BN/Prabhupada 1029 - আমাদের ধর্ম কঠোর কৃচ্ছতার কথা বলে না। আমাদের ধর্ম ভগবানকে ভালবাসার শিক্ষা দেয়

Revision as of 07:05, 28 September 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


740625 - Arrival - Melbourne

রিপোর্টার: (বিরতি) ... ভগবানের বিশেষ সেবক।

প্রভুপাদঃ আমি সবসময়ই ভগবানের সেবক, এটা আপনাকে বুঝতে হবে, ব্যাস। আমি সবসময় ভগবানের সেবক, কিন্তু এটা বুঝতে পারা আপনার ব্যাপার। রিপোটারঃ আপনার কি কোন ধারণা আছে এই আন্দোলন প্রত্যেক বছর কত টাকা বানায়?

প্রভুপাদঃ আমরা দুনিয়ার সব টাকা খরচ করতে পারি। (হাসি)

ভক্তরাঃ হরিবোল!

প্রভুপাদঃ দুর্ভাগ্যবশত, আপনারা আমাদের অর্থ দেন না।

ভক্তরাঃ হরিবোল! (হাসি)

রিপোর্টার: কী ... কীভাবে আপনারা খরচা করেন, মহাশয়?

প্রভুপাদঃ আমরা খরচা করছি, বর্তমানে, প্রতি মাসে আট লাখ ডলার।

রিপোটার: কোন কোন খাতে, মহাশয়?

প্রভুপাদঃ সারা দুনিয়া জুড়ে এই প্রচারের জন্য। এবং আমরা প্রতি মাসে আমাদের বই বিক্রি করছি যা চল্লিশ হাজার ডলারেরও কম নয়। রিপোর্টারঃ আপনি কাজ করতে চান?

প্রভুপাদঃ হ্যাঁ। ওটা কী?

মধুদ্বিষঃ তিনি জানতে চান আমরা কাজ করতে চাই কিনা।

প্রভুপাদঃ আমরা আপনার চেয়ে বেশি কাজ করছি, ২৪ ঘণ্টা এই বৃদ্ধ বয়সে বিশ্বব্যাপী ভ্রমণ করছি।

ভক্তঃ হরিবোল!

রিপোটারঃ কিন্তু ভিক্ষা থেকে আপনার অনেক টাকা পান না?

প্রভুপাদঃ না, না। প্রথমে আপনি দেখুন। কাজ-আপনি আমাদের চেয়ে বেশি কাজ করতে পারবেন না, কারণ আমি একজন বৃদ্ধ। ঊনআশি বছর বয়সী, এবং আমি সারা পৃথিবীতে ভ্রমণ করছি, এক বছরে দুবার, তিনবার। আপনি এত কাজ করতে পারবেন না,

ভক্তরাঃ হরিবোল! প্রভুপাদ।

মধুদ্বিষঃ শুধু আর একটি প্রশ্ন করবেন, দয়া করে। হ্যাঁ।

রিপোটারঃ মহাশয়, আপনাদের ধর্ম কঠোর কৃচ্ছতার। আপনি কি মেলবোর্নে তপস্বীর মতো বাস করবেন? আমাদের বলা হয়েছে যে আপনাকে একটি রোলস রয়সে নিয়ে যাওয়া হবে।

প্রভুপাদঃ আমাদের ধর্ম তপস্বীর নয়। আমাদের ধর্ম ভগবানকে ভালবাসতে শেখায়। আপনি এই পোষাকে ভগবানের সাথে প্রেম করতে পারেন কোন ক্ষতি নেই। রিপোর্টারঃ কিন্তু এটি একটি ত্যাগ করার ধর্ম, তাই না? "

প্রভুপাদঃ এটা ত্যাগ না। আমরা সবকিছু ব্যবহার করছি, ত্যাগ কোথায়? আমরা কেবল যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করি, ব্যাস।

রিপোটারঃ কিন্তু রোলস রয়স এবং একটি খুব ব্যয়বহুল ঘরবাড়ির মত জিনিস আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?

প্রভুপাদঃ না, আমরা চাই না রোলস রয়স, আমরা হাঁটতে পারি। কিন্তু আপনি যদি রোলস রয়সের প্রস্তাব দেন তবে আমার কোনও আপত্তি নেই।

রিপোটার: এটা কি ভাল না যে আপনি একটি ছোট গাড়িতে ভ্রমণ করেন, কম দেখিয়ে?

প্রভুপাদঃ কেন? যদি আপনি আমাকে একটি রোলস রয়স ভ্রমণ করতে দেন, তাহলে কেন আমি তা প্রত্যাখ্যান করব? এটা আপনার উপর আমার কৃপা যে আমি এটা গ্রহণ করব।

রিপোটারঃ মহাশয়, আপনি আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলবেন কিভাবে আপনি আমেরিকার হরে কৃষ্ণের প্রতিষ্ঠা করেছেন।

প্রভুপাদঃ কমপক্ষে এখন পুরো পৃথিবী হরে কৃষ্ণ কীর্তন করছে। আপনি যেখানেই যান সেখানে তারা হরে কৃষ্ণ কীর্তন করছে।