BN/Prabhupada 0823 - ভারতে সেটি জন্মগত অধিকার - সকলেই কৃষ্ণভাবনাময়: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0823 - in all Languages Category:BN-Quotes - 1975 Category:BN-Quotes - L...")
(No difference)

Revision as of 10:47, 16 September 2021



Lecture on SB 3.28.20 -- Nairobi, October 30, 1975

হরিকেশ: তাৎপর্য: "ভগবানের অনন্ত রূপে তার মন স্থির করতে, যোগীর তাঁর সর্বাঙ্গ একসাথে দর্শন করা উচিত নয়, তবে ভগবানের প্রতিটি অঙ্গে মনোনিবেশ করা উচিত। "

প্রভুপাদ:

তস্মিঁল্লব্ধপদং চিত্তং
সর্বাবয়বসংস্থিতম্
বিলক্ষ্য়ৈকত্র সংয়ুজ্য়াদ
ঙ্গে ভগবতো মুনিঃ
(শ্রীমদ্ভাগবত ৩/২৮/২০)

সুতরাং যেমনটা আমরা বহু বার ব্যাখ্যা করেছি যে এই অর্চামূর্তি... এই মূর্খ শ্রেণীর লোকেরা, তারা অর্চমূর্তি কি তা বুঝতে পারে না। তারা ভাবে যে "তারা প্রতিমার উপাসনা করছে।" এমনকি হিন্দুদের মধ্যেও বেদের তথাকথিত অনুসারী রয়েছে, তারাও বলে যে "মন্দিরে শ্রীবিগ্রহ উপাসনা করার প্রয়োজনীয়তা কী?" মন্দিরে উপাসনা বন্ধ করতে তারা ভারতে অত্যন্ত জোরালো প্রচার করেছিল। অল্প সময়ের জন্য সেটির কিছু প্রতিক্রিয়া হয়, তবে এখন তা শেষ হয়ে গেছে। সেই ... মন্দিরে শ্রীবিগ্রহ উপাসনা না করার এই ধর্মান্ধ প্রচার শেষ হয়ে গেছে। কেউই তার বিষয় ভাবেনা। তারা মনে করে ভগবান সর্বত্র আছেন মন্দির ব্যতীত। (হাসি) সেটাই তাদের মত। এবং ভগবান সর্বত্র আছেন; মন্দিরে কেন নয়? না। সেটাই তাদের ত্রুটিপূর্ণ জ্ঞানের পুঁজি। তারা মানতে পারছে না। না। ভগবান সর্বত্র আছেন, তবে মন্দিরে নেই। এই তাদের জ্ঞান, মূর্খ। অতএব আমাদের আচার্যকে অনুসরণ করতে হবে। আচার্যবান পুরুষো বেদ (ছান্দোগ্য উপনিষদ ৬/১৪/২): যে আচার্য গ্রহণ করেছে ... যিনি শাস্ত্রজ্ঞ এবং বাস্তবে শাস্ত্রের নিয়ম অনুসারে আচরণ করেন, তাঁকে আচার্য বলা হয়। অচিনোতি শাস্ত্রার্থ।

সুতরাং সমস্ত আচার্যবৃন্দ... ভারতে বিশেষত দক্ষিণ ভারতে বহু হাজার হাজার মন্দির রয়েছে, খুব, খুব বড় মন্দির। এর মধ্যে কয়েকটি তোমরা দেখেছ। প্রতিটি মন্দির একটি বড় দুর্গের মতো। সুতরাং এই সমস্ত মন্দিরগুলি আচার্যগণ দ্বারা প্রতিষ্ঠিত, এমন নয় যে জনসাধারণ নিজ ইচ্ছা মত প্রতিষ্ঠা করেছিল। না। এখনও খুব বিশিষ্ট মন্দির, বালাজি মন্দির, তিরুপতি মন্দির, তিরুমালাই মন্দির রয়েছে। লোকেরা যাচ্ছেন, এবং সেই মন্দিরের প্রতিদিনের সংগ্রহ এখনও এক লক্ষ টাকারও বেশি। যদিও মন্দিরগুলিতে না যাওয়ার জন্য তারা খুব জোরালোভাবে প্রচার করেছে, তবে লোকেরা ... সেটি ভারতে জন্মগত অধিকার — তারা স্বয়ংক্রিয়ভাবে কৃষ্ণ ভাবনাময় হন। স্বয়ংক্রিয়ভাবে। সুতরাং সমস্ত দেবতারা, তারা ভারতে জন্মগ্রহণ করার কামনা করেন। স্বয়ংক্রিয়ভাবে।

সুতরাং মন্দিরে উপাসনা অত্যাবশ্যক। সুতরাং যারা মন্দিরে উপাসনা, শ্রীবিগ্রহ উপাসনার বিরোধী, তারা খুব বুদ্ধিমান শ্রেণির মানুষ নয় — বোকা, মূঢ়। আবার, সেই একই শব্দ।

ন মাং দুষ্কৃতিনো মূঢ়াঃ
প্রপদ্যন্তে নারাধমাঃ
মায়য়াপহৃতজ্ঞানা
আসুরি ভাবমাশ্রিতাঃ
(শ্রীমদ্ভগবদ্গীতা ৭/১৫)।

মায়য়াপহৃতজ্ঞানা। তারা খুব বড়, বড় কথা বলছে যে "ভগবান সর্বত্র আছেন," তবে তারা মন্দিরে উপাসনা নিষিদ্ধ করছে। অপহৃতজ্ঞানা। সেই জ্ঞান অপূর্ণ। একটি সাধারণ মানুষ বলতে পারে, "ভগবান যদি সর্বত্র থাকেন তবে মন্দিরে কেন নেই?"