BN/Prabhupada 0471 - শ্রীকৃষ্ণকে খুশি করা সবচেয়ে সহজ পন্থা - কেবল তোমার হৃদয়টি দরকার

Revision as of 16:55, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.9.9 -- Mayapur, March 1, 1977

শ্রীল প্রভুপাদ: সুতরাং প্রহ্লাদ মহারাজ এটা ভেবেছিলেন, যদিও তিনি একটি অসুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, উগ্র, উগ্র-জাতম্, তবুও, যদি তিনি ভক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নৃসিংহদেবকে সেবা করার সিদ্ধান্ত নেন, হাতিদের রাজা গজ-যূথ পায়ের (SB 7.9.9) পদচিহ্ন অনুসরণ করে... সে ছিল প্রাণী। তোমরা গল্পটি জান, যে জলে একটি কুমির তাকে আক্রমণ করেছিল। সুতরাং উভয়ের মধ্যে অস্তিত্বের লড়াই হয়েছিল এবং সর্বোপরি, কুমির হল জলের প্রাণী; তার দুর্দান্ত শক্তি ছিল। এবং হাতিটি, যদিও খুবই বড় এবং শক্তিশালী প্রানী, কিন্তু সে জলের প্রাণী ছিল না, তাই সে খুব অসহায় ছিল। তাই শেষ পর্যন্ত সে ভগবানের পবিত্র নাম উচ্চারণ করতে শুরু করল এবং প্রার্থনা করল, সুতরাং সে রক্ষা পেয়ে গেল। সে উদ্ধার পেয়েছিল এবং কুমিরটি হাতিটির পা ধরেছিল বলে, সেও রক্ষা পেয়েছিল কারণ হাতিটি বৈষ্ণব ছিল। এবং কুমিরটি, সে একজন বৈষ্ণবের পায়ের নীচে ছিল, তাই সেও রক্ষা পেয়েছিল। (হাসি) এটিই গল্প, তোমরা জান। সুতরাং ছাড়িয়া বৈষ্ণব সেবা। সে পরোক্ষভাবে বৈষ্ণবকে সেবা দিয়েছিলেন এবং সেও নিষ্কৃত হয়েছিল।

সুতরাং ভক্তি এত সুন্দর জিনিস, যে খুব সহজেই তুমি সর্বোচ্চ ব্যক্তি ভগবানের অনুগ্রহ পেতে পার। এবং শ্রীকৃষ্ণ যদি তোমার উপর সন্তুষ্ট হন, তাহলে আর কি বাকী থাকে? তুমি সবকিছু পেয়ে যাবে। তুমি সবকিছু পেয়ে যাবে। যস্মিন বিজ্ঞাতে সর্বম্ এব বিজ্ঞাতং ভবন্তি (মুণ্ডক উপনিষদ ১।৩) শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার সহজ উপায়... তোমার বেশি অর্থ, প্রচুর পড়াশুনার দরকার নেই, এবং বাছাই করার কিছুই নেই। কেবল তোমার হৃদয় প্রয়োজন: "হে শ্রীকৃষ্ণ, তুমিই আমার প্রভু। তুমি চিরকাল আমার প্রভু। আমি চিরকাল তোমার দাস। আমাকে তোমার সেবায় নিয়োজিত রাখ।" সেটি হল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে/(ভক্তদের জপ) হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই হল হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ: "হে শ্রীকৃষ্ণ, হে শ্রীকৃষ্ণের শক্তি, আমি হলাম তোমার দাস। কোনও না কোনওভাবে আমি এখন এই জড় অবস্থার মধ্যে পতিত হয়েছি। দয়া করে আমাকে উদ্ধার করুন এবং সেবায় নিযুক্ত করুন। " অয়ি নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ। এটি শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। ভবাম্বুধৌ। এই জড়জগতটি এক মহাসাগরের মতো, ভব। ভব মানে হল জন্ম ও মৃত্যুর পুনরাবৃত্তি, এবং আম্বু মানে আম্বুধৌ, মানে সমুদ্রের মধ্যে। সুতরাং আমরা এই মহাসাগরে অস্তিত্বের জন্য কঠোর সংগ্রাম করছি। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, অয়ি নন্দতনুজ কিঙ্করং পতিতং মাম্: "আমি তোমার নিত্য দাস। কোন না কোনওভাবে আমি এই মহাসাগরে পড়েছি এবং লড়াই করছি। আমাকে উদ্ধার করুন।" অয়ি নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপায়। আপনার অহৈতুকী করুণার দ্বারা... অয়ি নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদপঙ্কজ স্থিতধূলীসদৃশং বিচিন্তয় (চৈ চ অন্ত ২০।৩২, শ্রীশিক্ষাষ্টকম্ ৫)

এই হল ভক্তি-মার্গ, ভক্তিমূলক সেবা, খুব নম্র হওয়ার জন্য, সর্বদা শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা কর, "দয়া করে আমাকে আপনার পাদপদ্মের ধূলিকণা হিসেবে বিবেচনা করুন।" এটি খুবই সহজ বিষয়। মন-মনা। এইভাবে শ্রীকৃষ্ণের কথা ভাব, তাঁর ভক্ত হও, শ্রদ্ধা নিবেদন কর, এবং পত্রং পুষ্পং, সামান্য ফুল, জল যা কিছু তোমার দ্বারা সম্ভব তা শ্রীকৃষ্ণকে নিবেদন কর। এইভাবে খুব শান্তিতে বাস কর এবং সুখী হও।

তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।

ভক্তগণ: জয় শ্রীল প্রভুপাদ।