BN/Prabhupada 0903 - যেই মাত্র তোমার মদমত্ততা শেষ হবে, তোমার মদমত্ত স্বপ্নগুলোও শেষ

Revision as of 06:32, 28 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 0903 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730418 - Lecture SB 01.08.26 - Los Angeles

অনুবাদঃ হে ভগবান আপনি কেবল তাঁদের দ্বারাই লভ্য যারা জাগতিকভাবে নিঃস্ব। যে ব্যক্তি জাগতিক প্রগতির পথে নিজেকে উন্নত করার চেষ্টা করছে, যারা উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য, উচ্চশিক্ষা এবং দৈহিক সৌন্দর্যের দ্বারা মোহিত তারা ঐকান্তিক অনুভূতির দ্বারা আপনাকে প্রার্থনা করতে পারে না।"

প্রভুপাদঃ এইগুলি হচ্ছে অযোগ্যতা। জাগতিক ঐশ্বর্য, এইসব জিনিস... জন্ম - ভাল উচ্চ বংশে বা জাতিতে জন্ম নেয়া যেমন তোমরা আমেরিকান ছেলে মেয়েরা ধনী পিতা মাতা এবং ধনী দেশে জন্ম নিয়েছ, এটা একদিক দিয়ে ভগবানের কৃপা। সেটি... অভজাত বংশে বা ভাল দেশে জন্ম নেয়া খুব ঐশ্বর্যশালী বা ধনী হওয়া অনেক বিদ্যা লাভ করা, শিক্ষা, এই সবকিছুই জাগতিক এবং সৌন্দর্য, এইসব হচ্ছে পুণ্যকর্মের পুরস্কার নাহলে কেন একজন গরীব লোক অন্যের দৃষ্টি আকর্ষণ করে না? কিন্তু একজন ধনীলোকে করে। একজন বিদ্বান লোক আকর্ষণ করে একটা মূর্খ, বোকা দৃষ্টি আকর্ষণ করে না তাই দৈহিক সৌন্দর্য, ঐশ্বর্য, এই জিনিসগুলি জাগতিকভাবে উপকারী জন্মৈশ্বর্য শ্রুত (ভাগবত ১/৮/২৬)

কিন্তু একজন মানুষ যখন এই বিষয়ে জাগতিকভাবে খুব উন্নত হয়, তখন সে মদমত্ত হয় "ওহ্‌ আমি ধনী, আমি শিক্ষিত, আমার অনেক টাকা আছে" সে তখন মদমত্ত হয়। তাই আমরা উপদেশ দিই... কিন্তু তারা যেহেতু ইতিমধ্যেই এসবের দ্বারা মদমত্ত, এবং তারপর আবারও নেশা করা? এই লোকগুলো স্বভাবতই নেশাগ্রস্ত নেশাগ্রস্ত এই অর্থে যে, ঠিক যেমন তুমি যদি মদ খাও, তাহলে তুমি নেশাগ্রস্ত হবে তুমি দেখবে আকাশে উড়ছ। সেভাবে ভাববে। তুমি স্বর্গে গেছ। তাইনা? এইগুলি হচ্ছে নেশাগ্রস্ত হওয়ার প্রভাব কিন্তু নেশাগ্রস্ত মানুষ জানে না যে এই নেশার ঘোর কাটবে এটার একটা সময়কাল আছে এটা সবসময় থাকবে না। এরই নাম মায়া একটা প্রমত্ততা হচ্ছে "আমি খুব ধনী এমি শিক্ষিত, আমি সুন্দর, আমি খুব... আমি উঁচু বংশে জন্মেছি, উঁচু জাতি বা দেশে"। সে না হয় ঠিক আছে। কিন্তু এই মদমত্ততা কতক্ষণ চলবে?

ধর, তুমি একজন আমেরিকান। তুমি ধনী, তুমি সুন্দর তুমি শিক্ষায় উন্নত। এবং আমেরিকান হিসেবে তুমি অহংকার করতে পার কিন্তু এই নেশা কতক্ষণ থাকবে? যেই মুহূর্তে তোমার দেহটি শেষ, সবকিছুই শেষ সব নেশা। ঠিক যেমন... সেই একই কথা। তুমি কোন মদ খেয়েছ, নেশাগ্রস্ত হলে কিন্তু যেইমাত্র সেই নেশা কেটে গেল, নেশার ঘোরে দেখা তোমার সব স্বপ্নও শেষ তাই তুমি যদি এই নেশার মধ্যে থাকো, আকাশে বা মনের ঘোরে ঘুরতে থাকো এইসব হচ্ছে মানসিক স্তর, অহম্‌ ভাবের স্তর, দেহগত চেতনার স্তর।

কিন্তু তুমি এই দেহ নও, এই স্থূল দেহ নও, এবং সূক্ষ্ম দেহও নয়। এই স্থুল দেহ মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ দ্বারা গঠিত আর সূক্ষ্মদেহ মন, বুদ্ধি ও অহংকার দিয়ে গঠিত কিন্তু তুমি এই আট উপাদানের নও, অপরেয়াম্‌। ভগবদগীতায় বলা হচ্ছে এটি ভগবানের নিকৃষ্টা শক্তি। এমনকি যদি কেউ মানসিক ভাবেও অনেক উন্নত হয়, সে জানে না যে সে নিকৃষ্টা শক্তির অধীন। সে তা জানে না। সে প্রমত্ত হয়ে আছে। ঠিক যেমন একটা উন্মত্ত লোক জানে না তার অবস্থাটা কি হয়ে আছে। তাই এই ঐশ্বর্যপূর্ণ অবস্থা হচ্ছে প্রমত্ততা। এবং যদি তুমি তোমার প্রমত্ততা বাড়াও, আধুনিক সভ্যতা এমনই যে আমরা ইতিমধ্যেই প্রমত্ত এবং তা আরও বাড়ানো হচ্ছে আমাদেরকে এই পাগলামি অবস্থা থেকে বের হতে হবে কিন্তু আধুনিক সভ্যতা তা আরও বাড়িয়ে দিচ্ছে, "তুমি আরও প্রমত্ত হও, আরও প্রমত্ত হও, আরও আরও এবং শেষে নরকে যাও" এই হচ্ছে আধুনিক সভ্যতার অবস্থা।