BN/Prabhupada 0959 - এমন কি ভগবানও এসব পার্থক্য করেন। বাজে বস্তু রয়েছে

Revision as of 01:39, 9 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 0959 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750624 - Conversation - Los Angeles

প্রভুপাদঃ সেটা শুকদেব গোস্বামীর দ্বারা অনুমদিত, যে " আমি কলিযুগের অনেক দোষ বর্ণনা করেছি, কিন্তু একটি সবথেকে বড় লাভ আছে।" সেটা কি? " শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কেও সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্তি পেতে পারে।" সেটা হচ্ছে এই যুগের সবথেকে বড় সুবিধা।

ডাঃ অলফঃ এটাকে কি আমাদের সময়ের প্রকৃত যোগ বলা যায়?

প্রভুপাদঃ হ্যাঁ। এটি ভক্তি যোগ। ভক্তি যোগ জপের মাধ্যমে শুরু হয়। শ্রবণম কীর্তনম বিষ্ণু (ভা ৭.৫.২৩) এবং যত বেশি আপনি জপ করবেন এবং শুনবেন, আপনি তত পরিশুদ্ধ হবেন। আমার মনে হয় আপনারা এই দেশের নেতারা, আপনাদের এই আন্দোলনটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত এবং এটিকে স্বীকার করে নেয়া উচিত। এটি কঠিন নয়। জপ করা। আপনি স্কুলে জপ করতে পারেন; আপনি কলেজে জপ করতে পারেন; আপনি কারখানায় জপ করতে পারেন; আপনি রাস্তায় জপ করতে পারেন। কোন বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। তবে আমরা যদি এই জপটি চালু করি তবে আপনারা অনেক উপকৃত হবেন। সেখানে কোন ক্ষতি নেই কিন্তু অনেক লাভ আছে।

ডাঃ অলফঃ শ্রীল প্রভুপাদ, আপনি এই ব্যাপারে অবগত আছেন যে তারা জপ-কীর্তনের মোহজনক তর্ককে এগিয়ে নিয়ে গেছে। মনোবিজ্ঞানীরা তা করে।

প্রভুপাদঃ সেটা ভাল। সেটা ভাল।যদি আপনারা মোহিত করতে পারেন সেই বিষয়কে... এখন

ডাঃ জুদাহ স্বীকার করেছেন যে আপনি ওষুধে নেশাগ্রস্থ হিপিদের মোহিত করতে পারেন এবং তাদেরকে ভগবানকে বুঝতে নিযুক্ত করাটা একটি অনেক বড় প্রাপ্তি। (হাসি) হ্যাঁ।

ডাঃ অলফঃ সেটা নিশ্চয়ই মোহিত করা না।

প্রভুপাদঃ এটা যাই হোক না কেন

ডাঃ জুদাহ স্বীকার করেছেন। তো যদি কাওকে মোহিত করা ভালোর জন্য হয়, তবে কেন সেটা গ্রহণ করছেন না? যদি এটা খারাপের জন্য হয়, তবে আলাদা ব্যাপার। যদি এটা ভালো করছে, কেন তা গ্রহণ করছেন না? হমম? আপনি কি মনে করেন, প্রফেসর?

ডাঃ অরঃ আমি জানি না কীভাবে প্রতিক্রিয়া করবো? আমার মনে হয় আমি আপনার সাথে সম্মত।(হাসি)

প্রভুপাদঃ যদি এটা ভাল হয়...ভাল সবকিছু গ্রহণ করা উচিত।

ডাঃ অরঃ একটি সমস্যা...দেখুন, আমি ভাবছি যে কীভাবে আপনি এত নিশ্চিত যে আপনি জানেন কোনটা ভালো, বিশেষত যখন যুদ্ধের কথা আসে। আমি আর একটু বেশি চিন্তিত হব, আমি মনে করি যে...

প্রভুপাদঃ যুদ্ধ টা কি?

ডাঃ অরঃ যখন আপনি বলছিলেন যে মাঝে মাঝে যুদ্ধের দরকার আছে। আমার চিন্তা করা উচিত যে এটা জানা প্রয়োজন কীভাবে সিদ্ধান্ত নিতে হয় যখন...

প্রভুপাদঃ না,না, প্রয়োজন মানে আপনি আশা করতে পারেন না যে এই জড়জগতে সবাই সাধু। কিছু খারাপ বস্তু আছে। তাই যদি কোন খারাপ বস্তু আপনাকে আক্রমণ করতে আসে;এটা কি আপনার কর্তব্য না যুদ্ধ করা এবং নিজেকে রক্ষা করা?

ডাঃ অরঃ এটা এমন হতে পারে, যে আমার মধ্যেই খারাপ আছে, এবং আমি মনে করি যে অন্য মানুষেরা খারাপ।

প্রভুপাদঃ না। এমনকি ভগবানের মধ্যেও এই ভেদভাব রয়েছে। তিনি বলেছিলেন, পরিত্রানায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম (গীতা ৪.৮)।কিছু খারাপ বস্তু আছে। যদি ভগবানের মনে ভালো বস্তু, খারাপ বস্তু থাকে... তো আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আমাদেরও অবশ্যই একই ভাবপ্রবণতা থাকবে। আমরা এটা এড়িয়ে যেতে পারি না।

জয়তীর্থঃ এখনকার দিনে নিরানব্বই ভাগই খারাপ। এখনকার দিনে নিরানব্বই ভাগই খারাপ। যুদ্ধগুলো প্রধানত দুটো খারাপের মধ্যেই হয়।

প্রভুপাদঃ হ্যাঁ।

জয়তীর্থঃ তাহলে এখন ব্যাপারটা আলাদা।

প্রভুপাদঃ তুমি দুটো খারাপের মধ্যে ঝগড়া বন্ধ করতে পারবে না। তাদের ভাল বানাও। তারপর এড়িয়ে যেতে পার। তুমি কুকুরদের মাঝে ঝগড়া বন্ধ করতে পার না। (হাসি) সেটা সম্ভব না। যদি তুমি কুকুরদের মধ্যে ঝগড়া বন্ধ করার চেষ্টা করো, এটা সম্ভব নয়। এটা কি সম্ভব? তাহলে এটা অযথা প্রচেষ্টা। তুমি মানুষকে কুকুরের জায়গায় রাখো, এবং তুমি ঝগড়া বন্ধ করতে চাও। সেটা সম্ভব নয়। অযৌক্তিক।