BN/Prabhupada 0355 - আমি কিছু বিপ্লবী কথা বলছি

Revision as of 06:37, 17 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 5.5.1-8 -- Stockholm, September 8, 1973

কামান্‌ অর্থ জীবনের প্রয়োজনীয়তা। আপনি খুব সহজেই আপনার জীবনের প্রয়োজনীয়তা পেতে পারেন। ক্ষেত্র খননের দ্বারা, আপনি শস্য পান এবং যদি গরু থাকে, তাহলে দুধ পান। ব্যাস্‌, এতেই যথেষ্ট। কিন্তু নেতারা পরিকল্পনা করছেন যে যদি তারা তাদের চাষের কাজ থেকে সন্তুষ্ট থাকে, একটু শস্য এবং দুধ পায়, তাহলে কারখানায় কাজ কে করবে? অতএব তারা কর আদায় করে যাতে আপনি এমনিতে সহজ জীবন যাপন করতে না পারেন - এই অবস্থান। এমনকি যদি আপনি ইচ্ছা করেন, আধুনিক নেতারা আপনাকে অনুমতি দেবে না। তারা আপনাকে কুকুর, শুকর আর গাধার মত কাজ করতে বাধ্য করে। এই হচ্ছে অবস্থান।

কিন্তু তবুও, আমাদের এই ধরণের অপ্রয়োজনীয় কঠোর পরিশ্রম থেকে বিরত থাকতে হবে। এটা হতে পারে যে সরকার আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কারণ আমি বৈপ্লবিক কিছু কথা বলছি। হ্যাঁ। কিন্তু এটাই সত্য। আপনার কেন কাজ করা উচিত? ভগবান পাখি, পশু, পিঁপড়েদের জন্য ব্যবস্থা করেছেন এবং যদি আমি ভগবানের ভক্ত হই, তাহলে তিনি কি আমাকে খাবার দেবেন না? আমি কি ভুল কাজ করেছি? সুতরাং সেই বিষয়ে উত্তেজিত হবেন না। আপনার জীবনে সব প্রয়োজনীয় জিনিস থাকবে, কিন্তু আপনাকে কৃষ্ণ ভাবনামৃতে দৃঢ়সংকল্প হয়ে থাকতে হবে। এসব আজেবাজে বিশ্বাসের দ্বারা বিক্ষিপ্ত হবেন না।

অনেক ধন্যবাদ।