BN/Prabhupada 0868 - আমরা জীবনের এই বীভৎস অবস্থা থেকে পালাচ্ছি। আর তোমরা সুখ থেকে পালাচ্ছ: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0867 - We are Eternal and we are Responsible for our Activities. That is Knowledge|0867|Prabhupada 0869 - The Population is Busy Foolish. So We are Creating Lazy Intelligent|0869}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0867 - আমরা নিত্য এবং আমরা আমাদের কাজের জন্য দায়বদ্ধ। সেটিই জ্ঞান|0867|BN/Prabhupada 0869 - জনসংখ্যা হচ্ছে ব্যস্ত মূর্খ। তাই আমরা অলস বুদ্ধিমান তৈরি করছি|0869}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:03, 22 July 2021



750629 - Morning Walk - Denver

প্রভুপাদঃ আমরা তা বানাতে যাচ্ছি না। এটা কি পালানো? নাকি বুদ্ধি? যে "তুমি কঠোর পরিশ্রম কর, এবং আমাকে দিয়ে দিচ্ছ। আমরা আনন্দ করছি"? এটাই বুদ্ধি, এটা পালানো নয়। এটিই চলছে। পুঁজিবাদীরা তাঁদের কারখানায় এইসব মূর্খ, গাধাদের নিযুক্ত করছে এবং সে জীবন উপভোগ করছে। সেটাই বুদ্ধি। সেটা পলায়ন নয়।

তোমরা সেই হরিণ ও শেয়ালের গল্পটি জান? (হাসি) শেয়ালটা কুয়োতে পড়ে গিয়েছিল। সে বেরিয়ে আসতে পারছিল না। ওখানে একটা হরিণ এলো। "ওটা কি...?" "ওহ্‌, এটা কি সুন্দর। আমি নৃত্য করছি। দেখতে পাচ্ছ? খুব সুন্দর।" তো এটা দেখে সেও লাফিয়ে পড়ল। আর যেই সে ওখানে লাফিয়ে পড়ল, ওর মাথাটা নীচের দিকে পড়ল আর মরে গেল। তো এই হচ্ছে বুদ্ধি, যে "এইসব মূর্খরা কঠিন পরিশ্রম করুক। আমাদের জন্য সুন্দর সুন্দর উদ্যান বানাক, আর আমরা এটার মজা নেব। এই হচ্ছে বুদ্ধি। একে বলে অজাগর বুদ্ধি। অজাগর বৃত্তি মানে। অজগর... বিশাল সাপকে অজগর বলে এই ইঁদুর একটা গর্ত তৈরি করে ওখানেই থাকে আর ওখানে আরাম করে থাকছে। এরই মধ্যে অজগর সাপ আসছে সে এসে ইঁদুরটিকে খেয়ে আরামে থাকছে তাই আমাদের অজগর বৃত্তি। তোমরা আরাম করে বাঁচার জন্য গর্ত খুঁজছ কিন্তু আমরা সেই ঘরে থাকি আর আরাম করে বাস করি (বিরতি) লস্‌ এঞ্জেলস্‌-এ একজন দোকানদার আমাকে জিজ্ঞাসা করেছিল "আপনারা কোন কাজ করেন না। কিন্তু কত আরামে থাকেন, আর আমরা এতো কঠিন পরিশ্রম করেও আরামে থাকতে পারি না"। আর যেই মাত্র আমরা তাঁদের বলছি "আপনারাও এসে আমাদের সাথে যোগদান করুন"। কিন্তু ওরা আসবে না। "না আমরা এইভাবেই কাজ করতে থাকব"। আমরা সবাইকে বলছি, "এখানে আসুন" কিন্তু তাঁরা আসবে না বরং ওরা আমাদের ঈর্ষা করে তাই ওরা বলছে পালাচ্ছে, যে "তাঁরা অন্য লোকদের খরচে আরামে থাকছে"। এটাই ওদের ঈর্ষা। ওরা দেখে যে, "এঁদের কতগুলো গাড়ি আছে, এঁদের মুখ কত উজ্জ্বল, এরা ভাল ভাল খাচ্ছে, কিন্তু ওদের কোন সমস্যাও নেই।" তাই ওরা ঈর্ষাপরায়ণ।

হরিকেশঃ যদি তাঁরা জানতো এটা কীভাবে হচ্ছে তাহলে তাঁরা সঙ্গে সঙ্গে যোগ দিত।

প্রভুপাদঃ হম্‌?

হরিকেশঃ যদি তাঁরা জানতো এটা কীভাবে হচ্ছে তাহলে তাঁরা তৎক্ষণাৎ যোগ দিত।

প্রভুপাদঃ না, আমরা তাঁদের আমন্ত্রণ জানাচ্ছি। "এখানে এসো," তাঁরা আসছে না কেন? আর সেটাই ওদের জন্য কঠিন। হরে কৃষ্ণ কীর্তন করা আর নাচা। ওহ্‌ এটাই ওদের জন্য খুব কঠিন কাজ। ওরা আসবে না সবচেয়ে কঠিন হচ্ছে যখনই ওরা আসবে আর দেখবে যে এখানে কোন চায়ের ব্যবস্থা নেই না মদ নেই, মাংস নেই, সিগারেট নেই, "ওহ্‌ এত না না না? ওহ্‌।" সেই লোকটা কি বলেছিল? একটা খসড়ালেখার লোক এসেছিল কিছু ছেলেদের জিজ্ঞাসা করতে বলছি যে এইসব কাজ থেকে বাঁচার জন্য ওরা হরে কৃষ্ণতে যোগ দিয়েছে "তাহলে ওখানে কিসের আরাম আছে? তাঁরা ওখানে যাওয়ার পরিবর্তে এখানে যোগ দিয়েছে..." তাই যখন সে জানতে পারল যে, কোন মাংস নেই, মদ নেই, ধূমপান নেই, জুয়া খেলা নেই ও তখন বলে, "এটা আরও কঠিন। তারপরও ওরা আসে"। ওখানে গিয়ে যুদ্ধ করার চেয়ে এটা আরও কঠিন। তাহলে এটা কীভাবে চমৎকার হল। আসলে কর্মীদের জন্য এটা খুবই কঠিন এমনকি লর্ড জেটল্যান্ডও বলেছিলেন, "ওহ্‌ এটা অসম্ভব"। এবং আসলে এটা অসম্ভব। এটি ডঃ... প্রফেসর জুডাহ্‌র প্রশংসা যে "এই সব মাদকাসক্ত ছেলেরা কীভাবে কৃষ্ণভাবনাময় হল?" সেটাই তো চমৎকার আপনি বলতে পারেন যে আমরা জীবনের এইসব মাংসাহার, মদ্যপান, ইত্যাদি জঘন্য কিছু থেকে পালাচ্ছি আমরা সেগুলি এড়িয়ে যাচ্ছি, কিন্তু আনন্দকে নয় তোমরা আনন্দকে এড়িয়ে যাচ্ছ। হরে রাম হরে রাম...

সৎস্বরূপঃ মনস্তত্ত্ববিদেরা বলে প্রকৃত দায়িত্ব হচ্ছে যৌনজীবন উপভোগ করা এবং এইভাবে আমরা...

প্রভুপাদঃ কিন্তু শুয়োরেরাও তো ভোগ করছে। তাহলে শুয়োর আর তোমার মধ্যে পার্থক্য কি? শুয়োর বরং বাধাহীন ভাবে ভোগ করছে। কুকুর বেড়াল ভোগ করছে তাহলে মানুষ হবার, সভ্য হবার বিশেষ লাভ কি হল? সেই ভোগ একটা শুয়োরের জীবনে আরও ভাল করে আছে। তোমাকে কিছু পার্থক্য করতে হবে, "এটা আমার বোন, আমার মা, আমার মেয়ে " কিন্তু ওসব জন্মে এরকম কোন ধরাবাঁধা নেই। তুমি জীবন উপভোগ কর আর শুকর হও আর সেটাই তোমার জন্য অপেক্ষা করছে , পরের জীবনে।