"ব্রহ্মার এক দিন মানে হচ্ছে ৪,৩০০,০০০ গুন ১০০০। সেটি হচ্ছে ব্রহ্মার বারো ঘণ্টা । তেমনিভাবেই, চব্বিশ ঘণ্টায়, এক দিন। এখন এক দিন, এক বছর, একশো বছর গুনুন। তো ব্রহ্মার একশো বছর হচ্ছে মহা-বিষ্ণুর একবার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময়, যেমন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই, একবার নিশ্বাস নেই, একবার ছাড়ি। তো এই নিশ্বাস প্রশ্বাস নেওয়ার সময়, যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন, তখন সমস্ত ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, আর যখন শ্বাস নিচ্ছেন, তখন সব বন্ধ হয়ে যাচ্ছে, বর্ণনা বন্ধ। তো এইভাবেই চলছে। তেমন মহাবিষ্ণু একটি অংশ। শ্রীকৃষ্ণের সৃষ্টির এক-চতুর্থাংশ।"
|