BN/Prabhupada 0863 - আপনি মাংস খেতে পারেন, কিন্তু আপনি আপনার বাবা মাকে হত্যা করে মাংস খেতে পারেন না: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0862 - Unless You Change the Society, How You can Make Social Welfare?|0862|Prabhupada 0864 - To make the Whole Human Society Happy, this God Consciousness Movement Must Spread|0864}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0862 - যদি এই সমাজকে পরিবর্তনই করতে না পারেন, তাহলে কীভাবে আপনি সমাজ কল্যাণ করবেন|0862|BN/Prabhupada 0864 - সমগ্র মানব সমাজকে সুখী করতে হলে এই ভগবৎভাবনামৃত আন্দোলন অবশ্যই প্রসার করতে হবে|0864}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:02, 22 July 2021



750521 - Conversation - Melbourne

পরিচালকঃ এই ব্যাপারে আপনার মতামত কি যে, সম্পূর্ণ জনসংখ্যার মাত্র খুব অল্প শতাংশই জনসাধারণের অল্পই আপনাদের এই দর্শন গ্রহণ করেছে... প্রভুপাদঃ না। খুবই অল্প শতাংশ... ঠিক যেমন আকাশে অনেক তারকা আছে। কিন্তু একটা মাত্র চাঁদ শতকরা বিচারে চাঁদ কিছুই না যদি আমরা তারাগুলোর শতকরা দেখি, তাহলে চাঁদ এদের কাছে কিছুই না কিন্তু সমস্ত আজেবাজে তারার চেয়ে চাঁদ বেশি গুরুত্বপূর্ণ (হাসি) কিন্তু আপনি শতকরা দেখবেন, তো চাঁদের কোন শতকরা ভোটই নেই। কিন্তু যেহেতু সে চাঁদ, তাই অন্যান্য সমস্ত আজে বাজে তারার চেয়ে তাঁর গুরুত্ব বেশি এই উদাহরণ। চাঁদের উপস্থিতিতে তারাগুলোর শতকরা হিসাব নেয়ার কি দরকার আছে? কেবল একটা চাঁদই থাকুক, সেটাই যথেষ্ট। কোন শতকরার হিসাব নয়। একজন আদর্শ মানুষ। ঠিক যেমন খ্রিষ্টান জগতে, একজন আদর্শ ব্যক্তি - যিশু খ্রিষ্ট।

পরিচালকঃ মাওসে তুং - এর ব্যাপারে আপনার কি অভিমত? প্রভুপাদঃ হুহ্‌? সেটা কি?

অমোঘঃ তিনি বলছেন মাওসে তুং এর ব্যাপারে আপনি কি মনে করেন?

পরিচালকঃ চীনে তিনি আদর্শ মানুষ।

অমোঘঃ সে একজন কম্যুনিস্ট।

প্রভুপাদঃ তাঁর আদর্শ তাঁর কাছে ঠিক

পরিচালকঃ চীনে সে...

প্রভুপাদঃ তাঁর আদর্শ, কম্যুনিস্টদের বক্তব্য যে সবাই সুখী হক, এটা ভাল কথা কিন্তু তাঁরা জানে না যে এটা কিভাবে করতে হয়... ঠিক যেমন তাঁরা রাষ্ট্রের ভেতর মানুষের যত্ন নিচ্ছে কিন্তু বেচারা প্রাণীগুলোকে কসাইখানায় পাঠাচ্ছে, যেহেতু ওরা নাস্তিক তাই ওরা এটা জানে না যে পশুরাও জীব এবং মানুষও জীব তাই জিহ্বার স্বাদের জন্য পশুদের গলা কাটা যাবে এটাই ওদের ত্রুটি। পণ্ডিতা সমদর্শিনঃ (গীতা ৫/১৮) যিনি পণ্ডিত তিনি সকলের প্রতি সমদর্শী সেটাই হচ্ছে বিদ্বান। "আমি আমার ভাইয়ের যত্ন নেব আর তোমাকে হত্যা করব"। সেটা ঠিক নয় সেটাই চলছে। সর্বত্র। জাতীয়তা... জাতীয় মানে একই দেশে যারা যারা জন্ম নিয়েছে কিন্তু বেচারা প্রাণী বা পশুগুলো প্রতিবাদ করতে পারে না বলে ওদের কসাইখানায় পাঠাও আর যদি কোন আদর্শ ব্যক্তি থাকত তাহলে প্রতিবাদ করত "ওহ্‌, তুমি এটা কি করছ? ওদেরকেও বাঁচতে দাও। খাদ্য শস্য উৎপাদন কর। এই প্রাণীগুলোও খেতে পারবে আর তোমরাও খেতে পারবে কেন তুমি প্রাণীহত্যা করে খাচ্ছ?" সেই নির্দেশ দেয়া হচ্ছে ভগবদগীতায়

পরিচালকঃ কিন্তু যেখানে ঠাণ্ডা বেশি সেখানে লোকদের তো কিছু একটা খেয়ে বাঁচতে হবে

প্রভুপাদঃ ঠিক আছে, কিন্তু আপনাকে... আমি ভারত বা ইউরোপের জন্য বলছি না আমি সমগ্র মানব সমাজের জন্য বলছি। এটা বোঝার চেষ্টা করুন

পরিচালকঃ মানুষ প্রাণী খেতে শুরু করেছে কারণ শীতকালে ওদের খাওয়ার কিছু নেই

প্রভুপাদঃ না, আপনি মাংস খেতে পারেন, কিন্তু আপনি বাবা মাকে হত্যা করে খেতে পারেন না সেটি মানুষের সাধারণ জ্ঞান। আপনি গাভী থেকে দুধ পাচ্ছেন , সে আপনার মা। আপনি দুধ খাচ্ছেন। অস্ট্রেলিয়াতে কতো কতো দুধ উৎপাদন করছেন, মাখন , সবকিছু আর এসব হয়ে যাবার পর, তাঁর গলা কেটে ব্যবসা করছেন, অন্য দেশে পাচার করছেন এইসব বদমাশি কেন? এটা কি মানবতা? আপনি কি মনে করেন?

পরিচালকঃ বলা যেতে পারে যে প্রায় দুশ বছর আগে মানুষকে বাঁচার জন্য...

প্রভুপাদঃ না, না। আপনি আপনার মায়ের দুধ পান করছেন আপনি মায়ের দুধ পান করছেন , আর যখন মা দুধ দিতে পারছেন না , তখন তাঁকে কেটে খেয়ে নেবেন এটা কি? এটা কি মানবতা? আর প্রকৃতি এতোই শক্তিশালী যে একদিন এই পাপের জন্য আপনাকে ভুগতে হবে অবশ্যই এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ হবে, পাইকারি হারে মানুষ মরবে প্রকৃতি এটা সহ্য করবে না ওরা এসব জানে না যে প্রকৃতি কীভাবে কাজ করছে, ভগবান কীভাবে ব্যবস্থাপনা করছেন তাঁরা ভগবানকে জানে না। এটাই ওদের সমাজব্যবস্থার ত্রুটি। ওরা ভগবানের পরোয়া করে না। "আরা বিজ্ঞানী। আমরা যা খুশি করতে পারি"। আপনি করতে পারেন? আপনি মৃত্যুকে থামাতে পারবেন? প্রকৃতি বলছেন, "তোমাকে অবশ্যই মরতে হবে। তুমি প্রফেসর আইনস্টাইন হতে পার, ঠিক আছে। তবু তোমাকে মরতে হবে।" কেন আইনস্টাইন বা অন্য কোন বিজ্ঞানী এমন কোন ওষুধ আবিষ্কার করে না "না, না, আমরা মরব না?" এটাই ওদের সমাজের ত্রুটি। ওরা সম্পূর্ণভাবে প্রকৃতির নিয়ন্ত্রণে। তারপরও ওরা স্বাধীনতা ঘোষণা করছে অজ্ঞানতা, অজ্ঞানতা। তাই আমরা এটি শোধরাতে চাই।

পরিচালকঃ আমি আপনাদের শুভেচ্ছা জানাই।

প্রভুপাদঃ হুম্‌?

পরিচালকঃ আপনাদের শুভ কামনা করি।

প্রভুপাদঃ ধন্যবাদ।

পরিচালকঃ একজন সরকারি কর্মচারী হিসাবে আপনি সমাজ সংস্কার করুন। সমাজের উপকরন হিসাবে কাজ চালাতে গিয়ে... (?)

প্রভুপাদঃ তাই দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন ... দর্শনটি শেখার চেষ্টা করুন এবং আপনি অবাক হয়ে যাবেন যে এটি কত সুন্দর একটি দর্শন।

পরিচালকঃ আমি নিশ্চিত।

প্রভুপাদঃ হ্যাঁ। তাই আমরা শতকরার উপর নির্ভর করি না কেউ নিজেই আদর্শ হোক। সেই একই উদাহরণ। বহু তারকা আর চাঁদের মধ্যে কোন তুলনাই চলে না। শতকরা হিসাব করলে কি মূল্য আছে? কোটি কোটি তারকা আছে একটা চাঁদের কোটি কোটি তারার মধ্যে কিইবা শতকরা আছে? এটি বাস্তবে শতকরা শুন্য। কিন্তু তা সত্ত্বেও এটি চাঁদ, কোটি কোটি নগন্য তারার চেয়ে তা অনেক যথেষ্ট। তাই চাঁদ উৎপাদন করুন।

পরিচালকঃ কিন্তু সেই চাঁদ অনেক বড়, আপনি তাঁকে চিনতে পারবেন, কিন্তু অন্য লোকেরা সাধারণ তারকার মতো...

প্রভুপাদঃ না, সেটা ঠিক আছে। আপনি একদম চাঁদের মতোই বানাতে পারবেন না...

পরিচালকঃ ক্ষমা করবেন? প্রভুপাদঃ আপনি হয়ত পারবেন না, কিন্তু তা সম্ভব যদি তাঁরা আদর্শ হয়।

পরিচালকঃ উপমাটি চমৎকার। কিন্তু মানুষ আপনাকে প্রশ্ন করবে যে আপনি আমার মতোই সাধারণ মানুষ , আপনি কীভাবে ... এটি কোন তারকা নয় যে আপনার মতামত, ঠিক আমার মতো... 

প্রভুপাদঃ না, আপনি যদি এই পদ্ধতিটি অনুমোদন করেন, তাহলে অনেক ভাবেই আপনি এতে সাহায্য করতে পারেন প্রথমে আপনাকে দেখতে হবে যে কৃষ্ণভাবনামৃত পদ্ধতিটি কি আমরা আপনাদের সেবা করতে প্রস্তুত, এই আন্দোলনটি যে সর্বোবত্তম তা বোঝাতে প্রস্তুত এখন আপনি যদি তা বুঝে থাকেন তাহলে আমাদের সহযোগিতা করুন এবং অন্যান্য নেতাদের বোঝাতে চেষ্টা করুন। আপনিও সেই নেতাদের একজন যদ্‌ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্বদেবেতরো জনঃ (গীতা ৩.২১) যদি সমাজের নেতারা এই আন্দোলনটি অনুধাবন করে সাহায্য করতে আসে তাহলে অন্যরা আপনা থেকেই "অহ, আমাদের নেতা আমাদের মন্ত্রী এটির সমর্থন করছে"।