BN/Prabhupada 0678 - একজন কৃষ্ণভাবনাময় ব্যক্তি সর্বদা যোগ সমাধিতে থাকেন

Revision as of 17:28, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.25-29 -- Los Angeles, February 18, 1969

বিষ্ণুজনঃ শ্লোক ২৭ঃ যেই যোগীর মন সর্বদা আমার উপর স্থির তিনি নিশ্চিত দিব্য সুখের সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত করেন। পরমব্রহ্মের সাথে তাঁর পরিচয় অনুসারে, তিনি মুক্ত, তাঁর মন শান্ত, তিনি রজোগুনের উপরে ওঠেন এবং তিনি পাপ থেকে মুক্ত হন (ভগবদগীতা ৬.২৭)। "

শ্লোক আঠাশঃ "এইভাবে নিরন্তর যোগাভ্যাস চালিয়ে যাওয়ার ফলে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে যায়। আত্মসংযমী যোগী ভগবানের দিব্য প্রেমভক্তিতে পরম সুখ প্রাপ্ত করেন। (ভগবদগীতা 6.28)

প্রভুপাদঃ এখানে সিদ্ধির কথা বলা হচ্ছে, "যেই যোগীর মন আমার উপর স্থির।" আমার অর্থ শ্রীকৃষ্ণে। শ্রীকৃষ্ণ বলছেন। যদি আমি বলি, "আমাকে এক গ্লাস জল দাও।" এর মানে এই নয় যে, অন্য কাউকে জল দেয়া উচিত। একইভাবে, ভগবদ্গী‌তা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা কথিত এবং তিনি বলছেন, "আমার।" আমার অর্থ শ্রীকৃষ্ণ। এটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু অনেক ভাষ্যকার আছেন, যারা শ্রীকৃষ্ণ থেকে বিচ্যুত। আমি জানি না কেন। এটা তাদের জঘন্য অভিপ্রায়। না। "আমার" অর্থাৎ শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণভাবনাময় ব্যক্তি সবসময় যোগ সমাধির মধ্যে থাকেন। তারপর পড়তে থাকো।