BN/Prabhupada 0869 - জনসংখ্যা হচ্ছে ব্যস্ত মূর্খ। তাই আমরা অলস বুদ্ধিমান তৈরি করছি

Revision as of 07:03, 22 July 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750629 - Conversation in Car after Morning Walk - Denver

প্রভুপাদঃ এবং ব্যস্ত বোকা অন্তিম শ্রেণীর মানুষ। বর্তমান মুহূর্তে তারা "ব্যস্ত মূর্খ।"

তমাল কৃষ্ণঃ তারা অলস মূর্খের চেয়েও খারাপ।

প্রভুপাদঃ হু?

তমাল কৃষ্ণঃ তারা অলস মূর্খের চেয়ে খারাপ।

প্রভুপাদঃ হ্যাঁ। অলস মূর্খ হচ্ছে বোকা কিন্তু তিনি অলস, হলেও ক্ষতি করবেন না। কিন্তু ব্যস্ত বোকা তিনি শুধু ক্ষতি করবে। বর্তমানে জনসংখ্যা ব্যস্ত মূর্খ। তাই আমরা অলস বুদ্ধিমান তৈরি করছি। একটি বুদ্ধিমান মানুষকে অলস হতে হবে, অন্যথায় কিভাবে তিনি বুদ্ধিদীপ্ত কাজ করতে পারেন, প্রশান্তভাবে। "ঠিক আছে, আমাকে বিচার করতে দিন।" আপনি আশা করতে পারেন না যে বুদ্ধিমান মানুষ সহজেই তার সিদ্ধান্ত দেবে।

তমাল কৃষ্ণঃ তাকে অলস বলা যেতে পারে, কিন্তু সেটা তমোগুন নয়।

প্রভুপাদঃ এটাই সংযম। আধুনিক প্রবণতা "ব্যস্ত বোকা" তৈরি করা। কমিউনিস্টরা ব্যস্ত বোকা।