BN/Prabhupada 0301 - সবথেকে বুদ্ধিমান ব্যাক্ত, তিনি নাচ করছেন

Revision as of 13:28, 12 June 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0301 - in all Languages Category:BN-Quotes - 1968 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, October 2, 1968

এখন এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনকে আমাদের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মাধ্যমে বুঝতে হবে। তিনি... পাচশ বছর পূর্বে বাংলায় আবির্ভূত হয়েছিলেন। ভারতবর্ষের এক বিশেষ প্রদেশে তিনি কৃষ্ণভাবনামৃত আন্দোলন প্রচার করছিলেন। তাঁর উদ্দেশ্য হলো যে ভারতে জন্ম নেওয়া যে কেউ এই কৃষ্ণভাবনামৃতের বার্তাটি গ্রহণ করা উচিত। এবং তা সমগ্র ভারতবর্ষে বিতরণ করা। সেই আদেশটি নির্বাহ করার জন্য আমরা আপনাদের দেশে এসেছি। তাই আমার অনুরোধ এই যে, আপনারা এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনকে বোঝার চেষ্টা করুন। আপনাদের সমস্ত জ্ঞান দিয়ে-সুক্ষ্মভাবে। একে অন্ধভাবে গ্রহণ করবেন না। আপনাদের যুক্তিতর্ক, জ্ঞান, যুক্তিবিজ্ঞান, উপলব্ধি বুঝতে চেষ্টা করুন - আপনারা মানুষ - এবং আপনারা এটির মহিমা, নিঃসন্দেহে খুঁজে পাবেন। আমরা শ্রীচৈতন্যের শিক্ষা নামক এই গ্রন্থখানি ও অন্যান্য গ্রন্থও প্রকাশিত করেছি। অতএব সেগুলি পাঠ করার চেষ্টা করুন। আর আমরা আমাদের পত্রিকা ভগবত দর্শন পেয়েছি। আমরা অনুভূতিবাদী নই, যে আমরা কেবল নৃত্য করছি। এই নৃত্যের উন্নত মান আছে, তাই আপনারা যদি আমাদের সাথে নৃত্য করেন তবে আপনারা তা অনুভব করবেন। এটি এমন নয় যে কিছু পাগল সঙ্গী নৃত্য করছে। না। সুমেধা সম্পন্ন ব্যক্তিরা, তারা নৃত্য করছেন। এটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে এমনকি একটি বালক - এখানে যেমন এই হচ্ছে একটি বালক- সেও অংশ গ্রহণ করতে পারে। সার্বজনীন ভাবে। আপনার যোগদান করুন, হরেকৃষ্ণ কীর্তন করুন ও নৃত্য করুন, এবং আপনারা অনুভব করতে পারবেন। সহজ পন্থা। আপনাদের এটি বোঝার জন্য কোন উচ্চ মানের দর্শন বা শব্দের জাদু, এটা ওটা জানার প্রয়োজন নেই। সহজ জিনিস। সহজ জিনিসটি কি? ভগবান মহান, সবাই জানে, এবং আমরা হলাম সেই মহানের অংশাতি অংশ। সুতরাং আমরা যখন মহানের সঙ্গে মিলিত হই, আমরাও মহান হয়ে যাই। আপনার শরীরের মত, আপনার শরীরের একটি ছোট অংশ, একটি ছোট্ট আঙুল বা অঙ্গুলী, সেটিরও আপনার গোটা শরীরের মতোই সমান মূল্য আছে। কিন্তু যেই শরীরের থেকে কোন ক্ষুদ্র অংশ বা বৃহৎ অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এটির আর কোন মূল্য থাকে না এর কোন মূল্য থাকে না। এই আঙ্গুলটি হলো আপনার শরীরের একটি অতি ক্ষুদ্র অংশ যদি কোন যন্ত্রণা হয় তবে আপনি সহস্রাধিক ডলার ব্যায় করেন আপনি ব্যাথা নিরাময়ের জন্য চিকিৎসককে হাজার হাজার ডলার দেন আর চিকিৎসক যখন বলেন, "এই আঙ্গুলটিকে যেটি করতে হবে তাকে কি যেন বলে, বিচ্ছিন্ন করতে বা কেটে ফেলতে বা , পৃথক করতে, অন্যথায় পুরো শরীর সংক্রমিত হবে, " তাই যখন এই আঙ্গুলটি আপনার শরীর থেকে কাটা হয়, আপনি এটির জন্য যত্ন করেন না। আর কোন মূল্য থাকে না। শুধু এটি বোঝার চেষ্টা করুন। একটি টাইপ করার যন্ত্রের থেকে যখন একটি ছোট নাট হারিয়ে যায়, তখন আপনার যন্ত্রটি সঠিকভাবে কাজ করে না আপনি মেরামতি করার দোকানে নিয়ে যান। সে দশ ডলার মজুরী চায়। আপনি তৎক্ষণাৎ তা প্রদান করেন সেই ছোট্ট নাট যখন যন্ত্রের থেকে আলাদা হয়ে যায়, তখন সেটির আলাদা কোন গুরুত্বও থাকে না। অনুরুপভাবে আমরা হলাম পরমেশ্বরের অংশাতি অংশ। আমরা যদি পরমেশ্বরের সঙ্গে কার্য করি অর্থাৎ আমরা যদি কৃষ্ণভাবনামৃতে বা ভগবতভাবনামৃতে কার্য করি, তখন আমি হলাম অংশাতি অংশ...ঠিক যেমন এই আঙ্গুলটি পূর্ন চেতনাময় হয়ে আমার শরীরের কাজ করছে। যখনই একটু ব্যথা হয় তখন আমি অনুভব করতে পারি। একইভাবে, আপনি যদি কৃষ্ণ ভাবনামৃতে নিজেকে উপস্থাপন করেন তবে আপনি আপনার স্বাভাবিক অবস্থানে বাস করছেন, আপনার জীবন সফল। আর যেই আপনি কৃষ্ণভাবনামৃত থেকে বিচ্যুত হয়ে পড়বেন তখন সমগ্র কষ্ট সেখানে আসে। সেখানে তখন পুরোপুরি সমস্যা চলে আসে তাই অনেক উদাহরণ আছে যা আমরা প্রতিদিন এই পাঠের মধ্যে উদ্ধৃত করি। অতএব আমরা যদি আদৌ সুখী হতে চাই তবে আমাদের এই কৃষ্ণভাবনামৃতকে গ্রহণ করে নিতে হবে। এবং আমাদের স্বাভাবিক অবস্থায় অবস্থান করতে হবে। এটিই হলো কৃষ্ণভাবনামৃত আন্দোলন।