BN/Prabhupada 0972 - বুঝতে চেষ্টা কর, "কি ধরণের দেহ আমি পাব পরবর্তী জন্মে"

Revision as of 12:46, 18 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 0972 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730400 - Lecture BG 02.13 - New York

যতক্ষণ পর্যন্ত কেউ দৈহিক চেতনায় রয়েছে, তার মোহ বাড়তে থাকবে। এটা কখনই কমবে না। তাই ভগবান শ্রী কৃষ্ণের প্রথম নির্দেশনা অর্জুনকে... কারণ যদি অর্জুন সেই মোহের স্তরে না থাকতেন, যে " আমি এই দেহ এবং অন্য দিকে আমার ভাই, আমার দাদু, আমার ভাগ্নে, তারা সবাই আমার আত্মীয়। আমি কীভাবে হত্যা করতে পারি?" এটিই হচ্ছে মোহ। তাই এই মোহ, অন্ধকার দূর করার জন্য শ্রীকৃষ্ণ প্রথম শিক্ষা দিয়েছিলেন যে " তুমি এই দেহ নও।" দেহিনোহস্মিন্‌ যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি (গীতা ২.১৩)। তোমাকে এই দেহ পরিবর্তন করতে হবে যেহেতু তোমার পরিবর্তন হয়েছে। তোমার পরিবর্তন হয়েছে। তুমি একটি শিশু ছিলে। তোমার দেহ শিশুতে রূপান্তর হয়, শিশু থেকে বালক অবস্থায় পরিবর্তন হয়। তোমার দেহ যুবকে রূপান্তর হয়। যুবক থেকে বৃদ্ধ অবস্থায় পরিবর্তন হয়। এখন, পরিবর্তন এর পর... যেহেতু তুমি বহুবার পরিবর্তিত হয়েছ, একইরকমভাবে, অন্য পরিবর্তনও হবে। তোমাকে অন্য শরীর ধারণ করতে হবে। খুব সাধারণ যুক্তি। তুমি ইতিমধ্যে পরিবর্তন হয়েছে।

তথা দেহান্তরপ্রাপ্তিধীরস্তত্র ন মুহ্যতি (গীতা ২.১৩) যেহেতু তারা দৈহিক চেতনায় আছে, " আমি এই দেহ।এবং এই দেহের কোন পরিবর্তন হয় না।" দেহের পরিবর্তন হচ্ছে। প্রকৃতপক্ষে এই জীবনেই সে দেখতে পাচ্ছে। তারপরও সে এটা বিশ্বাস করবে না যে "এই দেহ পরিবর্তন করে, আমি অন্য দেহ পাব।" এটি খুবই যুক্তিযুক্ত। দেহিনোহস্মিন্‌ যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি (গীতা ২.১৩)। ঠিক একইরকমভাবে, যেহেতু আমাদের এই দেহের বহুবার পরিবর্তন হয়েছে, আমাদের আরও পরিবর্তন হতে হবে। তাই যে বুদ্ধিমান, তার বোঝার চেষ্টা করা উচিত যে " পরবর্তীতে আমি কি দেহ প্রাপ্ত হব?" সেটাই বুদ্ধিমত্তা। সেটাও ভগবদগীতাতে বর্ণনা করা আছে,তুমি কি ধরণের দেহ পেতে পার।

যান্তি দেবব্রতা দেবান্‌
পিতৃন্‌ যান্তি পিতৃব্রতাঃ
ভূতানি যান্তি ভূতেজ্যা
যান্তি মদ্‌যাজিনোহপি মাম্‌ ।।
(গীতা ৯.২৫)

যদি তুমি উচ্চ গ্রহলোকে যেতে চাও যেখানে দেবতারা থাকেন একশ হাজার অথবা কোটি বছরের জন্য... ঠিক যেমন ব্রহ্মা। ব্রহ্মার একদিন তুমি হিসেব করতে পারবে না। উচ্চতর গ্রহলোকে, তুমি হাজার হাজার গুণ বেশি ভালো সুবিধা পাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য এবং দীর্ঘায়ুর জন্য। সবকিছু। নয়তো, কর্মীরা, তারা কেন স্বর্গে যেতে চায়? যান্তি দেবব্রতা দেবান্ (গীতা ৯.২৫)। তুমি যদি উচ্চতর গ্রহ লোকে যেতে চাও, তুমি যেতে পার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন।তার প্রক্রিয়া রয়েছে। ঠিক যেমন চন্দ্রলোকে যাওয়ার জন্য, কর্ম কাণ্ডে খুব পারদর্শী হতে হবে, সকাম কর্ম। কর্ম কাণ্ডের মাধ্যমে তুমি পাবে, পুণ্য কর্মের ফলস্বরূপ, তোমাকে চন্দ্রলোকে পাঠানো হবে। শ্রীমদ্ভাগবতে এর উল্লেখ করা আছে। কিন্তু তুমি তোমার নিজের এই প্রক্রিয়ার দ্বারা চন্দ্রলোকে যেতে পারবে নাঃ "জোড় করে আমরা এরোপ্লেন, জেট প্লেন এবং স্পুটনিক দিয়ে যেতে পারি।ওহ..." ধর যদি আমি আমেরিকাতে একটি খুব সুন্দর মোটর গাড়ী পেলাম। আমি যদি তা দিয়ে জোড় করে অন্য দেশে প্রবেশ করতে চাই, এটা কি সম্ভব? না।তোমাকে অবশ্যই পাসপোর্ট, ভিসা পেতে হবে। তোমাকে সরকারের থেকে অনুমতি নিতে হবে। তখন তুমি যেতে পারবে। এমন নয় যে তোমার কাছে একটা খুব ভালো গাড়ী আছে বলে, তোমাকে অনুমতি দেয়া হবে। তাই আমরা জোর করে পারি না... এটি মূর্খ প্রচেষ্টা, শিশুসুলভ প্রচেষ্টা। তারা যেতে পারে না। তাই তারা এখন থেমে গেছে। তারা কথা বলে না। তারা তাদের ব্যর্থতা উপলব্ধি করছে। এইভাবে তুমিও পারবে না। কিন্তু সেখানে সম্ভাবনা আছে। তুমি যদি প্রকৃত পন্থা অবলম্বন কর। তোমাকে উন্নীত করা হতে পারে। ঠিক তেমনই তুমি পিতৃলোকেও যেতে পার। শ্রাদ্ধ এবং পিণ্ড দানের মাধ্যমে, তুমি পিতৃলোকেও যেতে পার। এভাবে তুমি এই গ্রহেও থাকতে পার। ভূতেজ্যা। একইভাবে তুমি তোমার প্রকৃত আলয়ে ফিরে যেতে পার, ভগব্দধামে প্রত্যাবর্তন।