BN/660220 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শুধুমাত্র একটিই ধর্মগ্রন্থ রয়েছে, সমগ্র বিশ্বের জন্য একটিই একক শাস্ত্র, সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য একটিই একক শাস্ত্র এবং সেইটি হল শ্রীমদ্ভগবদ্গীতা। দেবকীপুত্র এব। আর সারা বিশ্বের জন্য কেবল একজনই ভগবান, শ্রীকৃষ্ণ। একো মন্ত্রস্তস্য নামানি। এবং একটিই প্রার্থনা বা মন্ত্র, কেবল একটিই প্রার্থনা বা মন্ত্র রয়েছে যা হচ্ছে তাঁর পবিত্র নাম জপ করা, "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।" |
৬৬০২১৯-২০ - ভগবদগীতা ভূমিকা প্রবচন - নিউ ইয়র্ক |