নেই ... সেখানে কোন সমস্যা নেই। তারা দেখতে পায় না যে পশুর কোন সমস্যা নেই, পাখির কোন সমস্যা নেই। কেন মানুষের সমাজে এমন সমস্যা হবে? এটা সব সমস্যা নয় .. প্রকৃত সমস্যা হচ্ছে এই জন্ম, মৃত্যু, বার্ধক্য এবং রোগের পুনরাবৃত্তি কিভাবে থামানো যায়। এটা বাস্তব সমস্যা। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা এই সমস্যাটি সমাধান করা হচ্ছে। যদি আপনি কেবল কৃষ্ণকে বুঝতে পারেন, ত্যক্তা দেহং পুর্নজন্ম নৈতি (ভ.গী.৪.৯) আর কোন জড় জন্ম নেই।

তাই কৃষ্ণ চেতনা আন্দোলন এত সুন্দর, যদি আপনি কৃষ্ণের সাথে বন্ধুত্ব করেন, তবে আপনি কৃষ্ণের সাথে কথা বলতে পারেন। যেমন যুধীষ্টির মহারাজ অনুরোধ করেন কৃষ্ণকে: "কৃষ্ণ, দয়া করে কয়েক দিন আরো থাকুন।" সুতরাং কৃষ্ণ, কয়েক দিন নয়, কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন তবে কৃষ্ণ আপনার সাথে চিরতরে থাকবে।

আপনাকে অনেক ধন্যবাদ।