"জ্ঞান ব্যতীত কেউ আসক্তি শূন্য হতে পারে না। আর সেই জ্ঞানটি কী? জ্ঞানটি হ'ল 'আমি এই জড় বস্তু নই; আমি জীবাত্মা।' সুতরাং ... তবে এই জ্ঞানটি ... যদিও এটি বলা খুব সহজ জিনিস, যে "আমি এই দেহ নই, আমি জীবাত্মা", তবে আসলে পূর্ণ জ্ঞান থাকা, এটি একটি দুর্দান্ত কাজ। এটি খুব সহজ নয়। এই সর্বোচ্চ জ্ঞান অর্জনের জন্য, আমি বলতে চাই, অধ্যাত্মিকবাদীরা, তারা আসক্তি শূন্য হওয়ার জন্য জীবনের পর জীবন চেষ্টা করছিল । তবে সবচেয়ে সহজ উপায়টি হ'ল যদি কেউ ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকে। সে সূত্রটি শ্রীমদ-ভাগবতমে দেওয়া হয়েছে। বাসুদেবে ভগবতী ( এসবি 1.2.7)। ভগবতধামে ’বাসুদেবে ভগবতী'। বাসুদেব হলেন কৃষ্ণ। "
|