BN/Prabhupada 0941 - আমাদের কিছু ছাত্ররা, তারা ভাবে যে 'আমি কেন এই মিশনে কাজ করব

Revision as of 03:36, 1 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 0941 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730427 - Lecture SB 01.08.35 - Los Angeles

আমাদের কিছু ছাত্ররা, তারা ভাবে যে 'আমি কেন এই মিশনে কাজ করব?' সুতরাং, এই জড় জগতে, অস্মিন ভবে, ভবেহস্মিন, সপ্তমে অধিকার। অস্মিন, এই জড় জগতে। ভবেহস্মিন ক্লিশ্যমানানাম। প্রত্যেকেই... প্রতিটি জীব কঠোর পরিশ্রম করছে। কঠিন অথবা সহজ, এটি কোন ব্যাপার নয়; কাজ তাকে করতেই হবে। ঠিক যেমন আমরাও কাজ করছি। হতে পারে তা সহজ, কিন্তু এটিও কাজ। কিন্তু এটি অনুশীলন করা হচ্ছে, তাই এটি কাজ। আমাদেরকে এটি কাজ হিসেবে দেখা উচিত নয়। প্রকৃতপক্ষে ভক্তি কোন সকামকর্ম নয়। এটি এমন মনে হয় যেন এটিও কাজ। কিন্তু পার্থক্যটা হচ্ছে যখন তুমি ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকবে, তুমি ক্লান্ত অনুভব করবে না। কিন্তু জাগতিক কাজে তুমি ক্লান্ত অনুভব করবে। এটিই হচ্ছে পার্থক্য, বাস্তবসম্মত। জাগতিকভাবে, তুমি একটি ছিনেমার গান ধর, আর সেটি গাইতে থাক, আধা ঘণ্টা পড়ে তুমি ক্লান্ত অনুভব করবে। কিন্তু তুমি ২৫ ঘণ্টা ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতে থাক, তুমি কখনও ক্লান্ত হবে না। তাই না? বাস্তবেই দেখ। তুমি একটি জাগতিক নাম "মিঃ জন, মিঃ জন, মিঃ জন বলতে থাক," কতক্ষণ বলতে পারবে? (হাসি) দশবার, বারোবার, এরপর শেষ। কিন্তু কৃষ্ণ? "কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ," জপ করতে থাক, আরও অধিক শক্তি লাভ করবে। এটিই হচ্ছে পার্থক্য। কিন্তু মূর্খ লোকেরা ভাবে, তারাও আমাদেরই মতো কাজ করছে, তারাও আমাদেরই মতো কর্ম করছে। না, তা নয়।

তাই তারা যদি... বোঝার চেষ্টা কর, জড়া প্রকৃতি মানে, যেকেউ যে এই জড় জগতে এসেছে। এখানে আসাটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা এখানে আসার বাসনা করেছি। এখানেও এটি উল্লেখ করা হয়েছে। ক্লিশ্যমানানামঅবিদ্যাকামকর্মভিঃ। তারা কেন এখানে এসেছে? কোন বিদ্যা নাই। অবিদ্যা মানে অজ্ঞানতা। অজ্ঞানতা কি? কাম। কাম মানে বাসনা। তারা শ্রীকৃষ্ণ সেবার জন্য উদ্দিষ্ট, কিন্তু তারা বাসনা করে যে "আমি কেন শ্রীকৃষ্ণের সেবা করব? আমিই শ্রীকৃষ্ণ হব।" এটিই হচ্ছে অবিদ্যা। সেবা করার পরিবর্তে... এটি স্বাভাবিক। ঠিক যেমন অনেক সময় হয় কি, একজন দাস তার প্রভুর সেবা করছে। সে ভাবছে, "যদি আমি অনেক টাকা পাই, তাহলে আমিও একজন প্রভু হতে পারব।" এটি অস্বাভাবিক নয়। সুতরাং, জীব যখন ভাবে... সে শ্রীকৃষ্ণ থেকে এসেছে, কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে। যখন সে শ্রীকৃষ্ণকে ভুলে যায়, এটিই হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি এটিই হচ্ছে জড় জাগতিক জীবন। এটিই জাগতিক জীবন, যেই মাত্র সে শ্রীকৃষ্ণকে ভুলে গেল। তাই আমরা দেখি আমাদের কিছু ছাত্র, অনেকেই নয়, তারা ভাবে যে "আমি কেন এই মিশনে কাজ করব? ওহ্‌, আমাকে চলে যেতে দাও।" সে চলে যায়, কিন্তু সে কি করে? সে একজন মোটরগাড়ি চালক হয়। এই যা। ব্রহ্মচারী, সন্ন্যাসী হিসেবে সম্মান পাওয়ার পরিবর্তে, সে একজন সাধারণ কর্মীর মতো কাজ করে।