BN/Prabhupada 0877 - যদি তুমি আদর্শ না হও, তাহলে একটি কেন্দ্র খোলা হবে অর্থহীন

Revision as of 15:55, 19 July 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 0877 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750519 - Lecture SB - Melbourne

মধুদ্বিষঃ একজন কুকুরভোজী ব্যক্তির দ্বারা কি প্রথম শ্রেণীর হওয়া সম্ভব?

প্রভুপাদঃ ওহ্‌ হ্যাঁ। এই জিহবাকে এই দুটি কাজে যুক্ত করঃ হরে কৃষ্ণ কীর্তন করা এবং প্রসাদ পাওয়া। সে কুকুর খাওয়াও ভুলে যাবে (হাসি) কোন ব্যতিক্রম নেই। যে কোন ব্যক্তি যদি তা অনুসরণ করেন, তাহলে তিনি কৃষ্ণভাবনাময় হতে পারবেন শুরু থেকেই, কেবল এই দুটি নিয়ম - হরে কৃষ্ণ কীর্তন, এবং প্রসাদ গ্রহণ। ব্যাস্‌। এর স্বাদ নিয়ে দেখ। পরখ করে দেখ। মন্দির রয়েছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এখানে এসো। এই দুটো কাজ কর। এবং আমাদের মধুদ্বিষ মহারাজ এখানে প্রসাদ নিয়ে প্রস্তুত আছে এবং তোমাদের নৃত্য কীর্তন করার সুযোগ দেবে ব্যাস্‌। এতে অসুবিধা কি? এর জন্য তোমাকে কিছু মূল্য দিতে হবে না। কোন ক্ষতি নেই। যদি কোন লাভ হয়, তাহলে কেন তুমি এটা চেষ্টা করে দেখছ না?

মধুদ্বিষঃ শ্রীল প্রভুপাদ, একজন ব্যক্তির এখানে আসার এবং হরে কৃষ্ণ কীর্তন করার, প্রসাদ পাওয়ার কি দরকার আছে?

প্রভুপাদঃ কেবল... কারণ এখানে কেন্দ্র রয়েছে। এখানে সবকিছু ঠিকভাবে করা হচ্ছে। তুমি তা শিখতে পারবে ঠিক যেমন শিক্ষালাভ করার জন্য তোমাকে স্কুলে যেতে হবে ঠিক তেমনই, যদি তোমাকে পারমার্থিক শিক্ষা লাভ করতে হয়, এখানে এসে তাঁরা শিখতে পারে, দেখতে পারবে অন্যরা কিভাবে তা করছে, আদর্শভাবে। এবং তোমাকেও এভাবে আদর্শ হতে হবে। যদি তুমি আদর্শ না হও, তাহলে একটা নতুন কেন্দ্র খোলাটা অর্থহীন। তুমি ভাল ব্যবহার কর, লোক স্বাভাবিকভাবেই এখানে আসবে। তাঁরা দেখবে এবং শিখবে যদি তুমি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যাও আর সেখানকার সব অধ্যাপকেরা বদমাশ হয়, তাহলে তুমি কি শিখতে পারবে? এটি উভয়মুখী হতে হবে। তোমাকে যথার্থ অধ্যাপকের মতো আচরণ করতে হবে তোমার জীবন আদর্শ হতে হবে, তবে তারা এসে দেখবে এবং শিখবে ।

মাতাজিঃ শ্রীল প্রভুপাদঃ যখন বলা হচ্ছে যে রাজারা সমস্ত পৃথিবী শাসন করতেন তার মানে কি সারা বিশ্বব্রহ্মাণ্ড নাকি কেবল এই পৃথিবী?

মধুদ্বিষঃ সে আশ্চর্য যে একজন রাজার পক্ষে সারা পৃথিবীকে শাসন করা কিভাবে সম্ভব মনে হচ্ছে এটা অনেক কঠিন। আজকালকার দিনে আমাদের অনেক নেতা আছে, তবু তাঁরা সবকিছু চালাতে পারে না ...

প্রভুপাদঃ ওদের কথা ভুলে যাও? তুমি কেন এটা ভাবছ যে তুমি পারছ না, তাই আর কেউই পারবে না? তুমি তোমার দিক থেকে চিন্তা করছ। কিন্তু এরকমও আছে। তা সম্ভব। সেটি আমাদের কার্যক্ষেত্র নয়। অন্যদের জন্য, রাজনীতি, ... এবং আমাদের...। আমাদের কাজ হচ্ছে কিভাবে আমাদের পারমার্থিক উন্নতি করা যায়। যদি তুমি বিশ্বের ওপর রাজত্ব নাও কর, তবু তা কিছু যায় আসে না। তাই কেন তুমি পৃথিবী শাসন করার ব্যাপারে উদ্বিগ্ন হচ্ছ? সেটি আমাদের কাজ নয়। তুমি হরে কৃষ্ণ জপ কর এবং প্রসাদ পাও। (হাসি)