BN/Prabhupada 0483 - শ্রীকৃৃষ্ণের প্রতি ভালবাসা না থাকলে, তুমি কীভাবে কৃষ্ণচিন্তা করবে

Revision as of 14:32, 3 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0483 - in all Languages Category:BN-Quotes - 1968 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, October 18, 1968

সুতরাং তুমি যদি শ্রীকৃষ্ণের কথা ভাব, তবে এটিই প্রক্রিয়া, কৃষ্ণভাবনামৃতের। তখন ময়ি আসক্তমনাঃ পার্থ যোগম্ যুঞ্জন্ মদাশ্রয়ঃ, যদি তুমি এই যোগব্যবস্থা বা কৃষ্ণভাবনামৃত অনুশীলন কর, কীভাবে? মদাশ্রয়ঃ, মদাশ্রয়ঃ মানে “আমার সাথে যোগাযোগ আছে এমন কারও আশ্রয় নেওয়া। " মদাশ্রয়ঃ, মদাশ্রয়ঃ মানে সরাসরি তাঁর সাথে যোগাযোগ স্থাপন করা। তাঁর কথা, তাঁর রূপের কথা ভাবার সাথে সাথেই তুমি সরাসরি তাঁর সংস্পর্শে আসবে। তবে তুমি যদি এমন কোন আধ্যাত্মিক গুরুর আশ্রয় না নাও, যিনি তাঁর সম্পর্কে জানেন, তুমি দীর্ঘ সময়ের জন্য মনোনিবেশ করতে পারবে না। এটি অস্থায়ী হতে পারে। সুতরাং তোমাকে এমন ব্যক্তির কাছ থেকে শুনতে হবে, যিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে যানেন। তারপর শ্রীকৃষ্ণের প্রতি তোমার মনোনিবেশ অবিরত থাকবে। তোমাকে তার দিকনির্দেশনা অনুযায়ী সকল কাজ করতে হবে। তোমার জীবনটি আধ্যাত্মিক গুরুর নির্দেশে এমনভাবে সজ্জিত হওয়া উচিত। তারপর তুমি এই যোগ পদ্ধতিটি নিখুঁতভাবে চালিয়ে যেতে পারবে। সেই যোগ ব্যবস্থাটি কী? সেই যোগ ব্যবস্থাটি শ্রীমদ্ভগবদ্গীতার, ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। যোগিনাম্ অপি সর্বেষাম্ মদ্গতেনান্তরাত্মনা: ([[Vanisource:BG 6.47 (1972)|শ্রীমদ্ভগবদ্গীতা ৬.৪৭) "একজন যিনি সর্বদা আমাকে ভাবছেন," মদ্গত, "তিনি প্রথম শ্রেণির যোগী।" অনেক জায়গায় এটি বলা আছে। প্রেমাঞ্জনচ্ছুরিত। তুমি শ্রীকৃষ্ণের সম্পর্কে কীভাবে ভাবতে পার যদি না তুুমি তাঁর প্রতি ভালবাসা বোধ কর? ঠিক যেমন রাধারাণী। রাধারাণী, তিনি এসেছেন। তিনি বিবাহিত এবং তার পারিবারিক জীবন ছিল, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের উপাসনা করার জন্য তাঁর কাছে এসেছিলেন। একইভাবে, আমাদের সবসময় শ্রীকৃষ্ণকে মনে রাখতে হবে, তাঁকে ভাবতে হবে। তারপরেই এই প্রক্রিয়াটি হল, ময়ি আসক্তমনাঃ পার্থ যোগম্ যুঞ্জন্ মদাশ্রয়ঃ, "আমার প্রতিনিধি, আমার নিজের সুরক্ষার অধীনে, তুমি যখন সমগ্রামটি পুরোপুরি ভালভাবে বুঝতে পারবে, তখন তোমার জীবন সফল হবে। অসংশয়ং: "কোন সন্দেহ ছাড়া." এটি এমন নয় যে তোমার আধ্যাত্মিক গুরু বলেছেন তাই "শ্রীকৃষ্ণ হলেন সর্বোচ্চ ব্যক্তিত্ব পরমেশ্বর ভগবান।" না। যদি তেমার কোন সন্দেহ থাকে, প্রশ্ন কর, কেবল বোঝার চেষ্টা কর। এটি সত্য যে তিনি সর্বোচ্চ ব্যক্তিত্ব পরমেশ্বর ভগবান, নিঃসন্দেহে। তবে তোমার যদি কিছুটা সন্দেহ হয়, তবে তুমি এটি পরিষ্কার করতে পার। অসংশয়ং। এইভাবে, তুমি যদি এই যোগ পদ্ধতি অনুশীলন কর, কৃষ্ণভাবনামৃত, সমস্ত যোগ ব্যবস্থার শীর্ষস্থানীয়, অসংশয়ং সমগ্রং মাম্ যথা জ্ঞাস্যসি (শ্রীমদ্ভগবদ্গীতা ৭.১) তাহলে তুমি শ্রীকৃষ্ণ, বা সর্বোচ্চ ব্যক্তিত্ব পরমেশ্বর ভগবানকে বুঝতে পারবে, নিখুঁতভাবে, নিঃসন্দেহে, এবং তোমার জীবন সফল হবে।

ধন্যবাদ। (ভক্তরা শ্রদ্ধা নিবেদন করল)