BN/Prabhupada 0524 - অর্জুন কৃষ্ণের নিত্য বন্ধু। তিনি বিভ্রান্ত হতে পারে না

Revision as of 06:28, 25 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

প্রভুপাদঃ হ্যাঁ।

জয়-গোপালঃ ভগবদ্‌গীতা যথাযথের চতুর্থ অধ্যায়ে, বলা হয়েছে যে, অর্জুন উপস্থিত ছিলেন যখন ভগবদ্গী‌তা সূর্য দেবতাকে বহু বছর আগে শোনানো হয়েছিল। ওখানে উনি কি রূপে ছিলেন?

প্রভুপাদঃ তিনিও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি ভুলে গেছেন।

জয় গোপালঃ কি স্থিতি ছিল উনার, যদি এটা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বলা না হত? কোন স্থিতিতে?

প্রভুপাদঃ অর্জুনকে সেই অবস্থানে রাখা হয়েছিল ভগবানের ইচ্ছানুযায়ী, অন্যথায়... যেমন এই নাট্য মঞ্চে, পিতা এবং পুত্র উভয়েই, কিছু ভূমিকা পালন করছে। পিতা রাজার চরিত্রে অভিনয় করছে এবং পুত্র আরেক রাজার চরিত্রে অভিনয় করছে, উভয়েই বৈরীভাবাপন্ন। কিন্তু আসলে তারা অভিনয় করছে। তেমনই, অর্জুন হচ্ছে কৃষ্ণের নিত্য সখা, তিনি মোহগ্রস্ত হতে পারেন না। যদি তিনি কৃষ্ণের বন্ধুই হবেন তাহলে কিভাবে তিনি মোহগ্রস্ত হবেন? কিন্তু তাকে মনে হচ্ছে বিভ্রান্ত, কারণ তিনি বদ্ধ জীবের ভূমিকায় অভিনয় করছেন। এবং কৃষ্ণ পুরো ব্যাপারটা ব্যাখ্যা করছেন। তিনি একজন সাধারণ মানুষের ভূমিকায় অভিনয় করছেন, সেইজন্য তাঁর সমস্ত প্রশ্ন সাধারণ মানুষের মতো ছিল। যদি না...গীতার শিক্ষা নষ্ট হয়ে গিয়েছিল, এটা বর্ণনা করা হয়েছে। তাই কৃষ্ণ আবার গীতার যোগ পদ্ধতি প্রদান করতে চাইছেন। সুতরাং তাই কাউকে জিজ্ঞাসা করা উচিত, যেমন তুমি প্রশ্ন করছ, আমি উত্তর দিচ্ছি। এইরকমই অর্জুন, যদিও তাঁর বিভ্রান্ত না হওয়া উচিত, তিনি নিজে একজন বদ্ধ আত্মার প্রতিনিধিত্ব করছেন। এবং তিনি অনেক কিছু জিজ্ঞাসা করছেন, ভগবান দ্বারা উত্তর দেওয়া হচ্ছে।