BN/Prabhupada 1053 - তোমাকে সমাজ চালাতে হবে মানে এই নয় যে তুমি আসল জিনিসটিই ভুলে যাবে: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1052 - Under the Influence of Maya We are Thinking that 'This is my Property'|1052|Prabhupada 1054 - The Scientist, the Philosopher, the Scholars - all Godless|1054}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 1052 - মায়ার প্রভাবে বদ্ধ হয়ে আমরা ভাবছি - 'এটা আমার সম্পত্তি'|1052|BN/Prabhupada 1054 - বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত - সবাই নিরীশ্বরবাদী|1054}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:02, 25 June 2021



750522 - Conversation B - Melbourne

প্রভুপাদঃ তোমার দেহ, তোমার সবকিছু ভগবানের এই দেহ হচ্ছে জড় দেহ এই সব জড় উপাদান মাটি, জল, আগুন, এইসবকিছুই ভগবানের এই সমুদ্র ভগবানের, জল, বিশাল জলরাশি তুমি বানাও নি, না তোমার পূর্বপুরুষ বানিয়েছে। সুতরাং এই দেহ মাটি, জল, আগুন, বায়ু, এবং আকাশ এই পাঁচ উপাদানে বানানো। তাই ... এই দেহও ভগবানের। আত্মা হিসেবেও আমি ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাই সবকিছুই ভগবানের। এর নাম কৃষ্ণভাবনামৃত। আমরা মিথ্যাভাবে মনে করছি, "এটি আমাদের"। এর নাম মায়া। মায়া মানে যা আসলে তা নয়। এটাই মায়ার অর্থ।

মধুদ্বিষঃ শ্রীল প্রভুপাদ, এই যে মতবাদ যে সবকিছুই ভগবানের যদি মানুষ এটা বিশ্বাস না করে, তাহলে তা অর্থহীন।

প্রভুপাদঃ তাহলে সবাই হয়তো পাগল হয়ে গেছে। সেটি বাস্তবকে বদলাতে পারে না যদি কোন পাগল এই ঘরে এসে চিৎকার করে দাবী করে, "আমি এই ঘরের মালিক" সেটি বাস্তব সত্য নয়।

রেমন্ড লোপেজঃ আমি বুঝতে পারছি আপনার কথা। এই যেমন আপনি সমুদ্রের কথা বললেন। কিন্তু এগুলো মানুষের ব্যবহারের জন্য।

প্রভুপাদঃ আপনি ব্যবহার করতে পারেন। তেন ত্যক্তেন ভুঞ্জিথা (ঈশোপনিষদ ১) সেটিই বৈদিক নির্দেশ। যেটি তোমাকে দেয়া হয়েছে তুমি তা ব্যবহার কর। ঠিক যেমন একজন ভদ্রলোকের পাঁচটি সন্তান আছে। তিনি তাঁর একটি ছেলেকে দিয়ে বলতে পারেন, "এটা তোমার সম্পত্তি, তুমি এটা ব্যবহার করতে পার"। কিন্তু সন্তানের এটি বোঝা উচিৎ যে এটা পিতার সম্পত্তি। তিনি আমাদের এটি দিয়েছেন।" ঠিক তেমনই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, "সবকিছুই ভগবানের, এবং তিনি তোমাকে যতটুকু দিয়েছেন তুমি ততটুকু ব্যবহার করতে পার। অন্যের জিনিসে ভোগদখল করবে না।"

রেমন্ড লোপেজঃ কিন্তু যদি তিনি তা দিয়ে থাকেন, যেমনটা আপনি বলছিলেন তিনি দিয়েছেন এবং বলেছেন অন্যের জিনিসে হস্তক্ষেপ করবে না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো একটা লোক বা একটা দল তাদের অধীনে আছে যা আমার মনে হয় বলা যায় যে...

প্রভুপাদঃ আমাদের এটি মানতে হবে যে সবকিছুই ভগবানের ঠিক যেমন পিতা এবং সন্তানের মতো। সন্তানের এটা অবশ্যই জানা উচিৎ যে "এটি বাবার সম্পত্তি" সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। "আমাকে বাবা যা দিয়েছেন আমি ততটুকুই ব্যবহার করব আমি কেন অন্যের জিনিসে, আমার অন্য ভাইদের জিনিসে, যা আমার বাবা তাকে দিয়েছে, তাতে কেন অধিকার খাটাবো? এটা হচ্ছে ভাল জ্ঞান। "আমি কেন আমার ভাইদের সাথে যুদ্ধ করব? " আমার বাবা এই সম্পত্তি তাকে দিয়েছেন, সুতরাং তার জিনিস তাকে ব্যবহার করতে দিই। আর আমাকে যা দিয়েছেন, তা আমি ব্যবহার করি। আমি কেন তার জিনিস অন্যায় অধিকার করব?" এই ভদ্র আচরণ।

রেমন্ড লোপেজঃ যখন আপনি বলছেন, "অন্যের জিনিসে অন্যায় দখল কোর না" আমি তা বুঝতে পারছি এবং আমি ঠিক ভাবেই বুঝেছি আমি বিশ্বাসও করি আপনি যা বলছেন যদি আপনার কিছু থাকে, যদি কেউ আপনাকে কিছু দেয় এবং অন্য কেউ তা ব্যবহার করতে চায়, ঠিক আছে করুক। আমি তা বুঝতে পারছি। কিন্তু আপনি কি কখনও এইরকম কোন পর্যায়ে আসেন না যে কখনও কোন কারণে আপনি তাকে সেটি ব্যবহার করতে দিতে চান না?

প্রভুপাদঃ আমি আমার জিনিস ব্যবহার করতে চাই না?

মধুদ্বিষঃ উনি বলছেন যদি কেউ না চায় যে... যদি আপনি না চান যে কেউ আপনার জিনিস ব্যবহার করুক যদি কেউ জোর করে তা নিয়ে নিতে চায়...

প্রভুপাদঃ না, সেটি অন্য কথা।

রেমন্ড লোপেজঃ এমন কোন পরিস্থিতি আসতে পারে যে যখন আপনি চাইছেন না যে কেউ আপনার কোন একটা জিনিস ব্যবহার করুক আপনি হয়তো সেটি তখন আপনার জন্য ব্যবহার করছেন সেই পরিস্থিতি উঠতে পারে যখন আপনি চান না যে...

মধুদ্বিষঃ আমরা বিশ্বাস করি যে সবকিছুই ভগবানের যদি কেউ সেই তত্ত্বে বিশ্বাস না করে, এবং সেটা ব্যবহার করতে চায়...ন

প্রভুপাদঃ সেটি ভুল। আমি সেটাই বলছি যে এটা হচ্ছে তার ভুল ধারণা।

ওয়েলী স্ট্রোবস্‌ঃ তাহলে আপনি কীভাবে এই পরিস্থিতিটা সমন্বয় করবেন যে... যদি সবকিছুই ভগবানের হয়, আমাদের তো এই সমাজটা চালাতে হবে

প্রভুপাদঃ কিন্তু তোমাকে এটা ভুলে গেলে হবে না যে, সবকিছুই ভগবানের কারণ তোমাকে সমাজ চালাতে হবে, এর মানে এই নয় যে তুমি আসল ব্যাপারটি ভুলে যাবে।

রেমন্ড লোপেজঃ আমি আসলে এই ধারণার একেবারেই কোন আপত্তি করছি না। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে আমাদের সম্পূর্ণ ব্যবস্থাটি একটি ভিন্ন ধারণায় চলছে

প্রভুপাদঃ তা সংশোধন করা উচিৎ। এটি সংশোধন করতে হবে।

রেমন্ড লোপেজঃ দুঃখিত, এটি কি করতে হবে?

প্রভুপাদঃ সংশোধন।

মধুদ্বিষঃ সংশোধন।