BN/661221 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
সবসময় মনে রেখো যে এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মায়িক জড়া প্রকৃতির বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করা। সুতরাং এটা হচ্ছে যুদ্ধ। সে ( মায়া) সবসময় তোমাকে পরাজিত করার চেষ্টা করবে। দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া( ভগবদ গীতা ৭.১৪)। এ (মায়া) খুব শক্তিশালী , ক্ষমতাসম্পন্ন। তুমি কিভাবে নিজেকে রক্ষা করবে? মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তারান্তি তে। তুমি যদি শুধুমাত্র স্থায়ীভাবে কৃষ্ণের ভক্তিময়ী সেবায় দৃঢ়সংলগ্ন থাকো তাহলে এই মায়া শক্তি তোমাকে টেনে নিতে অক্ষম। |
661221 - প্রবচন CC Madhya 20.313-317 - নিউ ইয়র্ক |