BN/Prabhupada 1000 - মায়া সর্বদা ছিদ্রপথের সুযোগ খোঁজে, কিভাবে আপনাকে আবার গ্রাস করতে পারে

Revision as of 16:38, 10 March 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1000 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730406 - Lecture SB 02.01.01-2 - New York

প্রভুপাদঃ সুতরাং এটি একটি মহান বিজ্ঞান, মানুষ এটা জানে না। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন খুব বৈজ্ঞানিক, অনুমোদিত। তাই আমাদের উদ্দেশ্য যতটা সম্ভব মানুষকে উদবুদ্ধ করা। এবং একই সময়ে আমাদেরকেও উদবুদ্ধ থাকা আবশ্যক। আমরা আর মায়ার অন্ধকার দ্বারা আচ্ছাদিত থাকব না। সেটা আমাদের উচিত ... আপনি মায়া দ্বারা আচ্ছাদিত না থেকে নিজেকে খুব উপযুক্ত রাখতে পারেন। মামেব যে প্রপ্যদন্তে মায়ামেতাং তরন্তিতে (ভ.গী. ৭.১৪) যদি আপনারা খুব কঠোরভাবে কৃষ্ণ ভাবনামৃতের নীতি অনুসরণ করেন, তাহলে মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। এটাই একমাত্র প্রতিকার। অন্যথায় মায়া সর্বদা ছিদ্রপথের সুযোগ খুঁজছেন, তিনি কিভাবে আবার আপনাকে গ্রাস করতে পারেন। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভাবনায় স্থির থাকেন তবে মায়া কিছুই করতে পারবে না। মামেব যে প্রপ্যদন্তে। দৈবী হেষা গুণময়ী মম মায়া দ্যুরত্যয়া (ভ.গী. ৭.১৪) মায়ার মোহ থেকে বেরিয়ে যাওয়া খুব কঠিন। এটা খুবই কঠিন। কিন্তু কৃষ্ণ বলেছেন, মামেব যে প্রপ্যদন্তে মায়া মেতাং তরন্তি তে (ভ.গী. ৭.১৪) যদি কেউ কঠোরভাবে কৃষ্ণের চরণ পদ্ম অনুসরণ করে, তবে... অতএব আমাদের, এই কার্যক্রমটি চব্বিশ ঘন্টা কৃষ্ণের সন্মন্ধে চিন্তা করা। শততম। শততম চিন্ত্যয় কৃষ্ণ। কীর্তনীয় সদা হরি (চৈ.চ.আদি ১৭.৩১)। এই গুলি অনুমোদিত। তাই যদি আমরা শুধু কৃষ্ণকে মনে করি ... যদি আপনি কিছুই করতে না পারেন, কেবল তাঁর কথা মনে রাখবেন। এটা সর্বোচ্চ চিন্তনের পরিপূর্ণতা। তাই সর্বদা হরে কৃষ্ণ মন্ত্র জপ কর, যেকোন উপায়ে কৃষ্ণের সঙ্গে সংম্পর্ক স্থাপন কর, তাহলে আপনি নিরাপদ, মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। এবং যদি আমরা এইরকমভাবে আমাদের দিন অতিবাহিত করতে পারি এবং মৃত্যুর সময় আমরা কৃষ্ণকে মনে রাখি, তাহলে সমগ্র জীবন সফল।

আপনাদের অনেক ধন্যবাদ।

ভক্তঃ ধন্যবাদ, প্রভুপাদের জয় হোক!