BN/670102b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যদি কেউ কৃষ্ণ ভাবনামৃতের দর্শনটি গ্রহণ করে এবং ভগবানের প্রতি প্রেম উৎপন্ন করে তাহলে সে ভগবানকে প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে , সব কিছুতে দর্শন করে। তিনি এক মুহূর্তের জন্যও ভগবানকে না দর্শন করে থাকেন না । যেমন ভগবদ গীতা তে বলা হচ্ছে যে তেসে তু ময়ি । যে ভক্ত ভালোবেসেছে , ভগবানের প্রতি প্রেম বিকশিত করেছে , সেও প্রতি মুহূর্তে ভগবানের দর্শন করছে । ঠিক তেমনি ভগবানও প্রতি মুহূর্তে তাকে দেখছেন । তারা কখনো বিচ্ছিন্ন হয় না । কি সহজ পদ্ধাতি। এই হরি কীর্তন, এই সরল পন্থাটি এই যুগের জন্য প্রস্তাবিত হয়েছে, এবং আমরা যদি অকপটভাবে কোনো অপরাধ ছাড়া এবং বিশ্বাসের সাথে এই পন্থা অনুশীলন করি , তাহলে ভক্তের জন্য ভগবানের দর্শন করা কঠিন নয়।

৬৭০১০২ - চৈতন্য চরিতামৃত মধ্যে লীলা ২০-৩৯১-৪০৫- নিউ ইয়র্ক

670102 - প্রবচন CC Madhya 20.391-405 - নিউ ইয়র্ক