BN/Prabhupada 1052 - মায়ার প্রভাবে বদ্ধ হয়ে আমরা ভাবছি - 'এটা আমার সম্পত্তি'

Revision as of 06:55, 22 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1052 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750522 - Conversation B - Melbourne

মধুদ্বিষঃ ... আমাদের একজন খুব প্রিয় বন্ধু, রেমন্ড লোপেজ একজন দর্শনার্থী এবং একজন ব্যরিস্টার, তিনি আমাদের বিশাল সাহায্য করেছেন এখানকার মেলবোর্নের কিছু আইনি ঝামেলা নিয়ে এবং মি. ওয়েলী স্ট্রোবস্‌ - ও আমাদের অনেক ভাল উপদেশ দিয়ে সাহায্য করেছেন এবং ইনি হচ্ছেন বব বোর্ন, এনি একজন চিত্রগ্রাহক আমি মায়াপুর উৎসবে যে ছবিটা নিয়ে এসেছিলাম সেই বিগ্রহের ছবিটা উনিই তুলেছিলেন

প্রভুপাদঃ ওহ্‌ হ্যাঁ।

মধুদ্বিষ: খুব সুন্দর। উনি আমাদের জন্য অনেকগুলি ছবি তুলে দিয়েছেন আর আমরা বিশেষ করে ওয়েলী এবং রেমন্ড এর কাছে কৃতজ্ঞ পুলিশের সাথে কীভাবে কি করতে হবে তাতে উনি আমাদের প্রচুর সাহায্য করেছেন এবং তিন বছর একবার একটা ঘটনা ঘটেছিল যখন কিছু ছেলেরা রথযাত্রার ব্যাপারে খুবই উৎসাহী ছিল এবং ওরা বাইরে গিয়ে বেআইনি ভাবে কিছু ফুল তুলে এনেছিল ওদের গ্রেফতার করা হয়েছিল।

প্রভুপাদঃ বেআইনিভাবে? কোথায়? পার্কে?

মধুদ্বিষঃ না, একটা ফুলের চাষ করা নার্সারিতে।

প্রভুপাদঃ ওহ্‌।

মধুদ্বিষঃ ওদের ধরে নেয়া হয়েছিল কিন্তু রেমন্ড কৃষ্ণের কৃপায় ওদের ছাড়াতে পেরেছিল। কিন্তু এটা আমাদের একটা ভাল শিক্ষা দিয়েছিল।

রেমন্ড লোপেজঃ আসলে আমার মনে হয় ওরা ভুল লোকদের ধরেছিল

প্রভুপাদঃ দক্ষিণ ভারতে একজন মহান ভক্ত ছিলেন। তিনি ছিলেন কোষাগার রক্ষক। তিনি কোষাগার থেকে টাকা নিয়ে মন্দির বানিয়েছিলেন (হাসি) হ্যাঁ, পরবর্তীতে তাঁকে ধরা হয়েছিল এবং নবাব তাঁকে জেলে পুরে দিয়েছিল। সেই সময় এক মুসলমান রাজা, নবাব তিনি স্বপ্নে দেখলেন যে দুটো খুব সুন্দর ছেলে নবাবের কাছে এলো "ও যে টাকা নিয়েছে, সেটা আমার থেকে নিয়ে নিন, আর ওকে ছেড়ে দিন" নবাব বলল, "আমি যদি টাকা পাই, তাহলে ওনাকে ছেড়ে দিতে পারি" তারপর যখন তার ঘুম ভেঙ্গে গেল, সে দেখল যে সব টাকা মাটিতে রাখা আছে, আর ওখানে কেউ নেই তখন সে বুঝতে পারল যে তিনি ছিলেন এক মহান ভক্ত তৎক্ষণাৎ তাঁকে ডেকে আনা হল, "আপনি মুক্ত, আর এই টাকাগুলিও আপনার সাথে নিয়ে যান আপনি যা নিয়েছেন সেটা ঠিকই আছে, আর এই টাকাগুলিও নিয়ে যান। যেভাবে ইচ্ছা আপনি খরচ করুন"। তাই ভক্তরা কখনও কখনও এমনটা করে আসলে কিছুই কারও ব্যক্তিগত সম্পত্তি না। সেটাই আমাদের দর্শন ঈশাবাস্যম্‌ ইদম্‌ সর্বম্‌ (ঈশোপনিষদ ১)ঃ "সবকিছুই ভগবানের"। সেটিই বাস্তবতা। মায়ার প্রভাবে আমরা মনে করছি, "এটা আমার সম্পত্তি" ঠিক যেমন ধর এই কুশনটি। এই কাঠ কোথা থেকে এসেছে? কেউ কি এই কাঠ বানিয়েছে? কে তৈরি করেছে? এটি ভগবানের সম্পত্তি। বরং আমরা ভগবানের সম্পত্তি চুরি করে এখন বলছি, "এটা আমার সম্পত্তি" তারপর এই অস্ট্রেলিয়া। ইংরেজরা এখানে এসেছিল, কিন্তু এটা কি ইংরেজদের সম্পত্তি? এটা এখানে আগে থেকেই ছিল। আমেরিকাও ছিল। এবং যখন আমার সবকিছু শেষ হয়ে যাবে, এটা তখনও থাকবে মাঝখানে আমরা আসি আর দাবী করি, "এটা আমার সম্পত্তি" আর যুদ্ধ করতে থাকি তাই না? আপনি একজন ব্যারিস্টার। আপনি ভাল বিচার করতে পারবেন

ওয়েলী স্ট্রোবস্‌ঃ উনি এই যুক্তিটাই দিয়েছিলেন

রেমন্ড লোপেজঃ না, এটা (অস্পষ্ট) । (হাসি)

প্রভুপাদঃ মূলত সবকিছুই ভগবানের। তাহলে আমরা কেন দাবী করছি যে, "এটা আমার সম্পত্তি"? ধরুন, আপনারা এখানে এসেছেন। এখানে এক ঘণ্টা বসলেন, দুঘণ্টা বসলেন, এবং তারপর দাবী করলেন, "এটা আমার সম্পত্তি", এটা কি খুব ভাল একটা দাবী হল? আপনি বাইরে থেকে এসেছেন, দুঘণ্টা আপনাকে বসতে দেয়া হল আর আপনি দাবী করে বসলেন, "এটা আমার সম্পত্তি"... ঠিক তেমনই, আমরা এখানে এসেছি। আমরা আমেরিকাতেই জন্ম নিই, অস্ট্রেলিয়াতেই জন্ম নিই, আর ভারতেই জন্ম নিই আর পঞ্চাশ, ষাট বা একশ বছর বেঁচে থাকি তাহলে আমি কেন দাবী করব, "এটা আমার সম্পত্তি"?