"কেউই শ্রীকৃষ্ণের মতো বিখ্যাত হতে পারবে না। সারা বিশ্বজুড়ে তিনি বিখ্যাত, ভারতবর্ষের কথা আর কিই-বা বলার আছে? সম্পূর্ণ খ্যাতি। তেমনই সমস্ত শক্তি, সমস্ত ঐশ্বর্য, সমস্ত সৌন্দর্য, সমস্ত জ্ঞান... কেবল ভগবদ্গীতাটিই দেখুন না। এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী। এর সমকক্ষ আর কিছুই নেই, আর ভগবদ্গীতার সঙ্গে প্রতিযোগিতা করার মতোও কিছু নেই। এটি এমনই এক মহান বিজ্ঞান। সম্পূর্ণ বিজ্ঞান। সুতরাং, যাঁর মধ্যে এই ছয়টি গুণ পূর্ণরূপে বিরাজমান তিনিই কেবল ভগবান। এটি হচ্ছে ভগবানের সংজ্ঞা। পূর্ণ শক্তি, পূর্ণ সৌন্দর্য, পূর্ণ জ্ঞান, পূর্ণ ঐশ্বর্য এবং পূর্ণ বৈরাগ্য।"
|