BN/Prabhupada 0548 - আমাদের ভগবান হরির জন্য সব উৎসর্গ করার জায়গায় আসতে হবে: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0548 - in all Languages Category:BN-Quotes - 1969 Category:BN-Quotes - L...")
(No difference)

Revision as of 08:58, 27 December 2021



Lecture -- New York, April 17, 1969

সুতরাং আরাধিত যদি হরিস্তপসা ততঃ কিম (নারদ পঞ্চরাত্র)। আমরা গোবিন্দম্‌ আদি পুরুষমের উপাসনা করছি, আদি পরম ভগবান যিনি হরি নামে পরিচিত। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে আরাধিত যদি হরিঃ। "যদি তুমি শ্রীহরির উপাসনার স্তরে পৌঁছে গিয়ে থাকো তপসা ততঃ কিম, তাহলে কোনও কঠোরতা, তপস্যা, যোগ অনুশীলনের আর দরকার নেই, বা এই-সেই, এত ত্যাগ, অনুষ্ঠান... সব শেষ। আপনি যদি শ্রীহরির জন্য সমস্ত কিছু বলিদান দেওয়ার পর্যায়ে এসে থাকেন তবে আপনাকে এই বিষয়গুলির জন্য কোনও চিন্তা করার দরকার নেই। আরাধিত যদি হরিস্তপসা ততঃ কিম। এবং নারাধিত যদি হরিস্তপসা ততঃ কিম। এবং আপনি, তপস্যা, ত্যাগ, ধর্মীয় অনুষ্ঠান, সব কিছু সম্পাদন করছেন, কিন্তু শ্রীহরি কে তাই জানেন না: তাহলে সবই অনর্থক, সবকিছুই নিরর্থক। নারাধিত যদি হরিস্তপসা ততঃ কিম। আপনি যদি শ্রীহরির উপাসনার স্তরে না এসে থাকেন তবে এই সমস্ত জিনিস অনর্থক। ততঃ কিম। অন্তর বহিঃ যদি হরিস্তপসা তত কিম্‌। আপনি যদি সবসময় নিজের মধ্যে শ্রীহরিকে দেখতে পান এবং যদি আপনি শ্রীহরিকে সর্বদা বাইরে, ভিতরে এবং বাইরে দেখেন ... তদন্তিকে তদ্‌দূরে তদ্‌.... সেটি কোন শ্লোক? ঈশোপনিষদ? তদ্ অন্তরে....দূরে তদ্ অন্তিকে সর্বস্য। শ্রীহরি সর্বত্র উপস্থিত, সুতরাং যিনি শ্রীহরিকে দেখেন, অন্তিকে, কাছাকাছি এবং ... বা দূরবর্তী স্থানে, ভিতরে, বাইরে, তিনি শ্রীহরি ছাড়া আর কিছুই দেখতে পান না। এটা কিভাবে সম্ভব হয়? প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন (ব্রহ্ম সংহিতা ৫।৩৮)। যখন কেউ ভগবৎ প্রেমে নিমগ্ন হন তিনি শ্রীহরি বাদে পৃথিবীতে আর কিছুই দেখতে পান না। এটাই তার দৃষ্টি। সুতরাং অন্তর্বহিযদি হরিস্তপসা ততঃ কিম্‌, ভিতরে এবং বাইরে যদি আপনি সর্বদা শ্রীহরিকে, শ্রীকৃষ্ণকে, দেখতে পান, তপসা ততঃ কিম, তবে আপনার অন্যান্য তপস্যার কি কাজ ? আপনি শীর্ষস্থানে রয়েছেন। এটাই প্রয়োজন। নান্তঃবহিঃ হরিস্তপসা ততঃ কিম্‌। এবং যদি আপনি সবসময় শ্রীহরিকে ভিতরে এবং বাইরে দেখতে না পান তবে আপনার তপস্যাটির মূল্য কী? তাই সকালে আমরা এই মন্ত্রটি জপ করি, গোবিন্দম্‌ আদি পুরুষম্‌ তমহম্‌ ভজামি। আমাদের অন্য কোন কাজ নেই। কেবলমাত্র আমাদের পরম ভগবান শ্রীগোবিন্দকে, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে। তখন সবকিছু সম্পূর্ণ। তিনি সম্পূর্ণ এবং তাঁর উপাসনা সম্পূর্ণ, তাঁর ভক্ত সম্পূর্ণ। সবকিছু সম্পূর্ণ।

অনেক ধন্যবাদ।