BN/Prabhupada 0804 - আমরা আমাদের গুরু মহারাজের কাছ থেকে শিখেছি যে প্রচার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়

Revision as of 15:53, 10 March 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0804 - in all Languages Category:BN-Quotes - 1976 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.7.19 -- Vrndavana, September 16, 1976

প্রভুপাদঃ মন তুমি কিসের বৈষ্ণব। তিনি বলেছেন, ধুর্ত তুমি "কি ধরনের বৈষ্ণব?" নির্জনের ঘরে প্রতিষ্ঠার তরেঃ "শুধুমাত্র সস্তা বাহবা পাবার জন্য আপনি একটি নির্জন জায়গায় বসবাস করছেন।" তব হরিনাম কেবলি কৈতবঃ "আপনার তথাকথিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হচ্ছে শুধু প্রতারণা।" তিনি বলেন যে, আমাদেরকে খুব উৎসাহের সাথে প্রস্তুত হওয়া উচিত। এবং সেটা চৈতন্য মহাপ্রভুরও আদেশ। চৈতন্য মহাপ্রভু কখনোই বলেনি যে "তুমি মন্ত্র জপো।" তিনি অবশ্যই জপ করার জন্য বলেছেন, কিন্তু এটা উনার উদ্দেশ্যের প্রশ্ন, তিনি বলেন যে "আপনারা প্রত্যেকে গুরু হন।" আমার আজ্ঞায় গুরু হৈয়া তার এই দেশ (চৈ.চ.মধ্য ৭.১২৮) উদ্ধার কর, প্রচার কর, যে মানুষ কৃষ্ণকে বুঝতে পারে।

আমার আজ্ঞায় গুরু হৈয়া তার এই দেশ,
যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ
(চৈ.চ.মধ্য ৭.১২৮)

পৃথিবীতে আছে যতো নগরাদি। এটা তার উদ্দেশ্য। এমন নয় যে বড় বৈষ্ণব হও এবং বসে যাও ,অনুকরন কর।" এই সব ধূর্ততা তাই এইসব জিনিস পালন করবেন না। তাই অন্তত আমরা আপনাকে সেই ভাবে উপদেশ দিতে পারি না। আমরা আমাদের গুরু মহারাজের কাছ থেকে শিখেছি যে প্রচার খুব, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং যখন বাস্তবে কেউ একজন অভিজ্ঞ প্রচারক হয়ে যায়, তারপর তিনি কোনও অপরাধ ছাড়াই হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে সক্ষম হন। এর আগে, এই তথাকথিত হরে কৃষ্ণ মন্ত্র জপ, আপনি কোন অপরাধ ছাড়াই অনুশীলন করতে পারেন ... এবং অন্য সব কাজ ছেড়ে একটি বড় বৈষ্ণব হওয়া দেখানো, সেটি প্রয়োজন নেই।

ধন্যবাদ।

ভক্তঃ জয় প্রভুপাদ।