BN/Prabhupada 0864 - সমগ্র মানব সমাজকে সুখী করতে হলে এই ভগবৎভাবনামৃত আন্দোলন অবশ্যই প্রসার করতে হবে: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0863 - You Can Eat Meat, But You Cannot Eat Meat by Killing Your Father and Mother|0863|Prabhupada 0865 - You are Taking of Country, but the Sastra Takes of the Planets, not of the Country|0865}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0863 - আপনি মাংস খেতে পারেন, কিন্তু আপনি আপনার বাবা মাকে হত্যা করে মাংস খেতে পারেন না|0863|BN/Prabhupada 0865 - তুমি দেশের কথা বলছ, কিন্তু শাস্ত্র গ্রহ সম্পর্কে বলছে, দেশ নয়|0865}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:02, 22 July 2021



750521 - Conversation - Melbourne

পরিচালকঃ আমাদের মন্ত্রী নিজেকে মানুষের সেবক মনে করেন, যাকে নামিয়ে দেওয়া যায়...

প্রভুপাদঃ সেটিই হচ্ছে ত্রুটি। এই লোকগুলি মূর্খ, আর আরেকটা মূর্খকে নির্বাচন করেছে (হাসি) ত্রুটিটি কি?

পরিচালকঃ কিন্তু এটা এভাবেই হয়।

প্রভুপাদঃ তাহলে কি আর করা যায়? আশা নেই।

পরিচালকঃ আপনি ...

প্রভুপাদঃ কিন্তু আমরা এইসব মূর্খদের ওপর নির্ভর না করেই চলছি। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা বই ছাপাচ্ছি, আমরা আমাদের আন্দোলন চালাচ্ছি, আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করছি ব্যাস্‌। সেটি আমরা সারা জগত জুড়ে করছি

পরিচালকঃ আমরা আপনাকে যেটা করতে দিতে পারি যে আমাদের জনগণকে অন্যভাবে বোঝান।

প্রভুপাদঃ হ্যাঁ, আমরা তাই করছি

পরিচালকঃ এবং যখন আপনি তা করবেন, তখন সমাজ কল্যাণ বিভাগের কিছু নির্দিষ্ট নিয়ম আছে...

প্রভুপাদঃ এখন ধরুন, আমরা একজন ব্যক্তিকে বলছি যে, "দয়া করে অবৈধ মৈথুন করবে না" আপনাদের কোন আপত্তি আছে?

পরিচালকঃ ক্ষমা করবেন?

প্রভুপাদঃ যদি আমি কাউকে উপদেশ দেই যে "অবৈধ স্ত্রীসঙ্গ করবে না, তাতে কি আপনাদের দিক থেকে কোন আপত্তি আছে?

পরিচালকঃ হ্যাঁ, আমার আপত্তি আছে...

পরিচালকঃ আমি যৌনজীবন পছন্দ করি, আমার স্ত্রী করে, আমরা উপভোগ করি আমরা এটা ছাড়া বাঁচতে পারব না। আমাদের বিবাহ অনেক সুখী কারণ আমাদের মধ্যে মৈথুন আছে

প্রভুপাদঃ দেখুন? (হাসি) এই হচ্ছে অবস্থা।

পরিচালকঃ হ্যাঁ এটাই অবস্থা। আমরা দুই জনেই. এর দ্বারা...

প্রভুপাদঃ তাহলে ওরা কীভাবে তা গ্রহণ করেছে (ভক্তদের দেখিয়ে)?

পরিচালকঃ তা আমি জানি না। আমি জানি না। কিন্তু আমি তা করতে পারব না। (অস্পষ্ট) জীবন মানেই হল মৈথুন ভোগ করা, আর বিবাহ আরও সুখের হয় যৌন জীবনের মাধ্যমে।

প্রভুপাদঃ না, আমরা মৈথুন জীবন না করি না। কিন্তু আমরা ...

পরিচালকঃ ... কিন্তু দুটি সন্তান নেই...

প্রভুপাদঃ অবৈধ সঙ্গ।

পরিচালকঃ আমরা পিল ব্যবহার করি, অথবা জন্মনিরোধক ইত্যাদি সবকিছুই ব্যবহার করি। কারণ এটি আমাদের...

প্রভুপাদঃ আপনি কেন জন্মনিরোধক ব্যবহার করেন?

পরিচালকঃ কারণ আমরা আর কোন বাচ্চা চাই না।

প্রভুপাদঃ তাহলে আপনারা মৈথুন জীবন বন্ধ করেন না কেন?

পরিচালকঃ কারণ আমরা সেটা পছন্দ করি।

প্রভুপাদঃ দেখুন।

পরিচালকঃ কারণ আমরা তা পছন্দ করি।

প্রভুপাদঃ তার মানে আপনি একজন ডাক্তারের কাছে যাচ্ছেন আর তাঁকে বলছেন যে "আমি সবকিছুই করতে চাই, কিন্তু আবার চিকিৎসাও চাই" এই হচ্ছে অবস্থা। আপনি চাইছেন...

পরিচালকঃ আমি চিকিৎসার জন্য আসি নি (হাসি) , আপনি জিজ্ঞাসা করছিলেন আমার ...

প্রভুপাদঃ না না, ... না, না , আপনি এখানে চিকিৎসার জন্যই এসেছেন কারণ আপনি সমাজকে, আপনার কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, তাই আপনি এখানে চিকিৎসা নিতে এসেছেন কিন্তু যখন আমি ওষুধ দিচ্ছি তখন আপনি তা নিতে চাইছেন না

পরিচালকঃ আমি চিকিৎসার জন্য আসি নি।

প্রভুপাদঃ না, ... হ্যাঁ। তাহলে আপনি কেন এসেছেন?

পরিচালকঃ আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনার সমাজ কল্যাণ কার্যক্রমে সাহায্য করার জন্য আমাদের থেকে উপদেশ নিতে। কিন্তু যখন আমরা উপদেশ দিচ্ছি আপনি তা প্রত্যাখ্যান করছেন । সেটাই আপনার অবস্থান আপনি এখানে কিছু উপদেশ নিতে এসেছেন যাতে করে আপনাদের কাজ আরও সুন্দর হয়। কিন্তু যখন আমরা দিচ্ছি তখন আপনি তা নিচ্ছেন না

পরিচালকঃ আমি একইসঙ্গে দুজন। আমি নিজে এবং একজন সরকারি কর্মচারী।

প্রভুপাদঃ যে কেউই, সবাই। সেটাই আমাদের অবস্থা। আমরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই আর ডাক্তার প্রেসক্রিপশন করলে আপনি তা নিচ্ছেন না তাহলে আমি কীভাবে সারাই হবেন? এই হচ্ছে অবস্থা প্রেসক্রিপশন দিলে আপনি সেই প্রেসক্রিপশনটা লোকের ভোটের জন্য দিলেন রোগী কি বুঝবে প্রেসক্রিপশনের? ওরা তো রোগী। কোন প্রশ্নই আসে না...

পরিচালকঃ যদি আমি এখানে এসে আপনাদের আন্দোলনে যোগ দিতে চাইতাম, তাহলে আমি কথাটা মানতে পারতাম

প্রভুপাদঃ না, আপনি যোগ দিন আর নাই দিন। আপনি এখানে এসেছেন আমাদের সাথে পরামর্শ করতে যে আমরা কি আপনাদের সাহায্য করতে পারি কিনা কিন্তু যখন আমার পরামর্শ দিচ্ছি, তখন আপনি তা নিচ্ছেন না। সেটাই আপনার অবস্থা

ভক্ত(১)ঃ প্রভুপাদ ওনাকে এখন যেতে হবে।

প্রভুপাদঃ ওনাকে প্রসাদ দাও। একটু অপেক্ষা করুন। আসলে সমস্ত মানব সমাজকে সুখী করতে হলে, এই ভগবৎ ভাবনামৃত আন্দোলনের অবশ্যই প্রসার করতে হবে।

পরিচালকঃ আমি অবশ্যই জানাব। আমার সাথে দেখা করার জন্য অনেক ধন্যবাদ।

প্রভুপাদঃ একটু অপেক্ষা করুন।

ভক্ত (২)ঃ আমাদের কিছু খুব ভাল প্রসাদ আছে যা আমরা মাত্রই বানাচ্ছিলাম (অস্পষ্ট)

ভক্ত (৩)ঃ উনি আপনার জন্য কিছু নিয়ে আসছেন, একটু অপেক্ষা করুন।

পরিচালকঃ এটি ...

ভক্তঃ হ্যাঁ, হ্যাঁ। এটা একটা রীতি।

ভক্ত (১)ঃ শ্রীল প্রভুপাদ বলেছেন সবাইকে প্রসাদ দিতে

প্রভুপাদঃ এটা আমাদের রীতি যে যেকোন ব্যক্তিই আসুক তাঁকে সুন্দর বসার ব্যবস্থা ও কিছু প্রসাদ দেয়া হবে। হ্যাঁ।