BN/660415 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" এই মঞ্চ ,এই পৃথিবী যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটিও ধ্বংসপ্রাপ্ত হবে .এটিই এই বৈষয়িক জগতের নিয়ম । কিছুই চিরস্থায়ী হবে না .সবকিছুরই অবসান ঘটবে, ঠিক আমাদের দেহের ন্যায় . এখন আমি এই সুন্দর দেহপ্রাপ্ত হয়েছি .ধরুন সত্তর বছর আমার বয়স ,সত্তর বছর আগে এই দেহের কোনো অস্তিত্ব ছিল না , এবং, ধরুন, পাঁচ বা দশ বছর পরেও এই শরীরের কোনও অস্তিত্ব থাকবে না, সুতরাং এই সত্তর বা আশি বছর ধরে দেহের প্রকাশ ঘটে চলেছে.সুতরাং এত কিছুর আগমন ঘটে চলেছে, এই বৈষয়িক জগতের স্বরূপটি কী ?সমুদ্রের বুদ্বুদের ন্যায় "
660415 - প্রবচন BG 02.55-58 - নিউ ইয়র্ক