BN/Prabhupada 0961 - আমাদের অবস্থান হচ্ছে আমরা নিয়ন্ত্রিত এবং ভগবান হচ্ছেন নিয়ন্ত্রক

Revision as of 01:56, 9 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 0961 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


740707 - Lecture Festival Ratha-yatra - San Francisco

আমাদের অবস্থান পূর্বনির্ধারিত ছিল এবং ভগবান হচ্ছেন পূর্বনির্ধারক এই আন্দোলনটি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু শুরু করেছিলেন ৫০০ বছর আগে (অস্পষ্ট) ...তার আগে ভগবান শ্রীকৃষ্ণ ৫০০০ বছর আগে। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ভগবদ গীতা বলেছিলেন। তোমরা বেশিরভাগই, তোমরা নামটি শুনেছ এবং (অস্পষ্ট) আমরাও " শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ" প্রকাশিত করেছি। এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনটির মূল হল "শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ"। ভগবদ-গীতা...ভগবদ গীতার উদ্দেশ্য হল তোমাদেরকে মনে করান যে তোমরা সবাই তোমরা মানে সমস্ত জীবিত প্রাণীরা, শুধু মানুষই নয়, মানুষ ছাড়া অন্যান্যরাও। পশু, গাছ, পাখি, জলজ প্রানী। যেখানেই তুমি জীবন পাবে, সেটাই ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ভগবানও চেতন ব্যাক্তি, কিন্তু যেমনটি বেদে বর্ণনা করা আছে, প্রধান চেতন ব্যাক্তি। কঠোপনিষদ এ বলা আছে, নিত্য নিত্যানাম্‌ চেতনাস্‌ চেতনানাম্‌। ভগবান ও একজন চেতন ব্যাক্তি, আমাদের মত, কিন্তু ভগবান এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটাঃ একো হি বহুনাম্‌ বিদধতি কামান্‌ সেই এক জীবই অন্য সমস্ত জীবকে রক্ষনাবেক্ষণ চলেছে। আমাদের অবস্থান ভগবান পরিচালনা করছেন এবং ভগবান হচ্ছেন পরিচালক। আমাদের অবস্থান পূর্বনির্ধারিত হচ্ছে এবং ভগবান হচ্ছেন পূর্বনির্ধারক। এই জড় জগতে, জীবাত্মাগণ, যারা ভগবানের মত হতে ছায়...(বিরতি)

এই মনুষ্য জন্ম হচ্ছে সুযোগ জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি থেকে মুক্তি পাওয়ার। এবং এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনটি তৈরি করা হয়েছে মানুষকে এই সর্বোত্তম বিজ্ঞান সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে কুঁড়িটি গ্রন্থ প্রকাশিত করেছি, ৪০০ পৃষ্ঠা প্রত্যেকটি, কৃষ্ণভাবনামৃতের এই বিজ্ঞানটি বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য। তাই বিজ্ঞানীরা, দার্শনিকেরা, তারাও আমাদের এই বই পড়ে বুঝতে পারবে এবং আরও অনেক বই আসবে।