BN/Prabhupada 0587 - আমরা প্রত্যেকে আধ্যাত্মিক ক্ষুধার্ত

Revision as of 09:22, 16 September 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

সুতরাং যদি আমি ভাবি যে, আমি এই কোট, এটা আমার অজ্ঞতা এবং এইভাবেই চলছে। মানবতার তথাকথিত সেবা মানে কেবল কোট পরিষ্কার করা। ঠিক যেমন যদি আপনি ক্ষুধার্ত হন এবং আমি সাবান দিয়ে আপনার কোটটি খুব সুন্দরভাবে ধুয়ে দেই, তাহলে কি আপনি সন্তুষ্ট হবেন? না। এটা সম্ভব নয়। তাই আমরা প্রত্যেকে আধ্যাত্মিকভাবে ক্ষুধার্ত। কোট এবং শার্ট পরিষ্কার করে মানুষ কি করবে? কোন শান্তি হতে পারে না। তথাকথিত মানবহিতৈষী পরিচর্যা মানে এই যে তারা কেবল বাসাংসি জীর্ণানি পরিষ্কার করছে । ব্যাস্‌। এবং মৃত্যু মানে... এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, যখন তোমার পোষাক, আমার পোষাক, খুব পুরানো হয়ে যায়, আমরা এটি পরিবর্তন করি। একইভাবে, জন্ম ও মৃত্যুর মানে হচ্ছে পোশাকটি পরিবর্তন করা। এটা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় (ভ.গী ২.২২) জীর্ণানি, পুরাতন পোষাক, পুরাতন পোশাক, আমরা তা ফেলে দেই, এবং আরেকটি নতুন পোষাক, নতুন পোশাক গ্রহণ করি। তেমনই, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্নাতি। একটি নতুন পোষাক। একইভাবে আমি একজন বৃদ্ধ মানুষ।

তাই যদি আমি মুক্ত না হই, যদি এই জড় জগতে অনেক কাজ করার অনেক পরিকল্পনা থাকে, তাহলে আমাকে আরেকটি শরীরের গ্রহণ করতে হবে। কিন্তু যদি আপনার আর কোন পরিকল্পনা না থাকে, আর কোন পরিকল্পনা নেই, নিষ্কিঞ্চন ... একে বলে নিষ্কিঞ্চন। নিষ্কিঞ্চনস্য ভগবদ্‌ ভজনোন্মুখস্য। চৈতন্য মহাপ্রভু বলেছেন, নিষ্কিঞ্চন। আমাদেরকে সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে, সম্পূর্ণভাবে এই জড় জগত থেকে মুক্ত। আমাদের ঘৃণা বোধ করা উচিত। তাহলে আধ্যাত্মিক জগতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা আছে।