BN/Prabhupada 0286 - পবিত্র প্রেমের বিকৃত প্রতিফলন, আপনি এবং কৃষ্ণ মধ্যে বিদ্যমান

Revision as of 11:28, 11 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, September 30, 1968

সুতরাং কোন অসুবিধা নেই আসলে কৃষ্ণকে ভালবাসতে শিখতে হবে। তাই নির্দেশও আছে এবং পদ্ধতিও আছে। এবং আমরা যতটা সম্ভব আপনাদের সেবা করার চেষ্টা করছি। আমরা আপনাদের আমন্ত্রণ জানাতে আমাদের রাস্তাঘাট ও শহরগুলিতে আমাদের ছেলেদের পাঠাচ্ছি। এবং যদি আপনি এই সুযোগ গ্রহণ করেন, তাহলে আপনার জীবন সফল হবে। প্রেমা পুমার্থ মহান। মনুষ্য জীবন ভগবানের জন্য প্রেম বিকাশ করার জন্য। কারণ অন্য সব জীবনে, আমরা ভালোবেসেছি, আমরা ভালোবেসেছি। আমরা আমাদের সন্তানদের ভালোবাসি, আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসি, পাখিদের জীবনে আমরা বাসাকে ভালোবাসি, পশুর জীবনে, ভালবাসা আছে, বাচ্চাদের কীভাবে প্রেম করা উচিত তা পাখি বা পশুদের শেখানোর কোন প্রয়োজন নেই। কোন প্রয়োজন নেই কারন এটা স্বাভাবিক। আপনার স্বামীকে ভালবাসতে, আপনার দেশকে ভালোবাসতে, আপনার বাড়ীকে ভালোবাসতে, আপনার সন্তানদের, আপনার স্ত্রীকে ভালোবাসতে এবং ইত্যাদি ভালবাসতে কাউকে কিছু শিখিয়ে দিতে হয় না কম বেশি এটা পশু সমাজেও আছে। কিন্তু এই ধরনের প্রেম আপনাকে সুখ দেবে না। আপনি হতাশ হবেন কাণন এই শরীরটি অস্থায়ী। অতএব, এই সব প্রেমের বিষয় অস্থায়ী এবং তারা বিশুদ্ধ নয়। এটি কেবল বিশুদ্ধ প্রেমের বিকৃত রূপ যা আপনার এবং কৃষ্ণের মধ্যে বিদ্যমান। সুতরাং আপনি যদি সত্যিই শান্তি চান, যদি সত্যিই আপনি সন্তুষ্টি চান, যদি আপনি বিভ্রান্ত হতে না চান তাহলে কৃষ্ণকে প্রেম করার চেষ্টা করুন। এটিই আমাদের সরল কর্মসূচি। তাহলে আপনার জীবন সফল হবে। লোকদেরকে বিভ্রান্তি এবং প্রতারিত করার জন্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তৈরি করা হয় নি। এটি সবচেয়ে অনুমোদিত আন্দোলন। বৈদিক সাহিত্য, ভগবদ গীতা, শ্রীমদ্ভাগবতম , বেদান্ত সূত্র, পুরাণ, এবং অনেক, অনেক মহান সাধুরা এটি গ্রহণ করেছেন। এবং উজ্জ্বল উদাহরণ হল ভগবান চৈতন্য। আপনি তার ছবি দেখেছেন, তিনি নৃত্যের মেজাজে আছেন। তাই আপনাকে এই শিল্প শিখতে হবে, তাহলে আমাদের জীবন সফল হবে। আপনাকে কিছু কৃত্রিম কাজ করতে হবে না এবং আপনার মাথা খাটিয়ে এবং বিরক্ত হতে হবে না ... আমাদের অন্যকে ভালবাসার প্রবণতা আছে। এটা স্বাভাবিক, সহজ। শুধুমাত্র আমরা ভুল জায়গায় আমাদের প্রেম রাখছি এবং সেইজন্য আমরা হতাশ হচ্ছি। হতাশ। বিভ্রান্ত। তাই আপনি যদি বিভ্রান্ত হতে না চান, তাহলে আপনি যদি হতাশ হতে না চান, তাহলে কৃষ্ণকে প্রেম করার চেষ্টা করুন। এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি শান্তিলাভে প্রগতি সাধন করছেন এবং সুখী হচ্ছেন আপনি যা চান তা সবকিছুর মধ্যে

অনেক ধন্যবাদ।