BN/Prabhupada 1036 - সাতটি গ্রহলোক আমাদের উপরে রয়েছে এবং সাতটি গ্রহলোক আমাদের নিচে রয়েছে

Revision as of 18:02, 10 March 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1036 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720403 - Lecture SB 01.02.05 - Melbourne

শ্যামসুন্দরঃ সাতটি গ্রহ প্রনালী, ওই সাতটি রং এবং যোগীর সাতটি সিদ্ধির সাথে মিল রয়েছে?

প্রভুপাদঃ না, সাতটি গ্রহ উপরে রয়েছে এবং সাতটি গ্রহ নিচে রয়েছে। এইজন্য এই ব্রহ্মান্ডকে চতুর্দশ-ভুবন বলা হয়ঃ "চৌদ্দ গ্রহ প্রনালী।" এটাকে বলা হয় ভুলোক। এর উপরে আছে ভূবলোক। তার উপরে জনলোক, তারপর মহোলোক, তার উপরে আছে সত্যলোক। সত্যলোকের উপরে আছে ব্রহ্মলোক, উচ্চতম গ্রহ প্রনালী। সেইরকম, নিচেও আছে তল, অতল, তলাতল, বিতল,পাতাল, রসাতল। এই তথ্য আমরা বৈদিক সাহিত্য থেকে পেয়েছি, চৌদ্দ লোক। প্রতিটি ব্রহ্মান্ডে এই চৌদ্দ গ্রহ প্রনালী রয়েছে, এবং অসংখ্য ব্রহ্মান্ড আছে। তাই আমরা ব্রহ্ম সংহিতা থেকে এই তথ্য পাই। যস্য প্রভা প্রভাবতো জগদন্ড কোটী (ব্র.সং ৫.৪০) জগদন্ড কোটী। জগৎ অন্ড মানে এই ব্রহ্মান্ড হচ্ছে বড় আমি বলতে চাচ্ছি বড়। যেমন আন্ডা, ডিম। সবকিছু , সমস্ত গ্রহমন্ডলী এই ডিমের মত। এই ব্রহ্মান্ড, এই বিশ্ব, এটা ডিমের মতো। তাই অনেক লক্ষ লক্ষ জগৎ অন্ড আছে। এবং প্রত্যেক জগৎ অন্ডতে, কোটিসু বসুধা-বিভুতি ভিন্নম, অগণিত গ্রহও আছে। আমরা এই তথ্য বৈদিক সাহিত্য থেকে পাই। আপনি যদি চান, আপনি স্বীকার করতে পারেন। আপনি যদি না চান তবে আপনি অস্বীকার করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে।