BN/Prabhupada 1010 - তুমি কাঠ, পাথর দেখতে পার, কিন্তু তুমি আত্মাকে দেখতে পার না

Revision as of 10:05, 26 September 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1010 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750713 - Conversation B - Philadelphia

এনি জ্যকসনঃ আমার আর মাত্র একটি প্রশ্ন আছে, আর এটিও একজন বহিরাগতের দৃষ্টিকোণ থেকে। এটি আমার কাছে এমন মনে হচ্ছে যে, কৃষ্ণভাবনামৃতের একটি কঠিন দিক হচ্ছে কারো পক্ষে এটি মেনে নেয়া, বিশেষ করে যারা এই দৃষ্টিভঙ্গির বাইরে বড় হয়েছে, এই যে বিগ্রহগণ, আর এই ধারণা যে তাঁরা শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন।

প্রভুপাদঃ বিগ্রহগণ? .এনি জ্যাকসনঃ আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন?

প্রভুপাদঃ হ্যাঁ। বর্তমান সময়ে, যেহেতু আপনি শ্রীকৃষ্ণকে দেখার জন্য প্রশিক্ষিত নন, তাই শ্রীকৃষ্ণ কৃপা করে আপনার সামনে আবির্ভূত হয়েছেন যাতে আপনি তাঁকে দেখতে পান। আপনি কাঠ, পাথর দেখতে পারেন, কিন্তু চিন্ময় বস্তুকে আপনি দেখতে পারবেন না। এমন কি আপনি আপনার নিজেকেও দেখতে পারেন না। আপনি ভাবছেন, "আমি এই দেহ।" কিন্তু আপনি চিন্ময় আত্মা। আপনি প্রতিদেন আপনার বাবা মাকে দেখছেন, আর যখন বাবা মা মারা গেল, আপনি কাঁদছেন। আপনি কাঁদছেন কেন? "না আমার বাবা চলে গেছেন।" আপনার বাবা কোথায় গিয়েছেন? তিনি তো এখানে শুয়ে আছেন। আপনি কেন বলছেন যে তিনি চলে গিয়েছেন? সেই জিনিসটি কি যেটি চলে গেছে? আপনি কেন বলছেন, "আমার বাবা চলে গেছেন, যদিও তিনি বিছানায় শুয়ে আছেন? আপনি প্রতিদিনই আপনার বাবাকে দেখছেন। এখন আপনি বলছেন, "আমার বাবা চলে গেছেন।" কিন্তু তিনি তো বিছানায় শুয়ে আছেন। তাহলে কে চলে গেছে? আপনার উত্তর কি? এনি জ্যাকসনঃ(ভুল শোনা) ভগবান কোথায়? জয়তীর্থঃ কে চলে গেছেন? আপনি যদি আপনার মৃত বাবাকে দেখেন আর বলেন যে তিনি চলে গেছেন, কি চলে গেছে?

এনি জ্যকসনঃ তার বাবা।

প্রভুপাদঃ এই বাবাটা কে?

অন্নে জ্যকসনঃ শুধু এই জড় দেহটি চলে গেছে।

প্রভুপাদঃ জড় দেহটি এখানে আছে, বিছানায় শুয়ে আছে।

রবীন্দ্র স্বরূপঃ তার দেহ এখানে আছে। আর আপনি বলছেন, "আমার বাবা চলে গেছেন।" তাহলে কি চলে গিয়েছে?

এনি জ্যকসনঃ ঠিক আছে, তার আত্মা তখনও আছে...

প্রভুপাদঃ কিন্তু আপনি কি সেই আত্মাকে দেখতে পাচ্ছেন?


এনি জ্যকসনঃ না।

প্রভুপাদঃ কাজেই আপনি আত্মাকে দেখতে পারেন না, আর ভগবান হচ্ছেন পরমআত্মা। কাজেই আপনার ওপর কৃপা প্রদর্শন করে, তিনি ঠিক যেন কাঠ আর পাথরের মতো হয়ে আপনার সামনে আবির্ভূত হয়েছেন, যেন আপনি তাঁকে দেখতে পান।

এনি জ্যকসনঃ ওহ, আচ্ছা।

প্রভুপাদঃ তিনি সর্বত্রই রয়েছেন। চিন্ময় এবং জড়, সব কিছুই তিনি। কিন্তু তাঁর চিন্ময় রূপে আপনি তাঁকে দেখতে পাবেন না। তাই তিনি তাঁর জড় রূপে আপনার সামনে আসেন, যাতে করে আপনি তাঁকে দেখতে পান। এই হচ্ছেন শ্রীবিগ্রহ। তিনি হচ্ছেন ভগবান, এই মুহূর্তে আপনি তাঁকে তাঁর আসল চিন্ময় রূপে দেখতে পাবেন না। তাই তাঁর অসীম করুণায়, তিনি আপনার সামনে আবির্ভূত হয়েছেন ঠিক যেন কাঠ আর পাথরের তৈরি, যাতে করে আপনি তাঁকে দেখতে পান।

এনি জ্যকসনঃ অসংখ্য ধন্যবাদ।

প্রভুপাদঃ হরে কৃষ্ণ। হুম। তো আপনি কি প্রতিদিন আমাদের সভায় আসেন?

স্যন্ডি নিক্সনঃ প্রতিদিন না, কিন্তু আমি আসব।

প্রভুপাদঃ খুব ভালো। স্যন্ডি নিক্সনঃ আজ্ঞে।