BN/660711 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু

শ্রীল প্রভুপাদের অমৃতবাণী

"যখন আমরা আমাদের শরীরের সম্পর্কের চিন্তা করি, সেটি জড় প্ল্যাটফর্ম। শরীরের বিষয়টি বিবেচনা করে যা কিছু করা হয় . . . শরীর মানেই ইন্দ্রিয়। শরীর মানে ইন্দ্রিয়। তার মানে যা কিছু আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য করি, সেটি জড়। এবং যা কিছু আমরা সর্বোচ্চ সন্তুষ্টির জন্য করি, সেটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। এটুকুই। তাই আমাদের পৃথক করতে হবে, 'আমি কি ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করছি না কি সর্বোচ্চ সন্তুষ্টির জন্য কাজ করছি?' যদি আমরা এই কলা শিখতে পারি, তাহলে আমাদের জীবন আধ্যাত্মিক হয়ে যায়। আধ্যাত্মিক জীবন মানে এই নয় যে আমাদের এই ক্রিয়াকলাপগুলো পরিবর্তন করতে হবে, যা আমরা ইতি মধ্যে নিয়োজিত রয়েছি, বা আমাদের শরীরের আকার কিছু অসাধারণভাবে পরিবর্তিত হবে। কিছুই নয়।"

660711 - প্রবচন BG 04.01 and Review - নিউ ইয়র্ক