BN/Prabhupada 0274 - আমরা ব্রহ্ম সম্প্রদায়ের অন্তগত

Revision as of 06:06, 10 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.7 -- London, August 7, 1973

সুতরাং আপনাকে পরম ব্যক্তির কাছে যেতে হবে, অর্থাৎ কৃষ্ণ বা তার প্রতিনিধির কাছে। অন্যরা সব মন্দ এবং বোকা। যদি আপনি একজন ব্যক্তির কাছে যান, যে কৃষ্ণের প্রতিনিধি নন, তাহলে আপনি একটি বদমাশের কাছে যাচ্ছেন। আপনি কিভাবে আলোকিত হবেন? আপনাকে কৃষ্ণ অথবা তার প্রতিনিধির কাছে যেতে হবে, এটি প্রয়োজন। তদ বিজ্ঞানার্থং স গুরুমেব অভিগচ্ছেৎ (মু.উ. ১.২.১২)। তাই কে গুরু? সমিৎপাণি শ্রোত্রিয়ম্‌ ব্রহ্ম-নিষ্ঠম্‌ । একজন গুরু কৃষ্ণ সম্পর্কে সম্পূর্ণ সচেতন। ব্রহ্ম-নিষ্ঠম্‌। এবং শ্রোত্রিয়ম্‌ । শ্রোত্রিয়ম্‌ মানে যে শুনেছে, যে জ্ঞান প্রাপ্ত করেছেন শ্রোত্রিয়ম্‌ পন্থায়, পূর্বতন আচার্যের কাছ থেকে শুনে। এবং পরম্পরা-প্রাপ্তম ইমম রাজসুয়ে বিদু (ভ.গী ৪.২) তাই এখানে আমরা অর্জুন থেকে শিখতে হবে যখন আমরা বিভ্রান্ত হই, যখন আমরা আমাদের প্রকৃত কর্তব্য ভুলে যাই এবং আমরা বিস্মিত হই, তারপর আমাদের কর্তব্য অর্জুনের মত কৃষ্ণের আশ্রয়ে যাওয়া। সুতরাং আপনি যদি বলে থাকেন: "কৃষ্ণ কোথায়?" কৃষ্ণ নেই, কিন্তু কৃষ্ণের প্রতিনিধিরা আছেন। আপনাকে তার কাছে যেতে হবে। এটাই বৈদিক আদেশ। তদ বিজ্ঞানার্থাং স গুরুম এব অভিগচ্ছেৎ (মু.উ. ১.২.১২)। আমাদের গুরুর নিকট যাওয়া উচিত এবং গুরু মানে মূল রূপে কৃষ্ণ। তেনে ব্রহ্মা হৃদা য আদি-কবয়ে মুঝন্যন্তি যৎ সুরয় (শ্রী.ভা.১.১.১) জন্মাদাস্য যত অন্বয়াৎ ইতরত চ অর্থেসু অভিজ্ঞ স্বরাট। তোমাকে তার কাছে যেতে হবে। এই গুরু। তাই আমরা বিচার করি, ব্রহ্মাকে গ্রহণ ... কারণ তিনি এই মহাবিশ্বের প্রথম প্রাণী, তাকে গুরু হিসাবে গ্রহণ করা হয়। তিনি প্রশিক্ষন দিয়েছেন ... ঠিক যেমন আমরা ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্গত। চারটি সাম্প্রদায় রয়েছে, ব্রহ্ম সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং কুমার-সম্প্রদায়। তারা সব মহাজন। মহাজন যেন গত সে পন্থা (চৈ.চ. মধ্য ১৭.১৮৬) আমাদের মহাজন কর্তৃক প্রদত্ত মার্গ গ্রহণ করতে হবে।

তাই ব্রহ্মা মহাজন। আপনি বেদ হাতে ব্রহ্মার ছবি দেখতে পাবেন। তাই তিনি, বেদের প্রথম শিক্ষা দিয়েছেন। কিন্তু তিনি বৈদিক জ্ঞান কোথা থেকে পেয়েছেন? অতএব, বৈদিক জ্ঞান অপৌরুষেয়। এটা মানুষের তৈরি নয়। এটা ভগবানের দ্বারা তৈরি করা... ধর্মং তু সাক্ষাৎ ভগবত-প্রনিতম (শ্রী.ভা. ৬.৩.১৯)। তাহলে কীভাবে ভগবান ব্রহ্মাকে দিয়েছেন? তেনে ব্রহ্মা হৃদা। ব্রহ্ম, ব্রহ্ম মানে বৈদিক জ্ঞান। শব্দ-ব্রহ্ম। তেনে। তিনি হৃদয় থেকে বৈদিক জ্ঞান দেন। তেষাম্‌ সতত-যুক্তানাং ভজতাং প্রীতি-পূর্বকম্‌ (ভ.গী.১০.১০)। যখন ব্রহ্মাকে তৈরি করা হয়েছিল, তখন তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন: "আমার দায়িত্ব কি, সবকিছুই অন্ধকার?" তাই তিনি ধ্যান করেন এবং কৃষ্ণ তাকে জ্ঞান দেন যে: "আপনার কর্তব্য এই। এই ভাবে এটি করুন।" তেনে ব্রহ্মা হৃদি য আদি কবয়ে। আদি-কবয়ে (শ্রী.ভা.১.১.১) ব্রহ্মা হচ্ছে আদি-কবয়ে। সুতরাং প্রকৃত গুরু কৃষ্ণ। এবং এখানে...কৃষ্ণ ভগবতগীতায় উপদেশ দিচ্ছেন। এই মূর্খ ও বদমাশেরা কৃষ্ণকে গুরু বলে স্বীকার করে না। তারা কিছু মূর্খ,দুর্বৃত্ত,পাপী এবং দুষ্ট প্রকৃতির লোকের কাছে যায় এবং গুরু হিসাবে গ্রহণ করেন। কিভাবে তিনি একজন গুরু হতে পারেন?