BN/661201 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কেউ ভগবানের সমান হতে পারে না। কাজেই ভগবান হওয়ার পরিবর্তে কিংবা আমাদের ক্ষুদ্র জ্ঞান আর ত্রুটিপূর্ণ, ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে জানার চেষ্টা করার পরিবর্তে, বিনয়ী হওয়া ভালো। এই অভ্যাস ত্যাগ কর। জ্ঞানে প্রয়াসমুদপাস্য (শ্রীমদ্ভাগবতম ১০.১৪.৩)। এই অভ্যাস ত্যাগ কর। এটা মুর্খের স্বভাব যে 'আমি ভগবানকে জানতে পারি।' শুধু বিনয়ী হও আর কর্তৃপক্ষের কাছ থেকে শোনার চেষ্টা কর। সন-মুখরিতাম। আর কর্তৃপক্ষ কে? কর্তৃপক্ষ হচ্ছেন শ্রীকৃষ্ণ বা ভগবান বা তাঁর প্র্রতিনিধি।"
৬৬১২০১ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ০৯.১৫ - নিউ ইয়র্ক